কলকাতা: ফের ঊর্ধমুখী রাজ্যের করোনা গ্রাফ। ফের বাড়ল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ৭৬৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। একদিনে সুস্থতার সংখ্যাও কমেছে গতকালের তুলনায়। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ৮১৯ জন। 


এদিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৩। সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। রাজ্যে পজিটিভিটি রেট ১.৮২ শতাংশ। আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু ২ জনের। গতকাল, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েন ৭১১ জন।  ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু সংখ্যা ছিল ৫। একদিনে রাজ্যে করোনামুক্ত হন ৮৩৫ জন। 


রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৮ হাজার ১৯ । এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনামুক্ত হয়েছেন ১৪ লক্ষ ৯৮ হাজার ৭৭০ জন । রাজ্যে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৩৬ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিন অনুযায়ী, এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার ৪৭৪।  রাজ্যজুড়ে এদিন নুমনা পরীক্ষা হয়েছে ৪২, ২০৯ জনের । 


দেশে করোনায় মৃত্যু অব্যাহত। পাশাপাশি, দৈনিক সংক্রমণও ঘোরাফেরা করছে ৪০ হাজারের ঘরে। সংক্রমণে রাশ টানতে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র ও রাজ্য সরকার।এই প্রেক্ষাপটে এবার উত্তর ২৪ পরগনার বারাসাত পুর এলাকার জন্য একাধিক সিদ্ধান্ত নিল মহকুমা প্রশাসন। পুর এলাকায় তৈরি করা হয়েছে ১৩টা কনটেনমেন্ট জোন। পাশাপাশি, শনিবার থেকে ২ সপ্তাহের জন্য একবেলা খোলা থাকবে ৬টি বাজার। সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে কাছারি বাজার, ঘোলা কাজিপাড়া বাজার, স্টেশন রোড বাজার, হরিতলা বাজার, হেলাবটতলা বাজার ও বিধান মার্কেট বাজার।