কলকাতা: শুক্রবারের থেকে ফের কমল করোনা সংক্রমিতের )সংখ্যা। বৃহস্পতিবার ৯০০-এর কোটায় থাকলেও আজ একলাফে ৬০০-এর ঘরে নামল করোনার গ্রাফ (Covid Graph)। শনিবার (Saturday) রাজ্যের স্বাস্থ্য দফতের (Department of health) প্রকাশিত বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৭০ জন। এ নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৯৭ হাজার ৭৬৫ জন। 


গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন (Corona Death) ১৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (state Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। সব মিলিয় রাজ্যে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ হাজার ২১৫ জনের।  সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠে বাড়ি ফিরেছেন ৭৬৪ জন। ৬ নভেম্বরের হিসেবে রাজ্যে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা কমে হয়েছে  হাজার ২৯ জন। এদিন রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।


দৈনিক সংক্রমণের শীর্ষে সেই কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৮১ জন। বেশ কিছুদিন পর ২০০-এর নিচে নামল কলকাতাক দৈনিক সংক্রমণ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।  এই জেলায় একদিনে করোনা আক্রান্ত ১২৬ জন।



এদিকে, দেশে করোনায় একলাফে ৭৭ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু। অন্যদিকে, ১৪ শতাংশের বেশি কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯২ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ২৬৫ জনের।  আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৮৩ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০।   


এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৩৭ হাজার ৪৬৮ জন।  একদিনে ১২ হাজার ৫০৯ জন সুস্থ হয়েছেন।