WB Election 2021 LIVE : বাংলা এগোচ্ছে, তাই অনেকে ঈর্ষাণ্বিত, দিল্লি থেকে এসে মিথ্যে প্রচার, বললেন মমতা;কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের কৃষকরা বঞ্চিত কেন? প্রশ্ন রাজ্যপালের

West Bengal Assembly Election 2021: পশ্চিমবঙ্গের ভোটে ভরাডুবি হবে বিজেপির, বললেন প্রশান্ত কিশোর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Dec 2020 05:52 PM
রাজ্যপাল বলেছেন, ‘পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে।এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
কোন সংজ্ঞায় দেশের একজন নাগরিক বহিরাগত?। শুভেন্দু অধিকারী আমাকে চিঠি দিয়েছেন। গণতন্ত্রে বিরোধীদের ওপর আক্রমণ কাম্য নয়।’
রাজ্যপাল বলেছেন, ‘জনস্বার্থের বিষয়ে সংঘাত কাম্য নয়। রাজনৈতিক সংঘাত নিয়ে আমি উদ্বিগ্ন নই।
সংবিধানের সঙ্গে সংঘাত নিয়ে আমি উদ্বিগ্ন।
রাজভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেছেন, ‘দেশের সব কৃষক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
একমাত্র বাংলার কৃষকরা সুবিধা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন ওই টাকা আমাদের দিয়ে দিন।
গোটা দেশ একপথে চলছে, বাংলা অন্যদিকে কেন? আমি এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি।
কলকাতার অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানে মমতা বলেছেন, ‘একতাই বাংলার শক্তি।৩০ ডিসেম্বর পর্যন্ত বড়দিনের উৎসব চলবে। নাম না করে বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেছেন, মানুষকে কেন মিথ্যা কথা বলছেন ? ক্ষুদ্র শিল্পে রাজ্য প্রথম। তারপরও কেন মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে ?
বিভিন্ন ক্ষেত্রে দেশে বাংলা প্রথম, তাও কেন মিথ্যা তথ্য ? দিল্লি থেকে কয়েকজন এসে মিথ্যা প্রচার করছে।
বাংলা এগিয়ে যাচ্ছে অনেকে ঈর্ষাণ্বিত।কেন যীশুখ্রীষ্টের জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করছে না কেন্দ্র ? ’
মমতা বলেছেন, ‘আয়ুষ্মানের থেকে স্বাস্থ্যসাথীর উপভোক্তার সংখ্যা অনেক বেশি।
রাজ্য সরকারকে এড়িয়ে কাজ করছে কেন্দ্র।
করোনা হলে মোকাবিলা করবে রাজ্য। টাকা যখন দেবে, তখন বিজেপির ছবি-প্রতীক দিয়ে কেন? আমরা আগেও বলেছিলাম টাকা দিন, আমরা করব।আমরা বলেছি উপভোক্তাদের তালিকাও পাঠাব, আর কী চাই? সবকিছু করব আমরা, আমাদের চামড়া গোটাবে তোমরা! বুলডোজ করা নয়, আমি আলোচনায় বিশ্বাস করি।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘অমিত শাহ কাল অনেক মিথ্যে কথা বলে গেছেন’। তিনি বলেছেন, আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। রাজ্য নয়, এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারই। কাল সাংবাদিক বৈঠকের পর প্রমাণ-সহ সব তথ্য দেব। তথ্য যাচাই না করে মনগড়া তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।রাজনীতির জন্য বিজেপি সবকিছু করতে পারে। বিজেপি একটা চিটিংবাজের পার্টি।বিজেপি নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। এনআরসি, এনপিআর মানব না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘২৮ ডিসেম্বর বীরভূম যাব, দলের সাংবাদিক বৈঠক করব। ২৯ ডিসেম্বর বীরভূমে দুপুর দেড়টায় মিছিল করব। বীরভূমে রাঙামাটির মানুষের মিছিল হবে। বাংলার মণীষিদের আন্তর্জাতিক খ্যাতি আছে।রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানব না।‘
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট আবেদন ৭১ লক্ষ। পরিষেবা পেয়েছেন আবেদনকারী ৫৪.৭২% মানুষ। দুয়ারে সরকারে যারা কাজ করছেন তাদের ভাতা। ‘২ মাসে ৫ হাজার টাকা টিফিন ভাতা দেওয়া হবে। শিবিরের সাফল্যের জন্য আরও ৮ হাজার ৭০০ কোটি বরাদ্দ করা হবে। উন্নয়ন খাতে বরাদ্দ আরও ৮ হাজার ৭০০ কোটি টাকা। দুয়ারে সরকারের সাফল্য অভূতপূর্ব, বিশ্বে মডেল হয়ে থাকবে। প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের মাসিক ইনসেনটিভ বেড়ে ৩ হাজার।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘খাদ্যসাথীতে ৭ লক্ষ ১৪ হাজার আবেদন জমা পড়েছে। ’৩ লক্ষ ১৮ হাজার মঞ্জুর হয়েছে। স্বাস্থ্যসাথীতে ২৭ লক্ষ ১৩ হাজার আবেদন মঞ্জুর। ৪২ লক্ষ ৪১ হাজার আবেদন জমা পড়েছে।জাতি শংসাপত্র ৯ লক্ষ ৫১ হাজার আবেদন জমা পড়েছে। ৬৯ হাজার মানুষ শংসাপত্র পেয়েছেন।
জয় জহর ২ হাজার আবেদন। ১ হাজার ৫০০ জন পরিষেবা পেয়েছেন।
তফসিলি- ১০ হাজারের ৬ হাজার ৬০০ জন পেয়েছেন।
মমতা বলেছেন, ‘২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচী চলবে।৪টি পর্যায়ে ২০ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হয়েছে। ভারত শুধু নয় এটা বিশ্বে নতুন মডেল। দুয়ারে সরকারের শিবিরে ১২টি পরিষেবা মিলছে। ‘২০ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ মানুষ এসেছেন। ১১ হাজার ৫৬টি শিবিরে হাজির ১.১২ কোটি বেশি মানুষ।’
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে দাবি শুভেন্দুর।
বিধানসভার অধ্যক্ষর সঙ্গে দেখা করলেন শুভেন্দু
'নিয়ম মেনেই ইস্তফা দিয়েছি। অধ্যক্ষকে জানিয়েছি, স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে ইস্তফা দিয়েছি'। অধ্যক্ষর সঙ্গে দেখা করার পর বললেন শুভেন্দু
বিধানসভার অধ্যক্ষর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগেই বিধানসভার সদস্য পদে ইস্তফা দেন শুভেন্দু। ইস্তফাপত্র জমা দিতে বিধানসভায় এসেছিলেন শুভেন্দু। সেদিন অধ্যক্ষ ছিলেন না। পরে অধ্যক্ষ জানান, ওই ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না। তিনি শুভেন্দুকে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেছিলেন।
সুজাতা মণ্ডল খাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিস।নোটিস পাঠাতে চলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
সুজাতা তৃণমূলে যোগ দিতেই সিদ্ধান্ত, দাবি সৌমিত্রর।
২৪ ডিসেম্বর কাঁথিতে পদযাত্রা শুভেন্দু অধিকারীর।
তার আগে ২৩ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম।তারই পাল্টা পরদিন পদযাত্রা শুভেন্দুর।
২ লক্ষ মানুষ যোগ দেবেন এতে, দাবি অনুব্রত মণ্ডলের।
অমিত শাহের পাল্টা রোড শো মমতার, ২৯ তারিখ বোলপুরে বঙ্গধ্বনি যাত্রা করবেন তিনি।
আজই তৃণমূলে যোগ দিচ্ছেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমনে তাঁর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসলেন পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক হল পার্থর নাকতলার বাড়িতে। প্রথম দফার বৈঠকে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজীব।
আজই জঙ্গলমহলের এক বিজেপি সাংসদের স্ত্রী তৃণমূলে যোগ দিতে পারেন। খবর তৃণমূল সূত্রে। গত লোকসভা ভোটে বিজেপির হয়ে সক্রিয়ভাবে কাজ করেন তিনি।
হুগলির কোন্নগরে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে বিভিন্ন জায়গায়। ব্যানারের নীচে লেখা, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মেদিনীপুরে অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সে জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে ফোঁস করলেও এখনও তৃণমূলেই রয়েছেন। কাজেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাঁর নামে ব্যানার পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, এই ব্যানার দেওয়া বিজেপির কাজ। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, এ সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।



