কলকাতা : রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৭১৩, মৃত ৩৪ ।


করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় জেরবার বাংলা । গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে ৭৭১৩ করোনাই আক্রান্ত হলেন । এখনও পর্যন্ত এ রাজ্যে ৬৫১৫০৮ জন করোনা আক্রান্ত হলেন । গত ২৪ ঘন্টায় সারা বাংলায় করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৪ জনের । করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এ রাজ্যে করোনায় মারা গেলেন সাড়ে ১0 হাজারেরও বেশি মানুষ । পশ্চিমবঙ্গে  ১৭ এপ্রিল এর হিসেব অনুযায়ী করোনার অ্যাক্টিভ কেস মোট ৪৫৩০০ । 


 


গত ২৪ ঘণ্টার হিসেব বলছে, করোনার থাবা সবথেকে বেশি প্রসারিত হয়েছে কলকাতা ও তার পড়শি জেলা উত্তর ২৪ পরগনাতে। কলকাতা দৈনিক সংক্রমণ বেড়ে  ১৯৯৮ আর উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার কবলে পড়েছেন ১৬৩৯ জন। এই দুই জেলাতেই দৈনিক সংক্রমণ হাজারের বেশি। বেশ কয়েকদিন ধরেই করোনাগ্রাফ এই দুই জেলায় ক্রমেই ঊর্ধ্বমুখী। 


 


গত ১১ এপ্রিল থেকে প্রায় প্রতিদিনই দেশে নতুন করে দৈনিক করোনায় সংক্রমিত হচ্ছেন দেড় লাখেরও বেশি মানুষ । এই নিয়ে পরপর তিনদিন দৈনিক ২ লাখেরও বেশি করোনা সংক্রমনের ঘটনা ঘটল। গত ৭ এপ্রিল থেকে প্রতিদিনই ১ লাখের বেশি মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন।


 


 


ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশকে নাড়িয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কোভিড ১৯ এর দ্বিতীয় ওয়েভ ।  হসপিটালের বেড ভর্তি । কোথাও কোথাও সরকারি হাসপাতালের বেড অমিল । রোগী সামলাতে কার্যত নাজেহাল চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীরা। 


 


 


রাজধানী দিল্লিতে ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস । গত ২৪ ঘন্টায় ২৪000 নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই পরিসংখ্যান প্রকাশ করে রীতিমতো উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল।