কলকাতা: রাজ্যে ফের একধাপে অনেকটাই বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫২ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬৬৬ জন।


২০ জুলাই অর্থাৎ আজকের হিসেবে রাজ্যে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১২,৫০৯ জন। শুরু থেকে হিসেব করলে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫,১৯,৫৯৯ জন।


অন্যদিকে মঙ্গলবারের সরকারি হিসেব অনুযায়ী গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,০২১ জন।


রাজ্যে সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৯৯২ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১৪, ৮৯,০৬৯ জন।


তবে করোনাকালে এখনও অসচেতন বহু মানুষ। জেলায় জেলায় উঠে এসেছে সেই ছবি। হুগলির চুঁচুড়ার একটি বাজারে মাস্ক ছাড়া অবাধে চলছিল কেনাকাটা। সেখানে গিয়ে সচেতন করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বীরভূমের দুবরাজপুরেও মাস্ক ছাড়া ঘুরতে দেখা যায় অনেককে। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় একশো মহিলাকে নিজের উদ্যোগে ভ্যাকসিন দিলেন এক শিক্ষক।


উল্লেখ্য, রাজ্যে সংক্রমণ এখন ছশোর কোটায়। দেশে দৈনিক মৃত্যু নেমেছে চারশোর নীচে। ৩০ হাজারে নামল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জনের।


মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ১৩০। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৫ হাজার ২৫৪। এ দিকে বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ৯৫ হাজার ৮৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৮ লক্ষ ৪৪ হাজার ১৮৩।