WB Corona LIVE রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু

West Bengal Coronavirus LIVE Updates: রোগীদের চিকিত্সা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসায় আপাতত ওই ৩টি বেসরকারি হাসপাতালকে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 May 2021 07:57 PM

প্রেক্ষাপট

কলকাতা:  রাজ্যে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৭ জন, সংক্রমিত ১৯১১৭ জন। একদিনে সুস্থ ১৯১১৩ জন। কলকাতাকে টপকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।কোভিশিল্ডের প্রথম...More

West Bengal Corona LIVE: রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু

রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু। নতুন করে করোনা সংক্রমিত ১৯ হাজার ১০১জন করোনা আক্রান্ত। কলকাতা, উঃ ২৪ পরগনায় একদিনে ৭৪জনের মৃত্যু। শুধু উঃ ২৪ পরগনাতেই একদিনে সংক্রমিত ৪ হাজার ২২০। কলকাতায় একদিনে ৩ হাজার ৮৯৯জন করোনা আক্রান্ত।