কলকাতা : বিধিনিষেধের মেয়াদ বাড়লেও রাজ্যের করোনাচিত্রে ধরা পড়ল স্বস্তি। দীর্ঘদিন পরে রাজ্যে পজিটিভিটি রেট নেমে এসেছে দেড় শতাংশে। মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যাও কমেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৩১ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৪ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১৬১ জন। যার জেরে আরও ৩৪৪ জন কমে রাজ্যের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে এসেছে ১২ হাজার ৯৮৪ জনে।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৫ হাজার ৫৭১টি করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৮৩১ জনের রেজাল্ট পজিটিভ আসায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ। রাজ্যে সুস্থতার হার এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৯৭.৯৬ শতাংশে। এদিকে, গত একদিনে উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও কলকাতা, শুধুমাত্র এই তিন জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশের উপরে। তিন জেলায় গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৯৬, ৮৩ ও ৭৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। এদিকে নদিয়ায় গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩ জনের, জেলাওয়াড়ি হিসেবে যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। উত্তর ২৪ পরগণা, কলকাতা ও দার্জিলিংয়েও ২ জন করে মারা গিয়েছেন কোভিডে। পাশাপাশি উত্তর দিনাজপুর, বীরভূম, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে প্রয়াত হয়েছেন করোনার কারণে।
এদিনই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ৩০ জুলাই পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে রাজ্যে। যদিও একাধিক ছাড়ের পরিমাণও বাড়ানো হয়েছে। লোকাল ট্রেন চালু না করা হলেও আগের মতোই ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, লঞ্চ, অটো, ট্রাম চালু রাখার কথা জানানো হয়েছে। গতমাসের শেষে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের লক্ষ্য পজিটিভিটি রেট ১ শতাংশে নামিয়ে আনা।