উত্তর ২৪ পরগনা: কামারহাটিতে বিজেপি প্রার্থীর গাড়ির উপর হামলার অভিযোগ। আহত বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের এনে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন রাজু বন্দ্যোপাধ্যায় কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি বলেন, সকাল থেকে মদন মিত্র অশান্তি ছড়াচ্ছেন। মদন মিত্রের উস্কানিতে এই ঘটনা বলে অভিযোগ রাজু বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 


এদিকে ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। এমন বিস্ফোরক অভিযোগও তুলেছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এদিন এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, মোদি জানেন না '' বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয় ''। কথায় কথায় সিআরপিএফ দেশ একহাত নিলেন বললেন, '' ওরা টাকা রোজগারের জন্য বাংলায় এসেছে । এখান থেকে টাকা নিচ্ছে ওখান থেকে টাকা নিচ্ছে। বললেন আমায় বলছে বেরিয়ে যেতে । বেরিয়ে যাব ? আমি বাঙালি ছেলে । '' বুক বাজিয়ে মদন বললেন ...'' মরলে বাপের ব্যাটার মতন মরব। '' মদনের অভিযোগ ৫ঘণ্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন মহিলারা অথচ ভোট পড়েছে কুড়ি শতাংশ। 


অন্যদিকে, কামারহাটিতে অসুস্থ হয়ে মৃত্যু বুথেই মৃত্যু বিজেপির পোলিং এজেন্টের। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও সহযোগিতা মেলেনি বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। রিপোর্ট তলব কমিশনের ৷ জানা গিয়েছে, ওই যুবকের নাম অভিজিৎ সামন্ত। উত্তর ২৪ পরগনার  কামারহাটির ১০৭ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন তিনি। শনিবার সকালে নির্ধারিত সময়ে পৌঁছে যান বুথে। এরপর কিছুক্ষণ পর থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সুরু হয় বমি। অভিযোগ, সেখানে উপস্থিত ভোট কর্মীরা অর্থাৎ অন্যদলের পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসাররা বিষয়টি দেখলেও প্রথমে গুরুত্ব দেননি। বেশ কিছুক্ষণ পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করে।