কলকাতা: আজ থেকেই নামতে শুরু করল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।
গতকালের থেকে ১ ডিগ্রি নামল পারদ। কাল থেকে আরও দ্রুত নামবে তাপমাত্রা। শনি-রবিবার জাঁকিয়ে ঠান্ডা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় তাপমাত্রা ১৪-র নীচে নামতে পারে। জেলাগুলোতে ১০-এর কাছে ঘোরাফেরা করবে তাপমাত্রা।
উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ। তার হিমেল পরশ রাজ্যে পৌঁছতেই নামতে শুরু করেছে পারদ।
এর আগে, মঙ্গলবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছিল, জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায়, খুব শিগগির রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে।
তার জেরে শুক্রবার থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। ৪ ডিগ্রি নামতে পারে পারদ।
আবহাওয়া দফতর জানিয়েছিল, কলকাতায় তাপমাত্রার ১৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। জেলায় ১০ ডিগ্রির নীচে নামতে পারে পারদ।
Weather: নামতে শুরু করল পারদ, শনি-রবিবার জাঁকিয়ে ঠান্ডা, আলিপুর আবহাওয়া দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2020 12:09 PM (IST)
আজ কলকাতার সর্বনিম্ন ১৭.২ ডিগ্রি
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -