সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর মধ্যেই সুর কাটতে পারে অসুর বৃষ্টি। উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিণত হতে পারে নিম্নচাপে। যার জেরে অষ্টমী থেকে দশমী - কলকাতা সহ কয়েক জেলায় হতে পারে বৃষ্টি। একথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।


পুজোর মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। ষষ্ঠী-সপ্তমীটা নির্বিঘ্নে কাটলেও...অষ্টমী থেকে দশমী পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন বাংলায় বর্ষা বিদায় পালা চলবে। সপ্তমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 


এরই মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিণত হতে পারে নিম্নচাপে। ফলে অষ্টমী থেকে দশমী- কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় আশার বাণী উত্তরবঙ্গের জন্য। সেখানে পরিষ্কার থাকবে আকাশ। 


এদিকে, আজ রবিবার মহাপঞ্চমী৷ ছুটির মুডে উত্সবপ্রিয় বাঙালি। কাল, ষষ্ঠীতে দেবীর বোধন হলেও বহু মণ্ডপেই মা এসে গিয়েছেন। ঢাকের আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। শরতের ঝলমলে আকাশ মাঝেমধ্যেই ঢাকছে মেঘে। তবে বৃষ্টির ভ্রুকুটি পুজোর আনন্দ এখনও মাটি করতে পারেনি। চতুর্থীর রাত থেকেই শুরু হয়েছে ঘুরে ঘুরে ঠাকুর দেখা। করোনা আবহে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা করা হয়েছে বড় পুজোর মণ্ডপগুলিতে।


এদিকে কোথাও থিম, তো কোথাও সাবেকি প্রতিমা তৈরি হয়েছে৷ মণ্ডপ সজ্জাতেও রকমারি বৈচিত্র্য ৷ পঞ্চমী থেকেই এ সবের স্বাদ নিতে রাজপথে নেমে পড়েছে মানুষ। ঘড়ির কাঁটা যত এগিয়ে চলেছে, ততই মণ্ডপে মণ্ডপে বাড়ছে দর্শনার্থীর সংখ্যা ৷ উপচে পড়ছে ভিড়। এখন আপামর বাঙালির একটাই প্রার্থনা, বৃষ্টি যেন মাটি না করে দেয় পুজোর আনন্দ।