কলকাতা: বিদায় নিয়েছে শীত। সকাল থেকে ঘন কুয়াশা। বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে গরমও। ভোটমুখী বঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে যেন রাজনৈতিক উত্তাপের সঙ্গে টেক্কা দিচ্ছে আবহাওয়াও।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। মাঝ ফাল্গুনেই বেলা গড়ালে টের পাওয়া যাচ্ছে ভ্যাপসা গরম।


আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রিতে। 


পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সিকিমেও। 


কয়েকদিন আগে থেকেই গায়েব হতে শুরু করেছিল বাতাসে কনকনে ঠান্ডার পরশ। মাফলার-টুপিতে মাথা মুড়ি দিয়ে আর পথ হাঁটা যার জেরে ছেড়েছিল বঙ্গবাসী। এবার ক্রমে শীতবস্ত্র গুছিয়ে তুলে রেখে  গরম পোশাক ফিরে যেতে শুরু করেছে আলমারির তাকে।


আবহাওয়া দফতর পূর্বাভাসে আগেই জানিয়েছিল, এবছর আর শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। এবার কলকাতা সহ ধীরে ধীরে পারদ চড়ছে জেলাগুলিতেও।


উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত বাড়ছে।