কলকাতা: লকডাউনের কড়াকড়ির মধ্যেই রাজ্যে একদিনে করোনায় মৃত্যু দেড়শো ছুঁইছুঁই। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে। ওই একই সময়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের উপরে মানুষ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১৯,০০১ জন। ১৭ মে রাজ্যে কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৩১,৫৬০। 


সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯,১০১ জন। সেই সঙ্গে সবমিলিয়ে মোট করোনামুক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,০৭,৪৪২। ১৭ মে-তে  সুস্থতার হার ৪৭.৪২ শতাংশ। যদিও গতকাল সুস্থতার হার ছিল ৮৭.২০ শতাংশ। পাশাপাশি হিসেব বলছে, এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৩,৪৩১ জন। 


এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, গত কয়েকদিনে ক্রমাগত বেড়েছে মৃতের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, শুক্রবার রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬, শনিবার তা বেড়ে হয়েছিল ১৪৪। রবিবার সংখ্যাটা আরও বেড়ে  ১৪৭ জন রাজ্যবাসীকে হারিয়েছে বাংলা। 


উল্লেখ্য, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগণা। রয়েছে কলকাতাও। পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ।  কলকাতা, উত্তর ২৪ পরগণা মিলিয়ে একদিনে ৭৪ জনের মৃত্যু হয়েছে। শুধু উত্তর ২৪ পরগণাতেই একদিনে সংক্রমিত ৪ হাজার ২২০। মৃত ৩৭ জন। কলকাতায় গত একদিনে ৩ হাজার ৮৯৯জন করোনা আক্রান্ত হয়েছেন। এখানেও মত্যু হয়েছে ৩৭ জনের।


রাজ্যের স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ১১৭ জন। তেমনই এই সময়পর্বে রাজ্যে করোনাযুদ্ধে জিতেছেন ১৯ হাজার ১১৩ জন। ১৪৩ জন কমে রবিবার রাজ্যে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ৩১ হাজার ৮০৫ জন ছিল। যা আজ আরও খানিকটা কমেছে। 


রাজ্যে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে শনিবারই কার্যত লকডাউনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছে রবিবার অর্থাৎ ১৬ মে থেকে  আগামী ৩০ মে পর্যন্ত এই কড়াকড়ি জারি থাকবে।