WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার

West Bengal Coronavirus LIVE Updates:  লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে, জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Jun 2021 09:30 PM
WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার

রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার। রাজ্যে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫, ২৭৪ জন। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৭। 

West Bengal Corona LIVE: বারাসাত সদর হাসপাতালে শিশুদের জন্য তৈরি হচ্ছে চল্লিশটি বেড

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে সতর্কতা উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দফতরে। বারাসাত সদর হাসপাতালে শিশুদের জন্য তৈরি হচ্ছে চল্লিশটি বেড। 

WB Corona LIVE: ভ্যাকসিন সঙ্কটে পাড়ার বাসিন্দাদের পাশে দাঁড়াল মুদিয়ালি ক্লাব

ভ্যাকসিন সঙ্কটে পাড়ার বাসিন্দাদের পাশে দাঁড়াল মুদিয়ালি ক্লাব। মুদিয়ালির প্রায় ১৫০ জন বাসিন্দার ভ্যাকসিনেশন হল ক্লাবের উদ্যোগে। উদ্যোক্তারা জানিয়েছেন, দ্বিতীয় ডোজ নেওয়ার সময় এলে আবারও এরকম ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

West Bengal Corona LIVE: ফের রাজ্যে এল কোভ্যাক্সিন

ফের রাজ্যে এল কোভ্যাক্সিন। আজ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় কোভ্যাক্সিনের ১ লক্ষ ১০ হাজার ডোজ। বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে বণ্টন করা হবে। 

WB Corona LIVE: কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫৪৭

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী,  গত ২৪-ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫৪৭, মৃত্যু হয়েছে ১৭ জনের। 

West Bengal Corona LIVE: ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৯৯৬

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী,  একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৯৯৬, মৃত্যু ২০ জনের।

WB Corona LIVE: রাজ্যে করোনায় মোট আক্রান্ত ১৪.৩৭ লক্ষ

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী,  মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬।

West Bengal Corona LIVE: নির্দেশিকা মেনে নদিয়ার শান্তিপুরে বসেছে তাঁতের হাট

কয়েকদিন বাদেই জামাইষষ্ঠী। তার আগেই আংশিক লকডাউনের মধ্যে প্রশাসনের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার থেকে খোলা হল নদিয়ার শান্তিপুরের তাঁতের হাট। টানা প্রায় এক মাস পর এদিন হাট খুললেও ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম ছিল।

WB Corona LIVE: বিশ্বভারতীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে

করোনা আবহে বিশ্বভারতীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। গোটাটাই হবে অনলাইনে। গতকাল বিশ্বভারতীর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-এর পাঠভবন এবং শিক্ষা-সত্রের প্রি ডিগ্রি পরীক্ষা ৫ জুলাই থেকে শুরু হবে। তবে লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে, জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ, স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

West Bengal Corona LIVE: রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ২২৩

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী,  রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ২২৩। মোট অ্যাক্টিভ কেস ১৪ হাজার ৭০২। 

WB Corona LIVE: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ ১০ হাজার ৫১২

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী,  একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫১২ জন। একদিনে সুস্থতার হার ৯৭. ৮৩ শতাংশ। 

West Bengal Corona LIVE: পিপিই পরে গানের তালে নাচ স্বাস্থ্যকর্মীদের

করোনা রোগীদের একঘেয়েমি কাটাতে ও মনোবল বাড়াতে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিনব উদ্যোগ। কোভিড ওয়ার্ডে পিপিই পরে গানের তালে নাচলেন স্বাস্থ্যকর্মীরা। রোগীদের আনন্দ দিতে তাতে সামিল হলেন খোদ সহকারী সুপার! 

WB Corona LIVE: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯৫ জনের

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯৫ জনের। 

West Bengal Corona LIVE:  গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় ৫ হাজার ৩৮৪ জন

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন।  

প্রেক্ষাপট

রাজ্যের করোনা গ্রাফে আরও একটু আশার আলো। ফের কমল দৈনিক সংক্রমণ। কমেছে দৈনিক মৃত্যুও। দৈনিক সংক্রমণ এবং মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। 


স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫১২ জন। একদিনে সুস্থতার হার ৯৭. ৮৩ শতাংশ। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ২২৩। মোট অ্যাক্টিভ কেস ১৪ হাজার ৭০২। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬। মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৫৫৫।  একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৯৯৬, মৃত্যু ২০ জনের। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫৪৭, মৃত্যু হয়েছে ১৭ জনের। 


সোমবারই রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজারের নীচে নামে। ৩৬ দিন পর গতকাল মঙ্গলবার রাজ্যে করোনায় একদিনে ১০০-র নীচে নামে মৃত্যু। গতকাল স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে মৃত্যু হয় ৯৮ জনের। ৩৬ দিন আগে ৩ মে রাজ্যে করোনায় মৃত্যু পরিসংখ্যান ছিল ৯৮। করোনায় মৃত্যু তারপর থেকে প্রতিদিনই ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। গতকাল স্বাস্থ্য দফতরের আজকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। সোমবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৮৮৭। রবিবার সংখ্যাটা ছিল ৭ হাজার ২।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.