WB Corona Vaccine Dry Run LIVE: সোমবার বিকেল চারটেয় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
West Bengal COVID-19 Vaccine Dry Run LIVE: কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটোই সমান কার্যকর বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
শুরু হল রামপুরহাটে ভ্যাকসিন ট্রায়াল। এদিন রামপুরহাট পৌরসভা হাসপাতালে নবারুনে ট্রায়াল রান হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ বন্দোপাধ্যায়, সি এম ও এইচ রবীন্দ্রনাথ প্রধান
বীরভূম জেলায় শুরু ভ্যাকসিনের ড্রাই রান। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ড্রাই রান প্রক্রিয়াতে অংশগ্রহণ করলেন বীরভূমের জেলা শাসক বিজয় ভারতী।
হুগলির চুঁচুড়া সদর হাসপাতাল, পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও চুঁচুড়া পুরসভা ভবনেও চলছে করোনার টিকাকরণ প্রক্রিয়ার মহড়া।
শিলিগুড়ি জেলা হাসপাতালের পাশাপাশি, নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল ও দার্জিলিং জেলা হাসপাতালে চলছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান।
মালদা মেডিক্যাল কলেজ ছাড়াও ইংরেজবাজার মিল্কি গ্রামীণ হাসপাতাল ও পুরাতন মালদার নারায়ণপুর কোভিড হাসপাতালে চলছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতাল, রায়গঞ্জ ব্লকের মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ইসলামপুর মহকুমা হাসপাতালে করোনার টিকাকরণ প্রক্রিয়ার মহড়া চলছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, বহরমপুর পুরসভা ও হরিহরপাড়ার চোঁয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছে করোনার টিকাকরণ প্রক্রিয়ার মহড়া।
কোচবিহার জেলার ৪ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়েছে মহড়ার কাজ। উপস্থিত করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। কোচবিহার জেলার ৩ জায়গায় চলছে ভ্যাকসিনের ড্রাই রান।
উত্তর ২৪ পরগনার ৩ জায়গায় চলছে ভ্যাকসিনের মহড়া। বারাসাতের জেলা সদর হাসপাতাল, ব্যারাকপুরের ১ নং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উত্তর বারাসাতে চলছে মহড়ার কাজ।
সিউড়ি ১ নং ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে চলছে ড্রাই রান। মোবাইলের মেসেজ যাচাই করেই চলছে ভ্যাকসিনের মহড়া। দূরত্ববিধি মেনে চক দিয়ে দেওয়া দাগ। মহড়াতেও ২টো করে টিকা দেওয়া হবে নির্দিষ্ট দিনের ব্যবধানে।
এনআরএস হাসাপাতালের কমিউনিটি মেডিসিনে চলছে ভ্যাকসিনের ড্রাই রান। নথিভুক্ত ব্যক্তিকে প্রথম নাম যাচাইয়ের পর পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপর দেওয়া হচ্ছে ভ্যাকসিনের মহড়া।
দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু। হয়েছে ১৮ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের।
আজ দেশব্যাপী করোনা ভ্যাকসিনের ড্রাই রান। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি পৌঁছেছে 'কোভিশিল্ড' ভ্যাকসিনের প্রথম ব্যাচ।
পুণের সিরাম ইনস্টিটিউট থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ৮৫০ বিমানে চেপে নয়াদিল্লি পৌঁছয় ভ্যাকসিনের কনসাইনমেন্ট।
দ্রুত তা রাজীব গাঁধী সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভ্যাকসিন বড় বা প্রধান স্টোরেজ ফেসিলিটি গঠন করা হয়েছে।
এখানে থেকে ৬০০টি হিমঘরে পাঠানো হবে ভ্যাকসিনগুলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিশিন্ড।
আজ দেশব্যাপী করোনা ভ্যাকসিনের ড্রাই রান। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি পৌঁছেছে 'কোভিশিল্ড' ভ্যাকসিনের প্রথম ব্যাচ।
পুণের সিরাম ইনস্টিটিউট থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ৮৫০ বিমানে চেপে নয়াদিল্লি পৌঁছয় ভ্যাকসিনের কনসাইনমেন্ট।
দ্রুত তা রাজীব গাঁধী সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভ্যাকসিন বড় বা প্রধান স্টোরেজ ফেসিলিটি গঠন করা হয়েছে।
এখানে থেকে ৬০০টি হিমঘরে পাঠানো হবে ভ্যাকসিনগুলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিশিন্ড।
আজ দেশব্যাপী করোনা ভ্যাকসিনের ড্রাই রান। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি পৌঁছেছে 'কোভিশিল্ড' ভ্যাকসিনের প্রথম ব্যাচ।
পুণের সিরাম ইনস্টিটিউট থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ৮৫০ বিমানে চেপে নয়াদিল্লি পৌঁছয় ভ্যাকসিনের কনসাইনমেন্ট।
দ্রুত তা রাজীব গাঁধী সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভ্যাকসিন বড় বা প্রধান স্টোরেজ ফেসিলিটি গঠন করা হয়েছে।
এখানে থেকে ৬০০টি হিমঘরে পাঠানো হবে ভ্যাকসিনগুলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিশিন্ড।
আজ দেশব্যাপী করোনা ভ্যাকসিনের ড্রাই রান। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি পৌঁছেছে 'কোভিশিল্ড' ভ্যাকসিনের প্রথম ব্যাচ।
পুণের সিরাম ইনস্টিটিউট থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ৮৫০ বিমানে চেপে নয়াদিল্লি পৌঁছয় ভ্যাকসিনের কনসাইনমেন্ট।
দ্রুত তা রাজীব গাঁধী সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভ্যাকসিন বড় বা প্রধান স্টোরেজ ফেসিলিটি গঠন করা হয়েছে।
এখানে থেকে ৬০০টি হিমঘরে পাঠানো হবে ভ্যাকসিনগুলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিশিন্ড।
আজ দেশব্যাপী করোনা ভ্যাকসিনের ড্রাই রান। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি পৌঁছেছে 'কোভিশিল্ড' ভ্যাকসিনের প্রথম ব্যাচ।
পুণের সিরাম ইনস্টিটিউট থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ৮৫০ বিমানে চেপে নয়াদিল্লি পৌঁছয় ভ্যাকসিনের কনসাইনমেন্ট।
দ্রুত তা রাজীব গাঁধী সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভ্যাকসিন বড় বা প্রধান স্টোরেজ ফেসিলিটি গঠন করা হয়েছে।
এখানে থেকে ৬০০টি হিমঘরে পাঠানো হবে ভ্যাকসিনগুলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিশিন্ড।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মূলতঃ দেশের সবকটি জেলায় টিকা দেওয়ার পরিকাঠামো, টিকা সংরক্ষণ ও পরিবহণের ক্ষেত্রে কোল্ড চেন ব্যবস্থা ঠিক ভাবে কাজ করছে কিনা, তা খতিয়ে দেখতেই আজ করোনা ভ্যাকসিনের ড্রাই রানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
উত্তরপ্রদেশ, হরিয়ানা ও অরুণাচল বাদে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ৭৩৬টা জেলায় আজ করোনা ভ্যাকসিনের ড্রাই রান হবে।
প্রেক্ষাপট
কলকাতা: আজ দেশজুড়ে হবে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। আর আজই রাজ্য আসছে করোনা ভ্যাকসিন।
কিন্তু, কোন ভ্যাকসিন? অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড? না ভারত বায়োটেকের কোভ্যাকসিন? তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কত পরিমাণে ভ্যাকসিন আসবে, সেই বিষয়েও কিছু জানানো হয়নি।
করোনা ভ্যাকসিন বাগবাজারে স্বাস্থ্য দফতরের স্টোরে রাখা হবে। পরে, সেখান থেকে ভ্যাকসিন পাঠানো হবে জেলায় জেলায়।
আর আজ সারা দেশের সঙ্গে রাজ্যজুড়ে হবে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। এর আগে গত শনিবার রাজ্যের তিন জায়গায় ড্রাই রান হয়েছে।
এবার সেই মহড়া হবে রাজ্যের প্রতিটি জেলায়। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, প্রতি জেলায় তিনটি করে কেন্দ্রে হবে ড্রাই রান।
জেলার মেডিক্যাল কলেজগুলি ছাড়াও আরও দুটি কেন্দ্রে চলবে টিকাকরণের মহড়া।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শুক্রবার কলকাতার সব মেডিক্যাল কলেজে হবে ড্রাই রান। এছাড়াও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের ক্লিনিকেও হবে মহড়া।
ড্রাই রানের জন্য বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।কীভাবে করা হবে ড্রাই রান, তা বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দফতরের কর্মীদের। পাশাপাশি, জেলায় জেলায় যে সব ভ্যাকসিন স্টোর রয়েছে, তার সরঞ্জামও পরীক্ষা করে দেখা হচ্ছে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য সব রাজ্য ও কেন্দ্রশাশিত অঞ্চলেও শুক্রবার হবে ভ্যাকসিনের ড্রাই রান। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে করোনা ভ্যাকসিন দেওয়ার মতো পরিকাঠামো তৈরি বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -