সনৎ ঝা, শিলিগুড়ি : ভুয়ো কোভিড রিপোর্ট বানিয়ে বাংলাদেশে যাওয়ার অনুমতি হাসিল করিয়ে দিত ফুলবাড়ির এক ওষুধ দোকানদার। শিলিগুড়ির বেসরকারি একটি প্যাথোলজির অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে সেই ব্যবসায়ী।
জানা গেছে, মোটা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্যাথোলজির নামে কোভিড সার্টিফিকেট জাল করে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ছাড়পত্র তৈরি করিয়ে দিত ফুলবাড়ির ওষুধের দোকানদার দীপঙ্কর সরকার। শিলিগুড়ির একটি প্যাথোলজি ল্যাব বিষয়টি জানতে পেরে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল ফুলবাড়ি পূর্ব ধনতলা থেকে গ্রেফতার করা হয় সেই ওষুধ ব্যবসায়ী দীপঙ্কর সরকারকে।
এদিকে রাজ্যে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা পরিস্থিতি। প্রায় ৯০০-র কাছাকাছি পৌঁছে গেছে রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৩০ জন।
এর পাশাপাশি রাজ্যে ফের সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১২২ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।
দেশেও এখনও মারণ করোনা ভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৯৭। গত একদিনে বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০১ জন করোনা আক্রান্তর। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৮ হাজার ৮৬৫ জন। যা ছিল গত ৯ মাসে সর্বনিম্ন। মৃতের সংখ্যা ছিল ১৯৭ জন। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা গত ৫২৭ দিনের পর সবচেয়ে কম।