WB Election 2021 LIVE : বাংলা এগোচ্ছে, তাই অনেকে ঈর্ষাণ্বিত, দিল্লি থেকে এসে মিথ্যে প্রচার, বললেন মমতা;কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের কৃষকরা বঞ্চিত কেন? প্রশ্ন রাজ্যপালের

West Bengal Assembly Election 2021: পশ্চিমবঙ্গের ভোটে ভরাডুবি হবে বিজেপির, বললেন প্রশান্ত কিশোর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Dec 2020 05:52 PM

প্রেক্ষাপট

বীরভূম: মেদিনীপুরের পর এবার বীরভূম! বালিজুড়ির আদিবাসী পরিবারের পর রবিবার বাউল পরিবারে মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ। শনিবার শান্তিকুঞ্জে ভাঙন ধরানোর পর রবিবার অমিত শাহর শান্তিনিকেতন সফর। রবিতীর্থে অমিতের সফরের আগে...More

রাজ্যপাল বলেছেন, ‘পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে।এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
কোন সংজ্ঞায় দেশের একজন নাগরিক বহিরাগত?। শুভেন্দু অধিকারী আমাকে চিঠি দিয়েছেন। গণতন্ত্রে বিরোধীদের ওপর আক্রমণ কাম্য নয়।’