সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে চিকিৎসক নিয়োগে বড়সড় বেনিয়মের অভিযোগ উঠল। ১৫ ফেব্রুয়ারি ৬৪৭ জন চিকিৎসক-অধ্যাপকের নিয়োগ তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। একই চিকিৎসকের নাম ওই তালিকায় ভিন্ন ভিন্ন বিভাগের বিশেষজ্ঞ হিসেবে রয়েছে বলে অভিযোগ।


চিকিৎসক সংগঠনগুলির অভিযোগ, এর ফলে বহু যোগ্য, উচ্চশিক্ষিত প্রার্থীকে বঞ্চিত হতে হয়েছে।


যেমন অর্পিতা বায়েন, বাড়ি নদিয়ার বগুলায়। তালিকায় তাঁর নাম রয়েছে ১৩টি জায়গায়। কখনও তিনি মাইক্রোবায়োলজিস্ট, কখনও নিউরো মেডিসিন। এছাড়া, নেফ্রোলজিস্ট, জেরিয়াট্রিক মেডিসিন, হেমাটোলজিস্ট, হেপাটোলজিস্ট, ফার্মাকোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন, ফিজিওলজিস্ট, ইউরোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, বায়ো কেমিস্ট্রি ও কমিউনিটি মেডিসিন বিভাগে তালিকায় নাম রয়েছে অর্পিতা বায়েনের। প্রতিটি ক্ষেত্রেই জন্ম তারিখ এবং বাবার নাম এক।


একই ঘটনা ঘটেছে মানিকতলার বাসিন্দা সঞ্চারী চক্রবর্তীর ক্ষেত্রেও। তাঁর নাম রয়েছে, নেফ্রোলজি, নিউরো সার্জারি, ইউরোলজি, এই তিনটি বিভাগে। 


বেহালার বাসিন্দা দীপাঞ্জন হালদারের নিয়োগ তালিকায় নাম রয়েছে ৭ বার। তাঁর নাম রয়েছে এন্ডোক্রিনোলজি, হেমাটোলজি, নিও ন্যাটোলজি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক গ্যাসট্রোএন্টেরোলজি, পেডিয়াট্রিক মেডিসিন ও রিউম্যাটোলজি বিভাগে। 


এ বিষয়ে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রবীরকুমার শূর জানিয়েছেন, একজন এমবিবিএস একাধিক বিভাগে আবেদন করতে পারেন। তবে তাঁর নিয়োগ হবে একটিমাত্র বিভাগেই।


হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব তুষার পাঠক জানিয়েছেন, ‘আবেদন করতে স্পেশালাইজড ডিগ্রি লাগে না। সাধারণ এমবিবিএস-রাও একাধিক পদে আবেদন করতে পারেন। প্রতিবারই এমন ঘটনা ঘটে। নতুন কিছু নয়।’