কলকাতা : সুজাতা মন্ডলের ভোটপ্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। রবিবার সন্ধে ৭টা থেকে আগামীকাল সন্ধে ৭টা পর্যন্ত জারি থাকবে যে নিষেধাজ্ঞা। আরামবাগের তৃণমূল প্রার্থী তফশিলি জাতি নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তাদের অভিযোগ পেয়ে সুজাতা মন্ডলের উত্তর জানতে চাওয়া হয়। তিনি উত্তরে জানান, তফশিলি জাতির প্রতি তাঁর যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু তাঁর জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াতে তিনি মন্তব্যটি করেছিলেন। যে উত্তরে সন্তুষ্ট না হয়ে সুজাতা মন্ডলের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


এদিকে নির্বাচন কমিশন এদিনই ২৪ ঘণ্টার জন্য সায়ন্তন বসুর ভোটপ্রচারেও ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা করেছে। রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে গুলিতে মৃত্যু হয় ৪ জনের। ওই ঘটনার পর শোলে ছায়াছবির সংলাপ অনুসরণ করে সায়ন্তন বসু বলেছিলেন, তোমরা একজনকে মারলে আমরা চারজনকে মারবো। জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারব। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারব।“ এরপর তাঁকে শো-কজের নোটিশ ধরায় কমিশন। ওই নোটিশের জবাবে সায়ন্তন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সূত্রের খবর, সায়ন্তন বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে তৃণমূল। কিন্তু তাঁর জবাবে যে নির্বাচন কমিশন সন্তুষ্ট তা কমিশনের পদক্ষেপেই স্পষ্ট।


শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। তার আগে বিতর্কিত মন্তব্যের জেরে নির্বাচন কমিশন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টা ও রাহুল  সিনহার প্রচারেও ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল।