রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছুঁইছুঁই।মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার পার।
এরইমধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে!সঙ্কটের মধ্যে চূড়ান্ত সতর্কতা মেনে মায়ের আবাহন।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা-করোনা সংক্রমণ বাড়ছে, প্রত্যেকে মাস্ক পরুন।সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখুন, পুজো প্যান্ডেলে যাওয়ার সময় মাস্ক পরুন। সতর্কতামূলক প্রচার করতে হবে পুজো কমিটিকে, মাস্ক না পরলে প্যান্ডেলে ঢুকতে দেবেন না, প্রয়োজনে প্যান্ডেলে ঢোকার সময় স্যানিটাইজার, মাস্ক দিন,প্যান্ডেলের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। বাংলায় পুজো হবে, কিন্তু সংক্রমণ আটকাতে হবে।
মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, রাজ্যে গোষ্ঠী সংক্রমণের ঘটনা সামনে এসেছে।
রাজ্যে করোনা যখন হু হু করে বাড়ছে, তখন আরটি পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার খরচ কমানোরও নির্দেশ দিল রাজ্য সরকার। ২ হাজার ২৫০ টাকা থেকে করোনা টেস্টের খরচ কমে হল দেড় হাজার টাকা। ঘোষণা মুখ্যসচিবের আলাপন বন্দ্যোপাধ্যায়ের।
উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে করোনা চিকিৎসায় বেডের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, শীঘ্রই বাঙুর হাসপাতালে চালু হবে ৪৯৬টি নতুন বেড।পাড়ায় পাড়ায় ফের চেম্বার খুলতে পারেন চিকিৎসকরা, এব্যাপারে আইন শিথিল করছে রাজ্য সরকার।
পুজোর সময় উৎসবের আবহে যেন করোনা চিকিৎসায় কোনও খামতি না থাকে, তার জন্য নবান্নে সর্বক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু থাকবে। কন্ট্রোলরুমের নম্বর 1800313444222।
নবান্নে সাংবাদিক বৈঠক
মুখ্যসচিব বললেন, -‘কোভিড টেস্টের খরচ কমে ১৫০০ টাকা’
-‘করোনা রোগীদের জন্য অ্যাম্বুল্যান্সের ভাড়া কমাতে হবে’
-‘এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে সরকার’
‘শীঘ্রই বাঙুর হাসপাতালে চালু হবে ৪৯৬টি নতুন বেড’
-‘পাড়ায় পাড়ায় ফের চেম্বার খুলতে পারেন চিকিৎসকরা’
-‘এব্যাপারে আইন শিথিল করছে রাজ্য সরকার’
-‘পুজোর সময় সর্বক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু থাকবে’
-------------------------
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন- ‘করোনা সংক্রমণ বাড়ছে, প্রত্যেকে মাস্ক পরুন’
-‘সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখুন’
-‘পুজো প্যান্ডেলে যাওয়ার সময় মাস্ক পরুন’
-‘সতর্কতামূলক প্রচার করতে হবে পুজো কমিটিকে’
-‘মাস্ক না পরলে প্যান্ডেলে ঢুকতে দেবেন না’
-‘প্রয়োজনে প্যান্ডেলে ঢোকার সময় স্যানিটাইজার, মাস্ক দিন’
-‘ব্যবস্থাপনা দেখে বিশ্ববাংলা শারদ সম্মানে অতিরিক্ত পয়েন্ট’
-‘প্যান্ডেলের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না’
-‘স্থানীয় স্তরে পুজো উদ্বোধন করা যায় কিনা দেখুন’
-‘উত্তরপ্রদেশে পুজোর অনুমতি নেই’
-‘দিল্লির সিআর পার্ক ছাড়া আর কোনও অনুমতি নেই’
-‘বাংলায় পুজো হবে, কিন্তু সংক্রমণ আটকাতে হবে’