ভাস্কর ঘোষ, বালি (হাওড়া) : অনলাইনে প্রতারণার (Online Fraud) বড়সড় পর্দা ফাঁস। অনলাইনে ইলেকট্রনিক্স সামগ্রী (Electronics Gadgets) বিক্রির নামে ফাঁদ পেতে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে হাওড়ার (Howrah) বালি (Bally) থেকে অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযোগ, কম দামে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির কথা বলে প্রতারণা চালাত অভিযুক্ত। দিল্লি পুলিশ সূত্রে খবর, ল্যাপটপ (Laptop) থেকে ক্যামেরা (Camera), মোবাইল ফোন (Mobile Phone), ইলেকট্রনিক জিনিসপত্র অত্যন্ত কম দামে বিক্রি করার নামে বিভিন্ন অনলাইন সাইটে বিজ্ঞাপন দিত অভিযুক্ত। কেউ বিজ্ঞাপন দেখে কেউ জিনিস কিনতে আগ্রহী হলেই, আগে থেকে বলে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বলত সে। অনলাইনে জিনিসের জন্য টাকা মিটিয়ে দেওয়ার পর, আর কোনও হদিশ পাওয়া যেত না। 


দিল্লিতে তার সেই প্রতারণার জেরে বালি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। দিল্লি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্ত MBA পড়ুয়াকে। ধৃতের নাম বিশাল সাক্সারিয়া (২১)। সোমবার গভীর রাতে এই ঘটনায় হাওড়ার বালিতে একটি ফ্ল্যাটে হানা দিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের এই অনলাইন ফাঁদে সম্প্রতি পা দিয়ে ৪৮ হাজার টাকার প্রতারণার শিকার হন দিল্লির এক বাসিন্দা। এ নিয়ে উত্তর-পূর্ব দিল্লির জ্যোতিনগর থানায় দায়ের হয় অভিযোগ। সেই ঘটনারই তদন্তে নেমে এই যুবকের সন্ধান পান তদন্তকারীরা।   


তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে জেরা করে আরও এক যুবকের সন্ধান মেলে। কিন্তু বেলুড়ের এক আবাসনে গেলেও, তাঁর হদিশ মেলেনি। এদিকে তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ধৃতের বাবা। মঙ্গলবার ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যায় পুলিশ। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ ডিপিতে পরিচিতের ছবি, লুকিয়ে প্রতারণার ফাঁদ!


এদিকে, অনলাইনে আর্থিক লেনদেন যত বাড়ছে, ততই যেন চওড়া হচ্ছে অন্তরালে থাকা সাইবার প্রতারকদের হাত। হোয়াটসঅ্যাপ ডিপি-তে পরিচিত বা বিশ্বস্ত কারও ছবি ব্যবহার করে আর্থিক সাহায্য চেয়ে মেসেজ। তাতে সাড়া দিয়ে অর্থ সাহায্য করতে গেলে অনেক সময়ই প্রতারণার শিকার হতে হচ্ছে। যা নিয়ে কয়েকদিন আগেই সতর্ক করেছিল কলকাতা পুলিশ।