কলকাতা: দেশে ওমিক্রন (Omicron) বেড়েই চলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে (West Bengal) ওমিক্রন থাবা না পড়লেও মঙ্গলবার (Tuesday) সংক্রমণ সোমবারের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেল। রাজ্যের স্বাস্থ্য দফতরের Department of Health & Family Welfare) প্রকাশিত রিপোর্ট (Health Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে ৫৫২ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ২৪ হাজার ১৬১। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৪ জন।
এদিকে গত একদিনে করোনা কোপে প্রাণ গিয়েছে ১০ জনের। রাজ্যে এখনও পর্যন্ত কোভিড গ্রাসে মোট প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৬২০। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৬৮৫টি। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১৬১ জন। এরপর গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত হয়েছে ১০১ জন।
করোনার (Corona) ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু বিশ্বে। নিশ্চিত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসি-র রিপোর্ট অনুযায়ী বরিস জনসন (Boris Johnson) জানিয়েছেন, ব্রিটেনে এক ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, "ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। খুবই দুঃখজনক ঘটনা যে একজন রোগীর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ভাইরাসের এই ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর নয় এমন ধারণা সরিয়ে রাখা উচিত। যেসব জায়গায় জনসংখ্যা বেশি সেখানেই ছড়াতে পারে করোনা। তাই এই পরিস্থিতি দ্রুত বুস্টার নিয়ে নিতে হবে।''
আরও পড়ুন, নতুন বছরেই ৩ বছর ও তার বেশি বয়সিদের জন্য করোনা টিকা আসছে, ঘোষণা কোভিশিল্ডের
তবে প্রতিদিন যেভাবে দেশের একাধিক রাজ্য থেকে একের পর এক ওমিক্রন আক্রান্তের খবর সামনে আসছে তা নিয়ে চিন্তা মেঘ জমা হচ্ছে স্বাস্থ্যমহলে। NITI আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডক্টর ভি কে পল একটি সাংবাদিক সম্মেলনে বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য (Corona Second Wave) কমতে শুরু করেছে। কিন্তু যেভাবে মাস্ক পরার অনীহা দেখা দিচ্ছে সেখানে ফের করোনার বিপদ সীমায় প্রবেশ করছে ভারত। এমনটাই আশঙ্কা।