সুমন ঘড়াই, কলকাতা : সুরাপ্রেমীদের জন্য সুখবর। রাজ্যজুড়ে বাড়ছে হোটেল-বার-রেস্তোরাঁ খোলা থাকার সময়। এতদিনের নিয়ম অনুযায়ী রাত ৮ টা নয়, রাজ্যজুড়ে হোটেল-রেস্তোরাঁ-বার খোলা থাকবে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। শনিবারই রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন থেকে যে নতুন নির্দেশ জারি হয়েছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদির সই করা যে নির্দেশিকায় জানানো হয়েছে, থিয়েটার হল, বিভিন্ন মঞ্চ, ওপেন এয়ার অডিটোরিয়াম ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে। একইভাবে ৫০ শতাংশ নিয়ে স্টেডিয়াম, সুইমিং পুলের কর্মকাণ্ড চালানোর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রাত ৮ টায় বদলে এবার থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হোটেল-বার-রেস্তোরাঁ খোলা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হল। তবে সমস্ত কোভিডবিধি মেনে চলতে হবে। রাজ্যজুড়ে এই নিয়ম জারি হবে আগামী ১৬ অগাস্ট অর্থাৎ সামনের সোমবার থেকে।


বৃহস্পতিবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা আয়ত্ত্বের মধ্যে থাকায় রাজ্য সরকার নৈশকালীন বিধিনিষেধ কিছুটা শিথিল করছে। আপাতত রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আগামী সোমবার (১৬ অগাস্ট) থেকে তা কমিয়ে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত করা হবে। মুখ্যমন্ত্রী গতকালের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন চলতি মাসের শেষ পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মেনে চলার মতো একান্ত পালনীয় কোভিড বিধি না মেনে চললে প্রশাসনের তরফে কড়া বার্তা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।


(আরও পড়ুন-সোমবার থেকে আরও ১ ঘণ্টা বাড়ল রাতে মেট্রো-পরিষেবা, বাড়ছে ট্রেনও)


নৈশকালীন বিধিনিষেধ কমার জেরে সোমবার থেকে এক ঘণ্টা বেশি সময় মেট্রো চলবে বলেই শুক্রবার জানানো হয়েছে। এবার থেকে নিউ গড়িয়া ও দমদম দুই প্রান্তিক স্টেশন থেকে রাত ৮টার বদলে রাত ৯ টায় ছাড়বে শেষ ট্রেন। তবে আপাতত রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধই থাকছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের কোভিড পরিস্থিতি আয়ত্ত্বে রাখার জন্য মানুষের দুর্ভোগের কথা জেনেও বাধ্য হয়ে রাজ্য সরকারকে লোকাল ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখারই সিদ্ধান্ত নিতে হয়েছে।