কলকাতা: বাংলাতেও (West Bengal) ওমিক্রনের (Omicron) থাবা। রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। ওমিক্রন আক্রান্ত আবুধাবি ফেরত ৭ বছরের শিশু। ওমিক্রন আক্রান্ত শিশুর বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কায়। এই আবহে রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশিত রিপোর্ট (Department of Health & Family Welfare) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছে ৫৫৪ জন। গতকালের থেকে সামান্য বেড়েছে সংক্রমণ। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৪ হাজার ৭১৫।


তবে বেড়েছে মৃত্যু। গতকাল করোনা কোপে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। বুধবার সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩। এখনও পর্যন্ত রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৬৩৩ জন। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমেছে। এখন রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৪৯০। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৬৫৯। 



এদিকে, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওমিক্রন মারাত্মক কিছু নয়, কিন্তু ছোঁয়াচে, ছড়ায় বেশি। কিন্তু মৃত্যু ভয় কম। ওমিক্রনে একজন ধরা পড়ছেন, কিন্তু বিমানের বাকি যাত্রীদের ছুঁইয়ে দিচ্ছে। বিমানের বাকি ৩০০ যাত্রী বলা সত্বেও সবার সঙ্গে মিশছেন।"  পাশাপাশি তিনি এও বলেন, "কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত করতে বলব। করোনার টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে। যারা একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিন।"  এদিকে, দেশেও বাড়ছে ওমিক্রন। তবে টিকাকরণে ভরসা রেখেই লড়াই চালিয়ে যাচ্ছে দেশ। এদিন ১৩৫ কোটি টিকাকরণের মাইলফলক ছুঁয়েছে ভারত। 







অন্যদিকে, রাস্থ্য দফতর সূত্রে খবর, তেলঙ্গানা সরকারের তরফে জানানো হয়েছে, আবু ধাবি ফেরত মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা ৭ বছরের শিশু ওমিক্রন আক্রান্ত। ১১ ডিসেম্বর, রাতে মা, বাবা ও দিদির সঙ্গে আবুধাবি থেকে বিমানে হায়দরাবাদে আসে ওই শিশু। ওই দিনই, হায়দরাবাদ থেকে বিমানে কলকাতায় আসে। সেখান থেকে নিজস্ব গাড়িতে করে যায় মালদার কালিয়াচকে মামার বাড়িতে।বর্তমানে সে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে।