সঞ্চয়ন মিত্র, কলকাতা: নিম্নচাপের (Depression) প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় (Kolkata) আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস, আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও (District) নামবে পারদ। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।


বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। এর ফলে সপ্তাহান্তে ফের একবার পূবালি হাওয়ার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে। তার জেরে কমবে শীতের (Winter) আমেজ।


কলকাতায় ফের ফিরল শীতের আমেজ।  নিম্নচাপের জেরেই আসি আসি করেও আসেনি শীত। সেই নিম্নচাপ সরতেই আবার ক্রিজে শীতের জোরদার ব্যাটিং। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  কলকাতায় ফের কুড়ির নীচে নামল তাপমাত্রা।  মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা নেমে দাঁড়ায় ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।  বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।


পূবালি হাওয়া ও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে যাওয়ায় মঙ্গলবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় শুষ্ক আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, রাতে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি নামে। আগামী কয়েকদিনে বেশ কিছুটা কমবে তাপমাত্রা। এদিকে, জেলায় জেলায় ভোরের দিকে কুয়াশা পরিস্থিতি তৈরি হয়। যার জেরে যান চলাচলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’একদিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের সম্ভাবনা রয়েছে।  অন্যদিকে, আবার শুক্রবার থেকে ফের নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। এর ফলে সপ্তাহান্তে ফের একবার পূবালি হাওয়ার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে। তার জেরে কমবে শীতের আমেজ।


আরও পড়ুন: Petrol and Diesel Prices Today: টানা ১৪ দিন, শহরে আজও অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম