কলকাতা: মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল। দক্ষিণবঙ্গ থেকে ফের হিমালয়ের পাদদেশে এলাকায় অবস্থান। অক্ষরেখা পাটনা থেকে অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এবং প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।


আজ থেকে রবিবার পর্যন্ত অতিবৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জল স্তর, পাশাপাশি নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। 


উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কবে কোথায় কেমন বৃষ্টিপাত


১০ অগাস্ট, মঙ্গলবার
অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতে আশঙ্কা। ১০০মিলি মিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলায় সর্বত্র।


১১ অগাস্ট, বুধবার
অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। হলুদ সর্তকতা উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হলুদ সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এই জেলাগুলিতে ১০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
 
১২ অগাস্ট, বৃহস্পতিবার
অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।ভারী বৃষ্টির হলুদ সর্তকতা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এই জেলাগুলিতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা।
 
১৩ অগাস্ট, শুক্রবার
ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই তিন জেলার জন্য হলুদ সর্তকতা জারি আবহাওয়া দফতরের।


১৪ ও ১৫ অগাস্ট অর্থাৎ শনি ও রবিবার
দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরে। 



কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশ।