কলকাতা: পৌষ শেষ হওয়ার আগেই উধাও শীত। আরও চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।


আগামী ৪৮ ঘণ্টা এমনই থাকবে আবহাওয়া। পূবালি হাওয়ার প্রভাবে বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রা দুটোই বাড়ছে। তবে মঙ্গলবার থেকে ফের নামতে পারে পারদ। জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই দেখছেন না আবহবিদরা।


হিসেব মতো কনকনে ঠাণ্ডায় যখন জবুথবু হওয়ার কথা, তখন দিনের বেলা শীতকাল বলে টের পাওয়াই দায়! কোকিলের কুহুতানটুকু বাদ দিলে ভরা শীতেই একেবারে বসন্তের আমেজ।


গত বেশ কয়েক দিনের মতো শনিবারও শহরে বেপাত্তা শীতের আমেজ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।


ঘামঝরা গরম নেই ঠিকই, তবে দুপুরের চড়া রোদে শীতকাল বলে টের পাওয়া দায়। শুধু দিনের তাপমাত্রাই যে বেড়েছে এমন নয়, পাল্লা দিয়ে বেড়েছে রাতের তাপমাত্রাও।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন এই আবহাওয়াই বজায় থাকবে।


শীতপ্রেমীদের এই আশঙ্কা দূর করে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  পৌষ সংক্রান্তির আগে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামলেও, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই।


রাতে ও সকালে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কিছুটা।


পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশার পরিবেশ তৈরি হবে।


বঙ্গে যখন শীতের প্রভাব কমছে, তখন আগামী কয়েক দিনে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আরও তাপমাত্রা নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে তাপমাত্রা নামবে হু হু করে।

আগামী কয়েকদিন কুয়াশার প্রভাব থাকবে পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা সহ বেশকিছু রাজ্যে।