West Bengal Assembly Election 2021 Live Updates: আজ অভিষেকের গড়ে শোভন-বৈশাখীর জনসভা

আজ ঝাড়গ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। দুপুর ৩টেয় জামদা সার্কাস ময়দানে এই সভা হওয়ার কথা। খড়গপুরে দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে, ঝাড়গ্রামের সভায় আসবেন বিজেপির রাজ্য সভাপতি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jan 2021 09:12 PM
WB Election 2021 Updates: ‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় সমাধান’ দারুণ উদ্যোগ, মমতা সরকারের প্রশংসায় বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ, UNDP https://bengali.abplive.com/news/states/west-bengal-election-2021-mamata-banerjee-duare-sarkar-and-paray-samadhan-gets-acclaim-from-international-agencies-787692
মহিষাদলে শতাব্দী রায়ের জনসভার আগে, তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে কাটমানি-অভিযোগে পড়ল পোস্টার। আজ দ্বারিবেড়িয়ায় সভা করবেন শতাব্দী রায়। সভায় থাকবেন কুণাল ঘোষ সহ তৃণমূল নেতারা। তার আগে এদিন সকালে
মহিষাদল নাগরিক মঞ্চ ও বুদ্ধিজীবী মহলের নামে বিভিন্ন এলাকায় ব্লক সভাপতির বিরুদ্ধে চাকরির নামে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার দেখা যায়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতার অভিযোগ, তাঁকে এবং দলকে বদনাম করতে চক্রান্ত করেছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বকে পাল্টা দায়ী করেছে গেরুয়া শিবির।
দলের পদ ছাড়লেন উত্তরপাড়ার বেসুরো তৃণমূল বিধায়ক। ভালো লোকদের জায়গা নেই। বিজেপিতে যাওয়ার সম্ভাবনা ওড়ালেন না প্রবীর। শুনেই দলের শোকজ।
ভগবানপুরে শুভেন্দুর সভার আয়োজনের পরেই বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বোমাবাজি। অভিযুক্ত তৃণমূল। আদি বনাম নব্যের লড়াই, পাল্টা শাসক দল।
অভিষেক-গড়ে আজ জনসভা করবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে আমতলায় সাংগঠনিক সভা করেন বিজেপির দুই নেতা-নেত্রী। এরপর গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দু’জনে মধ্যাহ্নভোজ সারবেন দলীয় কর্মীর বাড়িতে। এরপর বিকেলে ডায়মন্ড হারবারে জনসভা করবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক বিষ্ণুপুরে গিয়ে তৃণমূল সাংসদের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। রবিবার কুলতলির সভা থেকে তার জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শোভন চট্টোপাধ্যায় তার জবাব দেন কিনা, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
রায়গঞ্জে তৃনমূল কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মহারাজা গ্রামে। মৃত তৃনমূল কর্মীর নাম মহম্মদ আলি ( ৫৫) । তাঁর বাড়ি রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের কৃষ্ণমুড়ি গ্রামে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দলের নেতা দুর্নীতিগ্রস্থ। চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ছেন! আর তাকেই অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুলল শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এখানেই শেষ নয়, ওই নেতাকে অঞ্চল সভাপতি করা হলে গোটা পঞ্চায়েত তৃনমূল ছাড়বে। এমন হুমকিও হুমকি দেওয়া হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সমবায়মন্ত্রী। সূত্রের খবর, ১০ দিন পর ফের পরীক্ষা করা হবে অরূপ রায়কে। ২৪ জানুয়ারি, বুকে ব্যথা অনুভব করায়, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় সমবায়মন্ত্রীকে। কার্ডিওলজি বিশেষজ্ঞ সরোজ মণ্ডল ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পণ্ডার অধীনে চিকিত্সাধীন ছিলেন তিনি। করোনারি অ্যাঞ্জিওগ্রাফির পর বসানো হয় স্টেন্ট। হাসপাতাল সূত্রে খবর, দিনকয়েক পর্যবেক্ষণে রাখার পর, আজ তাঁকে ছেড়ে দেওয়া হয়। অসুস্থতার খবর পাওয়ার পর, হাসপাতালে মন্ত্রীকে দেখতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। সেইসময় তিনি ঘুমোচ্ছিলেন বলে এদিন জানিয়েছেন মন্ত্রী।
অঞ্চল সভাপতি মনোনয়ন ঘিরে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তুলসিহাটায় নতুন অঞ্চল সভাপতি মনোনয়নে অসন্তোষ জানিয়ে পঞ্চায়েতকে নির্দল ঘোষণা করার হুমকি দিলেন প্রধান সহ তৃণমূল সদস্যদের একাংশ। দলের হয়ে ভোটে কাজ না করার হুমকিও দিয়েছেন বিক্ষুদ্ধরা।নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রধান সহ তৃণমূলের একাধিক সদস্য। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তৃণমূলের শেষের শুরু, কয়েকদিনের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে গোটা দল, কটাক্ষ করেছে বিজেপি। দু’ পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কেন্দ্রে গিয়ে দেওয়াল লিখন করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এ নিয়ে শুরু হয়েছে তরজা। কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, নাটাবাড়িতে তৃণমূলের যেই প্রার্থী হবে, সে-ই জিতবে।
ভগবানপুরে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বোমাবাজি । গতকাল রাতে একের পর এক বোমা ছোড়ার অভিযোগ। ক্ষতিগ্রস্ত বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি । বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়িতে সিবিআই হানা। এনামুলের সঙ্গে প্রভাবশালীদের সম্পর্ক রক্ষায় বারিক। বারিকের বাড়ি ছাড়াও অফিসের তল্লাশি সিবিআইয়ের।
ভোটের মুখে মঙ্গলকোটে খুন হলেন তৃণমূল নেতা। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, গতকাল দুপুরে পার্টি অফিস থেকে বাড়ি পথে, বাইক থামিয়ে পিটিয়ে মারা হয় বুথ সভাপতি সঞ্জিত ঘোষকে। খুনের নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে তৃণমূলের অভিযোগ। অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।
হরিনাভিতে বিজেপির নির্বাচনী অফিসের উদ্বোধন ঘিরে গন্ডগোলের ঘটনায় আরও প্রকট হল গোষ্ঠীদ্বন্দ্ব। দলেরই নেতার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মীদের একাংশ। গতকাল দলের নির্বাচনী অফিসের উদ্বোধন ঘিরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। স্থানীয় সূত্রে খবর, নির্বাচনী অফিস তৈরি নিয়ে বেশ কিছুদিন ধরেই সোনারপুর দক্ষিণের মণ্ডল সভাপতি তমাল চৌধুরীর সঙ্গে দলের জেলা সহ সভাপতি বসন্ত শেঠিয়ার বিবাদ চলছে। অভিযোগ, তার জেরে গতকাল হামলা চালান মণ্ডল সভাপতির অনুগামীরা। মত্ত অবস্থায় মারধরেরও অভিযোগ ওঠে। এই ঘটনায় মণ্ডল সভাপতি সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে গেরুয়া শিবির।
সীতা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ মদন মিত্রর বিরুদ্ধে। পুরুলিয়ার ঝালদা থানায় দায়ের হল অভিযোগ। ২৫ জানুয়ারি কাশীপুরে জনসভা করেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সেখানে তিনি সীতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ করে বিজেপি। এনিয়ে ঝালদা থানায় অভিযোগ দায়ের করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

