কলকাতা: রাজ্যে নিম্নমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। ২ মাসেরও বেশি সময় পর দৈনিক সংক্রমণ সবথেকে কম। রবিবার প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন বলছে ৪ হাজারের নীচে নেমে এসেছে দৈনিক সংক্রমিতের সংখ্যা।


গত একদিনে করোনা আক্রান্ত ৩৯৮৪ জন। যদিও গতকালের তুলনায় করোনায় আজ সামান্য বাড়ল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত মৃত্যু ৮৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ২৪৯৭ জন। রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৯৭ জন, মৃত ২০ জন। পাশাপাশি, কলকাতায় একদিনে আক্রান্ত ৪২৬ জন, মৃত ১৫ জন।


রবিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, করোনার প্রথম ঢেউয়ের সময়, ২০২০-র ২২ অক্টোবরে রাজ্যে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ছিল। ওই দিন, রাজ্যে করোনা আক্রান্ত হন ৪ হাজার ১৫৭ জন। আর আজ রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৪ জন। অর্থাৎ, কোভিডের প্রথম ঢেউয়ের সর্বোচ্চ সংক্রমণের থেকেও রাজ্যে কমল দৈনিক সংক্রমণ। কিন্তু এখনই কি স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় এসেছে? এখনই আশার বাণী শোনাতে পারছেন না চিকিৎসকরা।


চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা দু’শোরও নীচে নেমে আসে। কিন্তু, বিধানসভা ভোট যত এগিয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমিতের সংখ্যা। ১৪ই মে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হন ২০ হাজার ৮৪৬ জন।


দেশেও করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। ৭১ দিন পর দৈনিক সংক্রমণ সবথেকে কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩০৩। 


দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৬২।