কলকাতা: গতকালের তুলনায় রাজ্যে সামান্য় কমল করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৯২৩ জন। বুধবার সংখ্যাটা ছিল ১,৯২৫ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪,৮৭,৩৬৩ জন। বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা, ১৭,৫১৬ জন। 


হিসেব অনুযায়ী গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছে ১৯৫২ জন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৭, ৪৭৫ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ।


তবে রাজ্যে খানিক নিয়ন্ত্রণ থাকলেও, উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ-গ্রাফ। যদিও কিছুটা কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮২ হাজার ৭৭৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ২৭ হাজার ৫৭। গত ৮২ দিনে দেশে সর্বনিম্ন অ্যাক্টিভ কেসের সংখ্যা।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬৮ হাজার ৮৮৫।


উল্লেখ্য, দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আগেই জানানো হয়েছিল এই ঢেউ-এ ঝুঁকি বেশি ছোটদের। সে কারণেই আগেভাগে সতর্কতা অবলম্বন করছে রাজ্য। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে ১২-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন ট্রায়াল। জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি করোনা ভ্যাকসিন জাইকোভ ডি-এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। ১০০ জনের ওপর ভ্যাকসিন ট্রায়াল হবে। তিনটি ডোজে দেওয়া হবে ভ্যাকসিন।