সনৎ ঝা, শিলিগুড়ি: করোনা ভ্যাকসিন নিয়ে শরীরে চৌম্বকীয় শক্তি! এ যেন এক অবাক করা ঘটনা। করোনার ভ্যাকসিন নেওয়ার পর শরীরে চুম্বকের মতো আটকে যাচ্ছে ধাতব পদার্থ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারতনগর এলাকায়। পেশায় গাড়ি চালক নেপাল চক্রবর্তী। তাঁর দাবি এমন ঘটনাই ঘটেছে তাঁর সঙ্গে। আর এই ঘটনা ঘিরে শিলিগুড়িতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ভ্যাকসিন নিয়ে মানব চুম্বক হয়ে ওঠার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো।
নেপাল চক্রবর্তী জানান, চামচ দিয়ে খেতে খেতে তিনি টিভিতে খবর দেখছিলেন। সেখানে হিন্দিভাষী একটি চ্যানেলে তিনি দেখেন এক ব্যক্তি দুটো ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে হাতা খুন্তি লেগে যাচ্ছে। ঠিক যেমন চুম্বকে লেগে যায় তেমনই। কৌতুহল বশত তিনিও নিজের শরীরে তা পরীক্ষা করতে যান। ওই ব্যক্তি জানিয়েছেন, পরীক্ষা করতে গিয়েই তিনি দেখেন তাঁর শরীরের পয়সা সহ হাতা খুন্তি এমনকি মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে। মুহূর্তেই তা জানাজানি হয়ে যায়। নেপাল চক্রবর্তী জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে কোনো অস্বস্তি হয়নি। তবে কিছু ধাতব পদার্থ শরীরে আটকে যাওয়ার ঘটনায় তিনি অবাক হয়ে যান। এরপর আজ রবিবার তিনি যান শিলিগুড়ি হাসপাতালে। ডাক্তার দেখিয়ে তিনি নিশ্চিত হতে চান কি কারণে এই ঘটনা ঘটল।
Fact Check: ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বকের প্রভাব! ভিত্তিহীন-ভুয়ো দাবি
এ ব্যাপারে চিকিৎসক শঙ্খ সেন বলেন, ভ্যাকসিন নেওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে কি না তা বলা মুশকিল। হয়ত তাঁর শরীরে আগেই এমন হত তা আগে দেখা হয়নি। তাঁর উচিত স্বাস্থ্যবিভাগে বিষয়টি জানানো। ভ্যাকসিন নেওয়ার পর এই ঘটনা না কি তাঁর শরীরে এমন কোনও রোগ রয়েছে তা অতি সত্বর পরীক্ষা করে খুঁজে বের করা প্রয়োজন। দেশে ২০ কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তাঁদের কারোর ক্ষেত্রে এখনও পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটেনি। তাই দু একটি বিক্ষিপ্ত ঘটনায় এটা বলা যায় না যে ভ্যাকসিন নেওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে।
স্বঘোষিত ম্যাগনেটম্যানের দাবিকে নস্যাৎ করে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরিষ্কার জানিয়ে দিয়েছে- করোনার ভ্যাকসিন নিয়ে কোনও ব্যক্তির শরীরে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হওয়া অসম্ভব। কেন্দ্রীয় সরকারের নোডাল এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরোও ট্যুইট করে জানিয়েছে, ভ্যাকসিন নিয়ে মানব চুম্বক হয়ে উঠছে বলে যে দাবি নেটমাধ্যমে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি গোপাল দে বলেন, ভ্যাকসিন যা দিয়ে তৈরি হচ্ছে তার সঙ্গে চুম্বকের কোনও সম্পর্ক নেই। বেশিরভাগ পয়সা লোহা দিয়ে তৈরি নয়। হাতা, খুন্তিও বেশিরভাগ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। কোনও চুম্বক টানবে না। পেসমেকার, মেটালিক প্লেট বসানো আছে কি না বা কোনও শারীরিক সমস্যা আছে কি না তা দেখতে হবে।
ডিসক্লেইমার – এটি সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, এর পিছনে কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। এবিপি লাইভ বাংলা এই দাবি প্রসঙ্গে কোনও মতামত ব্যক্তও করে না।