TMC Candidate List LIVE: ‘খেলা হবে দেখা হবে জেতা হবে’, প্রার্থী তালিকা প্রকাশ করে মমতা

WB Election 2021 BJP, TMC Candidate Name List Announcement LIVE Updates: ‘৯ মার্চ দুপুর ২টায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ’, ঘোষণা তৃণমূলনেত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Mar 2021 10:07 AM

প্রেক্ষাপট

আজ তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ। ভবানীপুর নয়, শুধু নন্দীগ্রাম আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা। তৃণমূল সূত্রে খবর। নন্দীগ্রামে মমতার বিপরীতে প্রার্থী হতে পারেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর।নন্দীগ্রামে তৃণমূলের ফল ভালো...More

WB Election Party Candidate LIVE: মানিকতলায় তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে, শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশ্র, ঘোষণা মমতার

তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের--


মানিকতলা - সাধন পাণ্ডে, শিলিগুড়ি- ওমপ্রকাশ মিশ্র, ঝাড়গ্রাম- বীরবাহা হাঁসদা, খড়দা- কাজল সিনহা,  নাগরাকাটা- জোশেক মুন্ডা