প্রেক্ষাপট

বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্যের রাজনীতিতে কী কী ঘটল, কী কী ঘটে গেছে, পড়ুন।

আজ ঝাড়গ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। দুপুর ৩টেয় জামদা সার্কাস ময়দানে এই সভা হওয়ার কথা। খড়গপুরে দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে, ঝাড়গ্রামের সভায় আসবেন বিজেপির রাজ্য সভাপতি।প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন শুভেন্দু অধিকারী। তার আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের শিবরামপুর থেকে ঢোলপুকুর বাজার পর্যন্ত কৃষি আইনের সমর্থনে পদযাত্রা করেন বিজেপি নেতা। এরপর বিরুলিয়া গ্রামে কৃষক পরিবার থেকে শস্যদানা সংগ্রহ করে স্থানীয় একটি স্কুলে সকলের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। 'দুই নয়, এক জায়গাতেই ভোটে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে", নন্দীগ্রামে ফের সভা করে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন জিতেন্দ্র তিওয়ারি। কৌশলে তার সঙ্গে জুড়ে দিলেন নরেন্দ্র মোদির নাম। তেইশে জানুয়ারি মোদি-শুভেন্দু সাক্ষাতের প্রসঙ্গ টেনে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের কটাক্ষ, এক মাসের মধ্যে জুট কর্পোরেশনকে লুঠ কর্পোরেশনে পরিণত করেছেন শুভেন্দু। কটাক্ষ উড়িয়ে বিজেপির পাল্টা জবাব, জিতেন্দ্র তিওয়ারির কথার কোনও ঠিক নেই।
অন্যদিকে বারবার গরু ও কয়লাপাচার কাণ্ডে যোগ নিয়ে বিরোধীদের অভিযোগের তিরে বিদ্ধ রাজ্যের শাসক দল।  কয়লা ব্যবসায়ী অনুপ মাঝির পর, এবার গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সিবিআই সূত্রে খবর, গতকালও যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু খোঁজ মেলেনি গরু পাচারকাণ্ডে অভিযুক্ত নেতার। সিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে বিনয়ের ভাই বিকাশ মিশ্র দাবি করেন, পরিবারও তাঁর ফেরার হওয়ার ব্যাপারে কিছু জানে না। সেই কারণেই কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার পর, যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। খবর সিবিআই সূত্রে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.