হুগলির কোন্নগরে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে বিভিন্ন জায়গায়। ব্যানারের নীচে লেখা, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মেদিনীপুরে অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সে জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে ফোঁস করলেও এখনও তৃণমূলেই রয়েছেন। কাজেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাঁর নামে ব্যানার পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, এই ব্যানার দেওয়া বিজেপির কাজ। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, এ সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।





বিজেপিতে যোগদানের পর আজ থেকেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় বহাল হল সিআরপিএফ।গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে শুভেন্দু অধিকারীর বাড়ি পরিদর্শন করে যান সিআরপিএফ অফিসাররা। আজ সকালেই ৩টি গাড়িতে বাড়িতে চলে আসেন সিআরপিএফ জওয়ানরা। তাঁদের সঙ্গে ছিল বুলেটপ্রুফ গাড়িও। পূর্ব ঘোষণামত তিনি জেড ক্যাটিগরির নিরাপত্তা পাচ্ছেন। তবে বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী তাঁর নিজের গাড়িতেই ওঠেন। তাঁর জন্য বরাদ্দ বুলেটপ্রুফ গাড়িতে ওঠেননি। এরপর নিজের গাড়িতেই তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন বলে খবর। বিধায়কপদ থেকে ইস্তফাপত্র নিয়ে সমস্যা দেখা দেওয়ায় আজ প্রাক্তন পরিবহণমন্ত্রীকে বিধানসভায় ডেকে পাঠিয়েছেন স্পিকার।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে গতকাল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে কেতুগ্রামে। সেই কর্মসূচির জন্য গতকাল রাতে কাটোয়া স্টেশন বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিজেপির পতাকা টাঙাচ্ছিলেন কয়েকজন কর্মী। বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূলের লোকজন তাদের দলের কর্মীদের ওপর চড়াও হয়। অভিযোগ, মারধর করা হয় বিজেপি কর্মীদের। আহত ৩ বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাদের কার্যালয়ের সামনে গালিগালাজ করছিল কয়েকজন বিজেপি কর্মী। তৃণমূলের কর্মীরা রুখে দাঁড়ালে তারা পালাতে যায়। তখনই পড়ে গিয়ে বিজেপি কর্মীরা আহত হয়েছে।
সোমবার সকালের খবর: এ রাজ্যে বিধানসভা ভোট হতে এখনও কয়েক মাস। অথচ গোটা দেশের নজর পশ্চিমবঙ্গের ভোট রঙ্গে। বিশেষ করে অমিত শাহের দুই মেগা সমাবেশ আর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী রণনীতির দায়িত্বে থাকা প্রশান্ত কিশোর দাবি করলেন, পশ্চিমবঙ্গের ভোটে বিজেপি দুই অঙ্কের আসনসংখ্যায় পৌঁছতেই ঘেমে নেয়ে যাবে, ক্ষমতায় আসা তো দূরের কথা।

প্রশান্ত নিজেকে সংবাদ মাধ্যমের আড়ালে রাখেন সাধারণত। কিন্তু আজ খানিকক্ষণ আগে টুইটে তিনি দাবি করেছেন, অনুগত সংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, প্রকৃতপক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে দুই সংখ্যা পার হতেই হিমসিম খাবে। এই টুইট সেভ করে রাখুন, যদি বিজেপি এর থেকে ভাল করে আমি টুইটার ছেড়ে দেব!
অমিত শাহ বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র হস্তক্ষেপ করে না। তিনি আরও বলেছেন, ‘দেশের যে কোনও নাগরিক বিশ্বভারতীতে আসতে পারেন।’
অমিত শাহ দাবি করেছেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসনে জয়ী হবে। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি।’ একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘বাংলায় অনেক ভূমিপুত্র আছেন, আমি কারও নাম বলিনি।’
অমিত শাহ বলেছেন, ‘বিজেপিতে এলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিজেপিতে পরিবারতন্ত্র, তোলাবাজি, দুর্নীতি নেই।’
নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকর কবে থেকে হবে-এই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেছেন,
‘করোনার জন্য সিএএ কার্যকর আটকে রয়েছে। করোনার টিকাকরণ শুরু হলেই সিএএ নিয়ে ভাবব’।
অমিত শাহ বলেছেন, ‘সহানুভূতি আদায় করতে রাষ্ট্রপতি শাসনের তত্ত্ব খাড়া করা হচ্ছে’।
নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিন আইপিএসকে তলব ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। এই প্রসঙ্গে শাহ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংবিধান মেনেই কেন্দ্রের চিঠি।’
সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ সংক্রান্ত প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন, ‘অনুপ্রবেশ একমাত্র বিজেপিই আটকাতে পারে।
বিজেপির বিরুদ্ধে ' 'বহিরাগত' আক্রমণ সম্পর্কে প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন,
‘মমতা যখন কংগ্রেসে, সেইসময় ইন্দিরা গাঁধী এখানে এলে কী হত! মমতা যখন কংগ্রেসে, সেইসময় প্রণবদা এলে কী বলতেন!
এখানে দিলীপ-শমীক-স্বপনদের দেখতে পাচ্ছেন না! মমতাকে হারানোর জন্য দিল্লি থেকে কাউকে আসতে হবে না। বাংলার কেউ আপনাকে হারাবে, বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। সংকীর্ণ মানসিকতা নয়, বাংলা খোলা মনের মানুষদের জায়গা।’
অমিত শাহ বলেছেন, ‘আমি কোথা থেকে এসেছি, কেমন দেখতে, সেসব পরে হবে। আগে আমার কথার জবাব দিন। যতই হামলা হোক এক কদমও পিছোবে না বিজেপি।
অমিত শাহ রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেছেন, ‘ভোটের আগে অন্তত গরিব কৃষকদের টাকা আটকাবেন না।
ইতিমধ্যেই ২৩ লক্ষ কৃষক অনলাইনে আবেদন জানিয়েছেন। কেন বাংলার কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবেন না।
কৃষকদের টাকা আটকে তাঁদেরই আন্দোলনে সমর্থন! ভাইপোর জন্মদিনে উপহার হিসেবেও অন্তত কিছু দিন। এরা সফল সরকারের দাবি করছে, তাই আমি এসব বলছি। চিকিৎসা বিমায় জনপ্রতি ৫ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের সেই টাকাও আটকে দিচ্ছে তৃণমূল সরকার।
এটাই কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি সম্মান জ্ঞাপন?’
অমিত শাহ বলেছেন, এ সব অনিয়ম করে নিন, ভোটের পর আর পারবেন না, তৃণমূল যাচ্ছেই। উনি ভাবছেন ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী করবেন। কোনও রাজ্যের প্রধান এই পথে চললে এরকমই হয়।’
অমিত শাহ দাবি করেছেন, ‘মোদির হাত ধরেই বাংলার উন্নয়ন হবে’। তিনি বলেছেন, ‘শিল্পে সারা দেশে এখন তলানিতে বাংলা, এর জবাব কে দেবে? আমার তথ্য চ্যালেঞ্জ করলে জবাব দেবে যুব মোর্চা। কোনও শিশু জন্ম নিলে মাথায় ৫০ হাজার টাকার ঋণ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে বাংলার অবদান ১%। রাজ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ১৮% কম। সরকারি হাসপাতালে বেডের সংখ্যা অপ্রতুল। বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জেনের পদ ৮৫% খালি। বাংলার ১০% স্কুলে বিদ্যুৎ সংযোগ নেই। বহু স্কুলে এখনও শৌচাগার তৈরি হয়নি। তোলাবাজি, দুর্নীতি, পরিবারতন্ত্র, হিংসায় বাংলা ১ নম্বরে।’
তিনি অভিযোগ করেছেন, ‘রাজ্যে হিংসা, দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। কেন্দ্রের আমফান ক্ষতিপূরণের টাকা তৃণমূলের পকেটে ঢুকেছে।
মোদি সরকারের দেওয়া খাদ্যশস্যও অন্যের পকেটে গিয়েছে। যারা ক্ষমতায় আছে, এর দায় তাদের নয়? চুরি না হলে বলুক সিএজি তদন্তকে স্বাগত জানাচ্ছি। চুরি ঢাকতেই সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল সরকার। পরিবারতন্ত্রকে প্রশ্রয় দিলে এরকমই হয়। শুভেন্দু অধিকারীকে বিজেপিতে স্বাগত জানাচ্ছি। বোলপুরে এরকম রোড শোয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বাংলায় কমিউনিস্ট, তৃণমূল কেউই বিকল্প নয়। বিজেপিই সোনার বাংলা তৈরি করবে’।
অমিত শাহ বলেছেন, ‘হামলার পর রাজ্যের প্রধানের তরফে যে প্রতিক্রিয়া আসা উচিত। সেই প্রতিক্রিয়া আসেনি, এটা আমার কাছে চিন্তার।
তৃণমূলও এই হামলাকে সমর্থন করেছে।’
অমিত শাহ বলেছেন, ‘এটা শুধু নাড্ডার কনভয়ে হামলা নয়, বাংলার গণতন্ত্রের ওপর হামলা। নাড্ডার কনভয়ে হামলার সব দায় তৃণমূল সরকারের। আমি তৃণমূল নেতাদের উদ্দেশে বার্তা দিতে চাই যে, এরকম হামলা করে বিজেপিকে রোখা যাবে না। হিংসা যত বাড়বে ততই বাংলায় বাড়বে বিজেপি। বিজেপি হিংসার জবাবে হিংসাতে দেওয়াতে বিশ্বাসী নয়, গণতান্ত্রিক পথেই এর জবাব দেওয়া হবে।’
অমিত শাহ বলেছেন, ‘কিছুদিন আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে যে হামলা হয়েছিল
আমি তার তীব্র নিন্দা করছি। প্রত্যেকেরই নিজের কথা বলার অধিকার রয়েছে।
সবাই যাতে বলতে পারে, তা সুনিশ্চিত করা শাসকেরই দায়িত্ব’।
সাংবাদিক বৈঠক শুরু অমিত শাহর
অনুব্রতর গড়ে রোড শো করলেন অমিত শাহ। একটু আগেই শেষ হয়েছে ওই কর্মসূচি। দুপুরে বোলপুর ডাকবাংলো মোড় থেকে শুরু হয় রোড শো। এক কিলোমিটারর এই যাত্রাপথে ভিড় ছিল চোখে পড়ার মতো। একাধিক জায়গায় অমিত শাহর ওপর পুষ্পবৃষ্টি করা হয়। ছিল বাউল গান ও ঢাকও।
Amit Shah In Bengal: "তোলাবাজি বন্ধে পরিবর্তন দরকার, ভাইপোর দাদাগিরি বন্ধ হবে", রোড শো-তে অমিত শাহ




বোলপুরে মেগা রোড শো অমিত শাহর। বললেন, "তোলাবাজি বন্ধে পরিবর্তন দরকার। বিজেপি বাংলার উন্নয়ন করবে। রোড শো ঐতিহাসিক। এরকম র্যালি আগে দেখিনি। মোদিজির প্রতি ভালবাসা দেখছি। হিংসা বদলে বদল জরুরি। ভাইপোর দাদাগিরি বন্ধ হবে।"
Amit Shah In Bengal: বোলপুরে অমিতের রোড শো, পাল্টা বঙ্গধ্বনি কর্মসূচি অনুব্রতর





বোলপুরে অমিত শাহর রোড শো চলাকালীন অনুব্রত মণ্ডলের বঙ্গধ্বনি কর্মসূচি।
বোলপুরে রোড শো শুরু করলেন অমিত শাহ
বোলপুরে রোড শো শুরু করলেন অমিত শাহ
শান্তিনিকেতনে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে শিবমন্দিরে পুজোয় দেন অমিত। শোনেন বাউল গান। রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে আজকের মেনুতে থাকছে, ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি। স্যালাড, পায়েস, টক দইয়ের সঙ্গে শাহি মেনুতে ছিল নলেন গুড়ের রসগোল্লাও।
Amit Shah In Bengal: কবিগুরুকে সম্মান দেওয়ার মাধ্যমে নোবেল সংস্থা নিজেদের স্বীকৃতি দিয়েছে: অমিত শাহ




সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বললেন, "আজ আমার সৌভাগ্যের দিন। আজ এক মহামানবকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছি আমি, যিনি বিশ্বে ভারতীয় জ্ঞান, সাহিত্য, দর্শন ও কলাকে জনপ্রিয় করেছেন।


তাঁর সময়ে জাতীয়তাবাদের দুই প্রধান মুখ ছিলেন মহাত্মা গাঁধী ও সুভাষ চন্দ্র বসু। দুজনই কবিগুরুর থেকে অনুপ্রেরণা লাভ করেছিলেন। একদিকে বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, কলা, দর্শনের প্রচার ও প্রসার ঘটিয়েছেন রবীন্দ্রনাথ। অন্যদিকে, বিশ্বের বিভিন্ন ভাষা, সংস্কৃতিকে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মিশেল ঘটিয়েছেন।


গুরুদেব যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন আমি কোথাও একটা লেখা পড়েছিলাম। যেখানে বলা হয়েছিল, নোবেল সংস্থা গুরুদেবের সাহিত্য, জ্ঞান ও কবিতাকে স্বীকৃতি দিয়েছে নোবেল। কিন্তু, আমি মনে করি, কবিগুরুকে সম্মান দেওয়ার মাধ্যমে নোবেল সংস্থা নিজেরা স্বীকৃতি পেয়েছে। একমাত্র ব্যক্তি যাঁর রচিত কবিতা দুদেশের জাতীয় সঙ্গীত হয়েছে।"
Amit Shah In Bengal: অমিত শাহর সভায় আসার পথে দুবরাজপুরে বিজেপি কর্মীদের উপর 'হামলা' তৃণমূলের




অমিত শাহর সভায় আসার পথে, দুবরাজপুরে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, এদিন দশহরি গ্রামের তাদের কর্মীরা অমিত শাহর সভায় যাওয়ার জন্য জড়ো হন। অভিযোগ, আচমকাই হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। ক্যামেরা দেখে পালিয়ে যায় হামলাকারীরা। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Amit Shah In Bengal: বোলপুর শহরজুড়ে অমিত শাহ, নাড্ডার পাশেই রয়েছে অনুব্রত মণ্ডলের কাটআউট




বোলপুর শহরজুড়ে অমিত শাহ, নাড্ডার পাশেই রয়েছে অনুব্রত মণ্ডলের কাটআউট। তৃণমূল জেলা সভাপতির কাটআউটের মাথায় লাগানো রয়েছে বিজেপির পতাকা।এনিয়ে তৃণমূল ও বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Amit Shah In Bengal: অমিত শাহর সফরের বিরোধিতায় সোনাঝুরি হাটে প্রতিবাদে সামিল স্থানীয়রা




অমিত শাহর সফরের বিরোধিতা করে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে চলে প্রতিবাদ। বিক্ষোভে সামিল হন বাউলদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Amit Shah In Bengal: বোলপুরে পৌঁছে বিশ্বভারতী সফর শুরু করলেন অমিত শাহ




বোলপুরে পৌঁছলেন অমিত শাহ। এদিন বিশ্বভারতীর হেলিপ্যাডে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টার। তাঁকে স্বাগত জানান অরবিন্দ মেনন, অনুপম হাজরা, লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, রাহুল সিন্হা সহ বিজেপির একাধিক নেতা-নেত্রীরা। প্রথমে রবীন্দ্রভবনে ঢুকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন অমিত শাহ। এরপর উপাসনা গৃহ, সঙ্গীত ভবন ঘুরে দেখেন তিনি। বৈঠক করবেন বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে। এরপর বাংলাদেশ ভবনেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Amit Shah In Bengal: বোলপুর পৌঁছলেন অমিত শাহ




বোলপুরে পৌঁছলেন অমিত শাহ। বিশ্বভারতীর হেলিপ্যাডে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টার। সেখান থেকে তিনি গাড়ি করে পৌঁছলেন বিশ্বভারতীতে।


এর আগে এদিন সকালে নিউটাউনের হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


রাজ্য সফরের দ্বিতীয় দিনেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহর।
Amit Shah In Bengal: হেলিকপ্টারে চেপে বোলপুরের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ




রাজ্য সফরের দ্বিতীয় দিনেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহর। আজ যাচ্ছেন বীরভূমে। সকালে নিউটাউনের হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বভারতীর হেলিপ্যাডে নামবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চপার। এরপর গাড়িতে চড়ে অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে।
Amit Shah In Bengal: হেলিকপ্টারে চেপে বোলপুরের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ




রাজ্য সফরের দ্বিতীয় দিনেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহর। আজ যাচ্ছেন বীরভূমে। সকালে নিউটাউনের হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বভারতীর হেলিপ্যাডে নামবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চপার। এরপর গাড়িতে চড়ে অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে।
Amit Shah In Bengal: অমিত শাহর সফরের আগে শান্তিনিকেতনে স্বচ্ছ অভিযানে বিজেপি কর্মীরা




বোলপুরে অমিত শাহর সফরের আগে শান্তিনিকেতনে স্বচ্ছ অভিযানে অংশ নিলেন বিজেপি কর্মীরা। আজ সকালে ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে পড়েন তাঁরা। চলে সাফাই অভিযান।
Amit Shah In Bengal: বোলপুরে দুই বিজেপি কর্মীর দোকানে আগুন, অভিযুক্ত তৃণমূল




অনুব্রতর খাসতালুকে অমিত শাহর রোড-শোয়ের আগে দুই বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে বোলপুরের শিমুলিয়া মোড়ে বিজেপি কর্মী দীপু মেটে ও গৌতম গড়াইয়ের দোকানে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কীভাবে আগুন খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Amit Shah In Bengal: শেষ মুহূর্তে অমিত শাহর মধ্যাহ্নভোজের শাহি মেনুতে বদল




বিশ্বভারতীর অনুষ্ঠান শেষে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনবেন গান, শিল্পীর বাড়ির শিব মন্দিরে পুজো দেবেন শাহ। সেখানেই সারবেন মধ্যাহ্নভোজ।


শেষ মুহূর্তে শাহি মেনুতে অদল-বদল। পাত থেকে বাদ পড়ল টমেটোর চাটনি। অন্তর্ভুক্ত হল আলু ভাজা, স্যালাড, পায়েস ও টক দই।


সর্বশেষ খবর অনুযায়ী, আজকের অমিত শাহর মধ্যাহ্নভোজের মেনু কিছুটা এরকম-- ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি। স্যালাড, পায়েস, টক দইয়ের সঙ্গে শাহি মেনুতে থাকছে নলেন গুড়ের রসগোল্লাও।
Amit Shah In Bengal: বিশ্বভারতীতে প্রায় ২ ঘণ্টা কাটাবেন অমিত শাহ, করবেন উপাচার্যের সঙ্গে বৈঠক




বিশ্বভারতীতে একাধিক কর্মসূচি অমিত শাহর। বৈঠক করবেন উপাচার্যের সঙ্গে। সকাল ১১টা থেকে বেলা ১২টা ৪০ পর্যন্ত বিশ্বভারতীতে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে রবীন্দ্রভবনে ঢুকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। এরপর উপাসনা গৃহ, সঙ্গীত ভবন ঘুরে দেখবেন অমিত শাহ। ঘুরে দেখবেন আশ্রম চত্বর। বাংলাদেশ ভবনেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Amit Shah In Bengal: হেলিকপ্টারে আজ কলকাতা থেকে বোলপুরে পৌঁছবেন অমিত শাহ




রাজ্য সফরের দ্বিতীয় দিনেও একগুচ্ছ কর্মসূচি অমিত শাহর। আজ যাচ্ছেন বীরভূমে। সকালে নিউটাউনের হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হেলিকপ্টারে চড়ে পৌঁছবেন বোলপুরে। বিশ্বভারতীর হেলিপ্যাডে নামবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চপার। এরপর গাড়িতে চড়ে অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে।
Amit Shah In Bengal: বাউল বাসুদেব দাসের বাড়িতে আজ মধ্যাহ্নভোজ সারবেন অমিত, কী থাকবে মেনুতে? দেখুন




রবিবার শান্তিনিকেতনে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।


কী থাকবে মেনুতে?


বাসুদেব দাসের স্ত্রী উমা দাস জানিয়েছেন, পাতে থাকবে ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি, টমেটোর চাটনির সঙ্গে থাকবে নলেন গুড়ের রসগোল্লা। রান্না হচ্ছে কাঠের উনুনে। স্বরাষ্ট্রমন্ত্রীকে খাবার পরিবেশেন করা হবে মাটির থালার ওপর কলাপাতায়।
Amit Shah In Bengal: অমিত শাহর কাটআউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক




এই সফর উপলক্ষ্য দেওয়া অমিত শাহর কাটআউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মহল। শুরু হয় রাজনৈতিক তরজা। বিতর্কিত কাটআউট নিয়ে শোরগোল পড়তেই তড়িঘড়ি তা সরিয়ে ফেলা হয়।

প্রেক্ষাপট

বীরভূম: মেদিনীপুরের পর এবার বীরভূম! বালিজুড়ির আদিবাসী পরিবারের পর রবিবার বাউল পরিবারে মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ।


 


শনিবার শান্তিকুঞ্জে ভাঙন ধরানোর পর রবিবার অমিত শাহর শান্তিনিকেতন সফর। রবিতীর্থে অমিতের সফরের আগে শনিবার থেকেই সাজো সাজো রব।


 


বিজেপি সূত্রে খবর, রবিবার বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন শাহ। ঘুরে দেখবেন আশ্রম চত্বর। তাৎপর্যপূর্ণভাবে, সেসময় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা ছাড়া থাকবেন না দলীয় প্রতিনিধিরা।


 


দুপুরে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনবেন গান, শিল্পীর বাড়ির শিব মন্দিরে নীলকন্ঠ ফুল, দুধ দিয়ে শিব পুজো দেবেন শাহ।


 


শনিবার মেদিনীপুরে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। রবিবার শান্তিনিকেতনে বাউল বাসুদেব দাসের বাড়িতে তাঁর মধ্যাহ্নভোজ।


 


দুপুরের খাওয়া সেরে অমিত শাহ পৌঁছবেন বোলপুর ডাকবাংলোতে। পুজো দেবেন হুনুমান মন্দিরে। পরে ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিলে অংশ নেবেন তিনি। মিছিল শেষে সাংবাদিক বৈঠক করার কথা শাহর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.