WB Corona LIVE রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু

West Bengal Coronavirus LIVE Updates: রোগীদের চিকিত্সা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসায় আপাতত ওই ৩টি বেসরকারি হাসপাতালকে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 May 2021 07:57 PM
West Bengal Corona LIVE: রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু

রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু। নতুন করে করোনা সংক্রমিত ১৯ হাজার ১০১জন করোনা আক্রান্ত। কলকাতা, উঃ ২৪ পরগনায় একদিনে ৭৪জনের মৃত্যু। শুধু উঃ ২৪ পরগনাতেই একদিনে সংক্রমিত ৪ হাজার ২২০। কলকাতায় একদিনে ৩ হাজার ৮৯৯জন করোনা আক্রান্ত।

WB Corona LIVE:  মাহেশের রথযাত্রা ঘিরে সংশয়

করোনা আবহে আজ থেকে বন্ধ হল মাহেশের জগন্নাথদেবের মন্দির। আগামী ৩০ মে পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।  এই পরিস্থিতিতে এবারও রথযাত্রা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।   

WB Corona LIVE: হাওড়ায় বন্ধ হয়ে গেল জুটমিল

করোনা ভাইরাস আতঙ্কে এবার হাওড়ায় বন্ধ হয়ে গেল জুটমিল। সম্প্রতি একাধিক শ্রমিক কোভিড আক্রান্ত হয়েছেন।

West Bengal Corona LIVE: কলকাতার ৩টি বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ

করোনা আবহে কলকাতার ৩টি বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। এই ৩টি হাসপাতাল হল, বেহালার অ্যাপেক্স, পার্ক সার্কাসের গুড সামারিটান ও নিউটাউনের উজ্জীবন হাসপাতাল। সোশাল মিডিয়ায় একাধিক অভিযোগ পেয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় স্বাস্থ্য কমিশন। কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা রোগীদের চিকিত্সা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসায় আপাতত ওই ৩টি বেসরকারি হাসপাতালকে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। 

WB Corona LIVE:  মাহেশের রথযাত্রা ঘিরে সংশয়

করোনা আবহে আজ থেকে বন্ধ হল মাহেশের জগন্নাথদেবের মন্দির। আগামী ৩০ মে পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।  এই পরিস্থিতিতে এবারও রথযাত্রা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।   

West Bengal Corona LIVE: ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির

বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির। 

WB Corona LIVE:  দেশে চার হাজারের ওপরেই দৈনিক মৃত্যুর সংখ্যা

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে দাঁড়াল ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭।   

WB Corona LIVE:  দেশে চার হাজারের ওপরেই দৈনিক মৃত্যুর সংখ্যা

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে দাঁড়াল ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭।   

West Bengal Corona LIVE:   দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৪৬৩ জন।  

WB Corona LIVE:  করোনা আক্রান্ত বাবা হাসপাতালে, খরচ নিয়ে ডিপ্রেসনে আত্মঘাতী ছেলে

করোনা আক্রান্ত হয়ে বাবা ভর্তি হাসপাতালে। পরিবারের দাবি, পাহাড় প্রমাণ বিলের টাকা মেটাবেন কীভাবে, তা নিয়ে ডিপ্রেশনে ভুগছিলেন ছেলে। রবিবার বাড়ির কুঁয়ো থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ।

West Bengal Corona LIVE:  দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ দুপুর ১টায় মন্ত্রিগোষ্ঠীর বৈঠক

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ ফের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। দুপুর ১টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রকে এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই-সহ বেশ কয়েকজন মন্ত্রী।

WB Corona LIVE:  আজ থেকে বন্ধ হল মাহেশের জগন্নাথদেবের মন্দির

করোনা আবহে আজ থেকে বন্ধ হল মাহেশের জগন্নাথদেবের মন্দির। ৬২৫ বছর ধরে এখানে রথযাত্রা উত্সব পালিত হয়। করোনা-কালে গতবছর রথযাত্রা অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। আবারও সংক্রমণ বাড়ায় আজ থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথদেবের মন্দিরের দরজা। এবারও রথযাত্রা পালিত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। পুরীর পর সবথেকে বড় মাহেশের জগন্নাথদেবের মন্দির।

WB Corona LIVE:  এসএসকেএমে ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইন, উধাও দূরত্ব বিধি

এসএসকেএমে ভ্যাকসিন নেওয়ার জন্য ভোর থেকে লম্বা লাইন। দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন দ্বিতীয় ডোজ নিতে। ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি। 

West Bengal Corona LIVE:  করোনা রোগীদের মৃতদেহ সৎকারে সুতির ব্যাগ

প্লাস্টিক ব্যবহারের ফলে, মাঝে মধ্যে বিকল হয়ে যাচ্ছে বৈদ্যুতিক চুল্লি। এর জেরেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনা রোগীদের মৃতদেহ সত্‍কারে আর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হবে না। পরিবর্তে ব্যবহার করা হবে সুতির ব্যাগ।   শনিবার স্বাস্থ্যভবনের তরফে সব হাসপাতালেকে জানিয়ে দেওয়া হয়, রবিবার থেকে প্লাস্টিকের ব্যাগ সরবরাহ বন্ধ করার কাজ শুরু হবে। বদলে শিয়ালদার স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে দেওয়া হবে সুতির ব্যাগ।  

WB Corona LIVE:  নাম নথিভুক্ত হয়ে থাকলে বাতিল নয় ডোজ

একদিনে ১৪৭। করোনায় রেকর্ড মৃত্যু রাজ্যে। কিছুটা কমল দৈনিক সংক্রমণ। অন্যদিকে রাজ্যগুলিকে চিঠি দিয়ে কেন্দ্র জানাল, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন না হলে আর কোউইন অ্যাপে দ্বিতীয় ডোজের জন্য নাম নথিভুক্ত করা যাবে না। তবে আগে থেকে যাঁরা নাম নথিভুক্ত করে রেখেছেন, তা বাতিল হবে না। গ্রাহক চাইলে আগের নিয়ম মেনেই দিতে হবে দ্বিতীয় ডোজ। 

West Bengal Corona LIVE:  মেমারিতে অক্সিজেন সিলিন্ডার 'কালোবাজারি'

পূর্ব বর্ধমানের মেমারিতে অক্সিজেন সিলিন্ডার কালোবাজারির অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাল পুলিশ। রবিবার রান্নার গ্যাসের দোকান থেকে উদ্ধার হয় একটি অক্সিজেন সিলিন্ডার। গ্রেফতার করা হয় গ্যাস দোকানের মালিককে। মেমারি শহর থেকে আরও একটি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলি স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

WB Corona LIVE:  কড়াকড়িতে সক্রিয় পুলিশ

নির্দেশই সার। রাজ্যজুড়ে কার্যত লকডাউনের প্রথম দিনে নিয়মভঙ্গের রমরমা! কোথাও দোকান বন্ধ করতে লাঠিচার্জ করল পুলিশ। নিয়ম ভেঙে দাঁতনে গ্রেফতার ৪ ব্যবসায়ী। টিটাগড়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ধরা পড়লেন সাধারণ যাত্রী!

West Bengal Corona LIVE:  বিধিকে ‘বুড়ো আঙুল’! 

করোনার সংক্রমণ ঠেকাতে কার্যত লকডাউন শুরু হয়েছে রাজ্যে। জারি হয়েছে নানা বিধিনিষেধ। কিন্তু, এত কিছু করেও কলকাতা থেকে জেলা। রাজ্যের বিভিন্ন বাজারে দেখা গেল নিয়মভাঙার ছবি। সবক শেখাতে শাস্তির পথে হাঁটল পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা:  রাজ্যে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৭ জন, সংক্রমিত ১৯১১৭ জন। একদিনে সুস্থ ১৯১১৩ জন। কলকাতাকে টপকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।


কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর ৮৪ দিন না হলে দ্বিতীয় ডোজের জন্য কোউইনে করা যাবে না নাম নথিভুক্ত। বাতিল নয় আগের নথিভুক্ত নাম। গ্রহীতা চাইলে দিতে হবে দ্বিতীয় ডোজ। রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের।


২১ হাজার টাকা নিয়ে রেমডিসিভির না দেওয়ার অভিযোগ। মৃত্যু করোনা আক্রান্তের। রোগীর চিকিৎসা নথি দিতে অস্বীকার। অভিযোগ উত্তর কলকাতার ফড়িয়াপুকুরের বেসরকারি হাসপাতাল। বিক্ষোভ পরিবারের।


রেমডেসিভির, অক্সিজেন, অ্যাম্বুল্যান্স নিয়ে কালোবাজারি চলছে, দিশি বিকোচ্ছে দেড় হাজারে। মাঝে মাঝে মনে হয় কোন দলে আছি। ফেসবুক লাইভে বিস্ফোরক মদন মিত্র। 


লকডাউন চলছে এমন রাজ্যের গরীব মানুষকে মাসে ৬০০০ টাকা করে দিন। মোদিকে চিঠি অধীরের।


বন্ধ গণপরিবহণ। খোলা ব্যাঙ্ক। যাতায়াতে অসুবিধে কর্মীদের। রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে ব্যাঙ্ক কর্মীদের যাতায়াতে অনুমতি দাবি। মুখ্যসচিবকে চিঠি ব্যাঙ্ক ইউনিয়ন ফোরামের।


কলকাতা মেডিক্যালের সার্জারি বিভাগে করোনার থাবা। এইচডিইউতে করোনা আক্রান্ত ৮ রোগীর মধ্যে মৃত ২। এবার করোনা আক্রান্তের দেহ সুতির ব্যাগে মুড়ে করা হবে সৎকার, সিদ্ধান্ত রাজ্য সরকারের।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.