কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারের চমক ‘২১-এ অন্নপূর্ণা’। জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচে এবার এরাজ্যেও মিলবে ২১টাকায় মাছ-ভাত-ডাল-সব্জি।
পাইলট প্রকল্পে সাফল্যের পর এবার তা চালু হবে সব জেলা সদরে। আগামী ১ মে থেকে চালু হচ্ছে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প।
মত্স্য দফতরের উদ্যোগে এই প্রকল্পে কলতাতা সহ রাজ্যের সব জেলা সদরে ঘুরে বেড়াবে ব্যাটারি চালিত ১০০টি গাড়ি। মাত্র ২১ টাকাতেই যেখানে পেট ভরে খাওয়া যাবে ভাত, ডাল, মাছ, সবজি। জেলার ক্ষেত্রে গাড়ি থাকবে জেলাশাসকের অফিসের সামনে।
বেনফিস-এর ম্যানেজিং ডিরেক্টর বিধান রায় জানিয়েছেন, গ্রামের মানুষ জেলা সদরে অনেক কাজে যান। বাধ্য হয়ে তাঁরা বেশি দামে খাবার কিনে খান। সব ক্ষেত্রে খাবারের মানও ভাল হয় না। সেই জন্যই সরকারের এই ‘না লাভ না ক্ষতি’ উদ্যোগ।
ইতিমধ্যেই পাইলট প্রকল্পে কলকাতার ৫ জায়গায় ২১ টাকায় মিলছে মাছ-ভাত। সেই প্রকল্পে সাফল্যের পরই জয়ললিতার ‘আম্মা ক্যান্টিনের’ ধাঁচে এবার ২১-এ অন্নপূর্ণার সিদ্ধান্ত।
চালু কলকাতায়, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের চমক, ২১ টাকায় ভরপেট ভাত, ডাল, মাছ, সবজি মিলবে সব জেলা সদরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2018 08:58 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -