WB Corona LIVE: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৫,৩৮৪, মৃত্যু ৯৫
West Bengal Coronavirus LIVE Updates: উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সিআইটি রোডের মেরিল্যান্ড নার্সিংহোমে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
রাজ্যে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা সংক্রমিত ৫,৩৮৪ জন। এই সময়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৫ জন।
এম জে এন মেডিকেল কলেজে ও হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের একঘেয়েমি কাটাতে ও মনোবল বাড়াতে ওয়ার্ডের ভিতর পিপিই কিট পরে রোগীদের সামনে নাচ স্বাস্থ্যকর্মীদের।
কোভিড টেস্ট রিপোর্টের নামে জালিয়াতি চক্র শিলিগুড়িতে। ঘটনায় গ্রেফতার ১। ধৃতের কাছ থেকে একাধিক রোগীর করোনা পরীক্ষার নমুনাও মিলেছে। অভিযুক্তের নাম বিশাল দত্ত। বাড়ি শিলিগুড়ির মাটিগাড়াতে। জানা গিয়েছে, শিলিগুড়ির একটি ল্যাবে কাজ করতেন তিনি। কিন্তু তাকে বেশ কিছুদিন আগেই ওই ল্যাবের কাজ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু মানুষকে ওই ল্যাবেরই নাম করেই ভুল রিপোর্ট দিত ওই ব্যক্তি।
করোনা আক্রান্ত হয়ে বুধবার বেলা দেড়টা নাগাদ মৃত্যু হল উত্তরবঙ্গের কামতাপুরি আন্দোলনের নেতা অতুল রায়ের। শিলিগুড়ি মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত ২২ মে করোনা আক্রান্ত হন তিনি। শিলিগুড়ির প্রধান নগরের একটি নার্সিংহোমে ভর্তি হন, পরে অবস্থার অবনতি হলে মাটিগাড়ার একটি নার্সিংহোমে অতুল রায়কে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি দলের তরফ থেকে চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করা হয়। বুধবার দুপুর দেড়টা নাগাদ মৃত্যু হয় অতুল রায়ের।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় ৮০ ঊর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন। ৩০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৭০ থেকে ৮০ জনকে। জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
আজ বাড়ি ফিরছেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সিআইটি রোডের মেরিল্যান্ড নার্সিংহোমে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এই প্রথম রাজ্যে করোনায় মৃত ব্যক্তির প্যাথোলজিক্যাল অটোপ্সি রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। আরজি কর মেডিক্যাল কলেজের তরফে জমা পড়ে এই রিপোর্ট। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, করোনায় ফুসফুস ও কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় নষ্টই হয়ে গিয়েছে ফুসফুসের আস্তরণ। সেই জন্যই রোগীদের শ্বাসকষ্ট বাড়তে থাকে বলে অনুমান মেডিক্যাল ফরেন্সিক বিশেষজ্ঞদের। কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় করোনা রোগীদের বিভিন্ন অঙ্গ বিকল হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয় বলে বিশেষজ্ঞদের অনুমান। ১৩ মে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যু হয় রাজ্যে অঙ্গদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ ব্রজ রায়ের। আরজি কর হাসপাতালে তাঁর দেহের প্যাথোলজিক্যাল অটোপ্সি হয়।
আমরি এবং কলকাতা পুলিশের উদ্যোগে এবার অন রোড ভ্যাকসিন চালু। গাড়ি নিয়ে এলেই দেওয়া হবে ভ্যাকসিন। গাড়িতেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যেতে পারবেন চালক। ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে আজ শুরু টিকাকরণ।
আক্রান্ত ও মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী একদিনে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।
সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কাটছে না উত্তর ২৪ পরগনার করোনা চিত্র নিয়ে। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।
ঘাটাল কোভিড হাসপাতালে উদ্ধার হল করোনা রোগীর ঝুলন্ত দেহ। হাসপাতাল সূত্রে খবর, সপ্তাহ দুয়েক আগে চন্দ্রকোণার বাসিন্দা ৪৫ বছরের শিবরাম ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন আগে ছুটি হয়ে গেলেও, শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। আজ সকালে হাসপাতালের ইন গেটের সামনে ওই রোগীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। ডিপ্রেশনের জেরে আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ।
করোনা রিপোর্ট জালিয়াতির পর্দাফাঁস। শিলিগুড়িতে গ্রেফতার বেসরকারি ল্যাবের প্রাক্তন কর্মী। ধৃত বিশাল দত্ত মাটিগাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোডের বেসরকারি ল্যাবে কাজ করতেন ওই যুবক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, এরপর ওই ল্যাবের নামে হাজার টাকার বিনিময়ে করোনা পরীক্ষার রিপোর্ট দিতেন ওই যুবক। সেবক রোডের বাসিন্দা এক ব্যক্তি টাকা দিয়েও রিপোর্ট না পাওয়ায় ল্যাবে গিয়ে গোটা ঘটনা জানতে পারেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই গতকাল সেবক রোড থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
প্রেক্ষাপট
ক্রমেই জোরালো হচ্ছে আশার আলো। ৩৬ দিন পর রাজ্যে করোনায় একদিনে ১০০-র নীচে নামল মৃত্যু। অন্যদিকে, ৬৩ দিন বাদে দেশে ১ লক্ষের কম সংক্রমণের সাক্ষী থাকল দেশ।
সোমবারই রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজারের নীচে নামে। মঙ্গলে আর একটু স্বস্তি বাড়াল রাজ্যের মৃত্যু পরিসংখ্যান।
এদিন স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। ৩৬ দিন আগে ৩ মে রাজ্যে করোনায় মৃত্যু পরিসংখ্যান ছিল ৯৮।
করোনায় মৃত্যু তারপর থেকে প্রতিদিনই ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। মৃত্যুর পাশাপাশি, আক্রান্তের সংখ্যাও বেশ কিছুটা কমেছে এদিন।
স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭। সোমবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৮৮৭। রবিবার ৭ হাজার ২ জন।
সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কাটছে না উত্তর ২৪ পরগনার করোনা চিত্র নিয়ে। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।
আক্রান্ত ও মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী একদিনে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২৯০ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -