গতকালের থেকে ১ ডিগ্রি নামল পারদ। কাল থেকে আরও দ্রুত নামবে তাপমাত্রা। শনি-রবিবার জাঁকিয়ে ঠান্ডা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় তাপমাত্রা ১৪-র নীচে নামতে পারে। জেলাগুলোতে ১০-এর কাছে ঘোরাফেরা করবে তাপমাত্রা।
উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ। তার হিমেল পরশ রাজ্যে পৌঁছতেই নামতে শুরু করেছে পারদ।
এর আগে, মঙ্গলবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছিল, জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায়, খুব শিগগির রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে।
তার জেরে শুক্রবার থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। ৪ ডিগ্রি নামতে পারে পারদ।
আবহাওয়া দফতর জানিয়েছিল, কলকাতায় তাপমাত্রার ১৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। জেলায় ১০ ডিগ্রির নীচে নামতে পারে পারদ।