Uccha Madhyamik 2021 Result Live: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৪ টে থেকে দেখা যাবে wb12.abplive.com-এ
বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
আজ বিকেল ৪টে থেকে wb12.abplive.com-এ নিজেদের ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা
স্কুলগুলির পাঠানো নম্বরের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করার জন্য এই বাড়তি সময় বলে বোর্ড সূত্রে খবর।
CBSE বোর্ড সূত্রে খবর, বাড়ানো হয়েছে নম্বর চূড়ান্ত করার সময়সীমা। নির্দেশিকায় বলা হয়েছে, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই বিকেল ৫টার মধ্যে স্কুলগুলিকে জমা দিতে হবে চূড়ান্ত নম্বর।
এরই মধ্যে, ৩১ জুলাই বেরোতে পারে CBSE দ্বাদশের ফল।
এবারের মাধ্যমিকে পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এউত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ফলাফল ঘোষণা করে জানিয়েছিলেন যে, এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ পাস।
এরইমধ্যে মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে শেষ করতে হবে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।
মঙ্গলবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। পাশের হার ১০০ শতাংশ। উচ্চমাধ্যমিকেও কেমন হবে ফল, সেটাই এখন দেখার।
উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে,শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে।
পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। জানা নেই রোল নম্বর।এই পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের সহজে রেজাল্ট জানানোর ব্যবস্থা করেছে এবিপি আনন্দ।তার জন্য পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে wb12.abplive.com ওয়েবসাইটে।ফল জানার জন্য দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর।
করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও।বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন।
মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রকাশিত হবে না মেধা তালিকা। শুক্রবার অ্যাডমিট কার্ড ও মার্কশিট পাবে পরীক্ষার্থীরা
উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। দুপুর ৩টেয় আনুষ্ঠানিক প্রকাশের পর বিকেল ৪টে থেকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে।
একাদশে ভর্তির সময়সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ডব্লিউবি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অধীনে থাকা সমস্ত উচ্চ মাধ্যমিক মান্যতাপ্রাপ্ত স্কুলের প্রধানদের উদ্দেশে বুধবার বিক্ষপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, ২২ জুলাই সব স্কুল যাতে পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অ্যাডমিশন নোটিস দিয়ে দেয়। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ থেকে ১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সেরে ফেলতে হবে স্কুলগুলিকে।
গতকালই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। পাশের হারে সর্বকালীন রেকর্ড, ১০০ শতাংশ পাশের হার ছিল মাধ্যমিকে। পর্ষদ সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় এমনটাই জানান। আগামিকাল উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে কী হয় এখন সেটাই দেখার।
পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। জানা নেই রোল নম্বর। এই পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের সহজে রেজাল্ট জানানোর ব্যবস্থা করেছে এবিপি আনন্দ। তার জন্য পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে wb12.abplive.com ওয়েবসাইটে। ফল জানার জন্য দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন অর্থাত্ ২৩ জুলাই সকাল ১১টা থেকে স্কুলগুলিকে মার্কশিট, সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে।
পরীক্ষা হয়নি, তাই অন্য মূল্যায়নেই ফলাফল প্রকাশ করবে সংসদ। মূল্যায়ন-বিধি অনুযায়ী, উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসার সুযোগ মিলবে।
২২ জুলাই বিকেল ৪টে থেকে wb12.abplive.com-এ নিজেদের ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা
প্রেক্ষাপট
করোনা আবহেই ২২ জুলাই প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক (Uccha Madhyamik Result 2021) পরীক্ষার ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগেই জানিয়েছে, আগামী ২২ জুলাই দুপুর ৩টের সময়ে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।
যেহেতু এই বছর পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড (Higher Secondary Admit Card 2021) পায়নি, তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর (HS Exam 2021 Registration Number) দিয়েই ওয়েবসাইটে ফল দেখা যাবে। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন, অর্থাত্, আগামী ২৩ জুলাই সকাল ১১টা থেকে স্কুলগুলিকে মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে।
মহামারির (covid19) কারণে চলতি বছর মাধ্যমিক (WBBSE Board) বা উচ্চমাধ্যমিক (WBCHSE Board) কোনও পরীক্ষাই হয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণের ব্যবস্থা করা হয়েছে। গত বছর তিনদিনের পরীক্ষা বাকি থাকা কালীনই বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার করোনা সংক্রমণের জেরে পুরো পরীক্ষাই বাতিল হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -