CM Mamata Malda Visit LIVE Updates: 'বাংলায় জিতব, দেশকে দেখব', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Feb 2021 01:09 PM
Mamata Banerjee Malda LIVE: 'বাংলায় জিতব, দেশকে দেখব', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এবার আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। বাংলায় জিতব, দেশকে দেখব।’

Mamata Banerjee Malda LIVE: 'গায়ের জোরে মমতাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘গায়ের জোরে মমতাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। দিল্লি-গুজরাত থেকে বাংলা কন্ট্রোল করতে চাইছে। সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির সমঝোতা আছে। সিপিএম-কংগ্রেসকে একটাও ভোট দেবেন না।’

Mamata Banerjee Malda LIVE: 'বিজেপির থেকে টাকা নিন, কিন্তু তৃণমূলকেই ভোট দিন', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি ১৫ লক্ষ টাকা দেব বলে ভোট নিয়ে পালাল। মৌসমের বিরুদ্ধে অপপ্রচার করে হারানো হয়েছে। ‘ভোট এলেই বিজেপি শুধু টাকা বিলিয়ে যায়। টাকা দিতে এলে টাকা নিন, কিন্তু তৃণমূলকেই ভোট দিন।’

Mamata Banerjee Malda LIVE: 'হিন্দু দেব-দেবীদের নিয়ে কোনও জ্ঞান নেই বিজেপির', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হিন্দু দেব-দেবীদের নিয়ে কোনও জ্ঞান নেই বিজেপির। ধর্মকে অসম্মান করা মানে আত্মাকে অসম্মান করা। একটা বড় বাসে হোটেল বানিয়েছেন বিজেপি নেতারা। সেই হোটেলে চড়ে মিথ্যে বলে বেড়াচ্ছে।’

Mamata Banerjee Malda LIVE: 'দেশে কারও স্বাধীনতা নেই, বাবুরা আবার রথযাত্রা করছে', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশে কারও স্বাধীনতা নেই। বাবুরা এখন আবার রথযাত্রা করছেন। হিন্দু দেব-দেবীদের নিয়ে কোনও জ্ঞান নেই বিজেপির। ধর্মকে অসম্মান করা মানে আত্মাকে অসম্মান করা।’

Mamata Banerjee Malda LIVE: 'বিজেপি ফেক ভিডিও তৈরি করে দাঙ্গা লাগাচ্ছে, সতর্ক থাকুন', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি ফেক ভিডিও তৈরি করে সোস্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। ফেক ভিডিও তৈরি করে দাঙ্গা লাগাচ্ছে, সতর্ক থাকুন।’

Mamata Banerjee Malda LIVE: 'স্কুল বন্ধ, তাই মিড ডে মিল বাড়িতে পাঠিয়ে দিই', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমফানে ক্ষতিগ্রস্তদের আমরাই সাহায্য করেছি। স্কুল বন্ধ, তাই মিড ডে মিল বাড়িতে পাঠিয়ে দিই। মালদায় সিভিক ভলান্টিয়ারদের সমস্যার কথা জানি। সিভিক ভলান্টিয়ারদের সমস্যার সমাধান করে দেব।’

Mamata Banerjee Malda LIVE: 'বাংলায় কৃষকরা আমার সম্পদ, লুঠ করতে দেব না', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধায়। বাংলায় বিজেপিকে লুঠ করতে দেব না। বাংলায় কৃষকরা আমার সম্পদ, লুঠ করতে দেব না। বাংলাকে কিছুই দেয় না কেন্দ্র, শুধু মিথ্যে বলে।’

Mamata Banerjee Malda LIVE: 'একমাত্র বাংলাই বিনামূল্যে রেশন দেয়', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একমাত্র বাংলাই বিনামূল্যে রেশন দেয়। বিনামূল্যে রেশন পেতে তৃণমূলকেই ভোট দিন। স্বাস্থ্যসাথী প্রকল্পে বিকল্প একটা কার্ড থাকছে। ওই কার্ড দিয়েও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।’

Mamata Banerjee Malda LIVE: 'মালদায় কোনও আসন নেই, তাই দুঃখ পাই', মালদার সভায় মমতা

মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মালদায় কোনও আসন নেই, তাই দুঃখ পাই। মালদায় কি হাত খালিই থাকবে আমাদের? এবার আমি শূন্য হাতে ফিরে যেতে আসিনি।’

Mamata Banerjee Raigunj LIVE: 'আমরা থাকাকালীন কোনও বিপদ আপনাদের হবে ', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমফান চলে গেছে, মানুষ জিতেছে। কোভিড পালিয়ে গেছে, মানুষ জিতেছে। আমরা থাকাকালীন কোনও বিপদ আপনাদের হবে না। আমরা চাই আগামীদিনেও বিনামূল্যে রেশন পান। আমাদের সরকার বিনামূল্যে রেশন দেবে। প্যারা টিচারদের বছরে বছরে ৩ শতাংশ বেতন বৃদ্ধি।’

Mamata Banerjee Raigunj LIVE: 'দিল্লিকে বাংলা দখল করতে দেব না, আমরা রুখব', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আগে একটা বিড়ি তিনজন টানত। এখন কত টাকা। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। আর ওরা বলে - হরে কৃষ্ণ হরে হরে, টাকা চুরি করে করে। টাকা দিলে নিয়ে নিন। বিজেপিকে ভোট দেবেন না। দিল্লিকে বাংলা দখল করতে দেব না, আমরা রুখব।’

Mamata Banerjee Raigunj LIVE: 'যগাই-মাধাই-বিদাই- তিনটেকেই জানাতে হবে বিদায়', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আজ কংগ্রেস-সিপিএম বিজেপি এক হয়েছে। যগাই-মাধাই-বিদাই- তিনটেকেই জানাতে হবে বিদায়।’

Mamata Banerjee Raigunj LIVE: 'দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, আর বাংলায় ৪০ শতাংশ দারিদ্র কমিয়েছি', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, আর বাংলায় ৪০ শতাংশ দারিদ্র কমিয়েছি। স্টিল ডেভলপমেন্ট, স্মল স্কেল, কৃষি, ১০০ দিনের কাজেও এক নম্বরে।’

Mamata Banerjee Raigunj LIVE: 'সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে একমাত্র তৃণমূল', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে একমাত্র তৃণমূল সরকার। প্রার্থী কারা হবে দেখার দরকার নেই। যারা দল বদল করতে পারে তাদের প্রার্থী করব না।’

Mamata Banerjee Raigunj LIVE: 'রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না বিজেপি', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। আমাদের সরকার বিনা পয়সায় রেশন দেবে। আদিবাসী ভাষার প্রসারে তৈরি হচ্ছে বিশেষ কেন্দ্র। বিজেপি বাংলার ভাল কাজ দেখতে পায় না।’

Mamata Banerjee Raigunj LIVE: 'রাজবংশী ভাষার জন্য ২০০, অলচিকির জন্য ৫০০ স্কুল করে দিচ্ছি', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কালিয়াগঞ্জের হাসপাতাল ৩০০ বেডের করে দিলাম। রায়গঞ্জে মেডিক্যাল কলেজ করার সব ব্যবস্থা হয়ে গেছে। রাজবংশী ভাষায় পড়াশোনার জন্য ২০০ স্কুল করে দিচ্ছি। অলচিকি ভাষার জন্য ৫০০ স্কুল করে দিচ্ছি। হিন্দি, গোর্খা ভাষার জন্যও আলাদা স্কুল।’

Mamata Banerjee Raigunj LIVE: 'লঙ্কা খেলে তো ঝাল লাগবেই ', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি বলে ১৫ লক্ষ দেব, বলে পালিয়ে যায়। আমরা যেটা বলি, সেটা করে বলি-করেছি। লঙ্কা খেলে তো ঝাল লাগবেই। দাঙ্গা করবে-আমরা বলব না তা কী করে হয়।’

Mamata Banerjee Raigunj LIVE: 'স্বাস্থ্যসাথী থেকে বিনামূল্যে রেশন, সব দিয়েছে রাজ্য ', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘স্বাস্থ্যসাথী থেকে বিনামূল্যে রেশন, সব দিয়েছে রাজ্য সরকার। বিজেপি প্রতিশ্রুতি দেয়, কাজ করে না। বিজেপি শুধু দাঙ্গা করে বেড়াচ্ছে। বীরসা মুন্ডার নাম করে অন্যের গলায় মালা পরিয়ে দেয়।’

Mamata Banerjee Raigunj LIVE: 'রথ তো নয়, যেন  ১০ স্টার হোটেল', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রথে বিরিয়ানি, মাংস-পোলাও, কাবাব। ১০ তলার সমান রথ তৈরি করেছে। সাজ-বিশ্রাম-গানা থেকে শুরু করে সব রেডি। যেমন ১০ স্টার হোটেলে পাওয়া যায়। 

Mamata Banerjee Raigunj LIVE: 'সরকার চালানোর সময় নিজেকে সাধারণ মানুষ ভাবি', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি নিজেকে কর্মী ভাবি। সরকার চালানোর সময় সাধারণ মানুষ ভাবি। তাহলেই দেখবেন মন থেকে দ্বিধা দন্দ্ব দূর হবে। একটি রাজনৈতিক দল অনেককে নিয়ে হয়। ধর্ম-বর্ণ অনেক থাকে।’

Mamata Banerjee Raigunj LIVE: 'বিজেপি নেতাদের বাংলার ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ঘরে বসে ফেক ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। বিজেপি বলে বাংলায় মহিলারা ঘর থেকে বেরোতে পারে না। উত্তরপ্রদেশে দলিতদের খুন করা হয়। বিজেপি নেতাদের বাংলার ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই।’

Mamata Banerjee Raigunj LIVE: 'ধর্মের নামে অধর্ম করছে বিজেপি', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি নেতারা রথযাত্রা করছে। তারা কি জগন্নাথ দেবের থেকেও বড়? দেবতারা চলে গিয়ে বিজেপি নেতারা এসেছে। রাবণও রথে চেপে এসে সীতাকে হরণ করেছিল। বাবুরা রথ বিক্রি করেছেন। সেই রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে ফুর্তি করছেন। জগন্নাথ দেবের রথযাত্রাকে এরা কালিমালিপ্ত করেছে। ধর্মের নামে অধর্ম করছে বিজেপি।’

Mamata Banerjee Raigunj LIVE: 'এখন দৈত্যরা হোটেলের মতো রথে করে যাত্রা করছে', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা দেখেছি দেবতারা রথ চড়ে। এখন দৈত্যরা হোটেলের মতো রথ তৈরি করে যাত্রা করছে। বিজেপির আমার উপর খুব রাগ। ওরা চায় আমায় সরিয়ে দিল্লি থেকে বাংলা চালাতে। কিন্তু এতো সস্তা নয়, আমরা মাথানত করি না।

Mamata Banerjee Raigunj LIVE: 'আমি ধর্মকে ভালবাসি, মুখে বললেই হয় না', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি ধর্মকে ভালবাসি, মুখে বললেই হয় না। যাঁরা মানুষ খুন করে, তাঁদের মুখে ধর্মের কথা মানায়? আমরা দেখেছি দেবতারা রথ চড়ে।’

Mamata Banerjee Raigunj LIVE: 'দেশের নেতা মহাত্মা, নেতাজির মতো হওয়া উচিত', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশের নেতা মহাত্মা গাঁধী, নেতাজির মতো হওয়া উচিত। নেতা আবার মিথ্যে কথা বলবে কেন?। বিজেপি দিনকে রাত, রাতকে দিন করে দেয়।’

Mamata Banerjee Raigunj LIVE: 'অত সস্তা নয়, এটা দিল্লির লাড্ডু নয়', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপির অনেক টাকা আছে, তাই খুব অহঙ্কার। টাকার থেকে মানুষের দাম অনেক বেশি। টাকা দিয়ে চরিত্র গঠন হয় না। বিজেপি ভাবছে যেমন করে হোক ক্ষমতা দখল করতে হবে। অত সস্তা নয়, এটা দিল্লির লাড্ডু নয়।’

Mamata Banerjee Raigunj LIVE: 'ইঁদুর থেকে বাঘ হয়ে ঋষিকেই খেতে আসছে', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কিছু ভুঁইফোড়কে কাজ করতে পাঠিয়েছিলাম, আখের গুছিয়েছে পালিয়েছে। ইঁদুর থেকে বাঘ হয়ে ঋষিকেই খেতে আসছে। রাজনীতিতে তিনধরণের মানুষ, লোভী-ভোগী-ত্যাগী। যাঁরা লোভী তাঁদের ত্যাগ করুন।’

Mamata Banerjee Raigunj LIVE: 'যদি কেউ ভাবে আমি বড় নেতা, সেটা ভুল', রায়গঞ্জের সভায় মমতা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা উঁচু করে চলতে হবে। মানুষের সেবা করতে হবে। যদি কেউ ভাবে আমি বড় নেতা, সেটা ভুল। তৃণমূল কংগ্রেস কারও কাছে মাথানত করে টিকিট দেয় না।’ 

প্রেক্ষাপট

উত্তর দিনাজপুর ও মালদা:   উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন মালদায়। আজ দুপুরে রায়গঞ্জ স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেবেন দুই দিনাজপুরের তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত, এই দুটি জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেওয়ায়, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দলের কতটা ক্ষতি হয়েছে, তাও পর্যবেক্ষণ করবেন তৃণমূলনেত্রী। রায়গঞ্জ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মালদায়। ইংরেজবাজারের বিএসএফ ময়দানে সভা করবেন তিনি। গত বিধানসভা ভোটে মালদা জেলায় একটিও আসন পায়নি তৃণমূল। লোকসভা নির্বাচনেও তৃণমূল খারাপ ফল করে। মালদা কংগ্রেসের পুরনো দুর্গ, পাশপাশি এখানে নিজেদের জমি তৈরি করছে বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-বিরোধী ভোট তৃণমূলের পক্ষে টেনে আনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.