উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ: শুভেন্দু অধিকারী দলত্যাগ করে বিজেপিতে যোগদানের পর পূর্ব মেদিনীপুরের জনসভায় তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়?’ সভার জনতা সামনে থেকে চেঁচিয়ে বলছে ‘হ্যাঁ’ ।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ভবানীপুর আমার বড় বোন। নন্দীগ্রাম মেজো বোন। দুই বোনকেই আমি ভালবাসি।’


নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশকে কটাক্ষ করলেন অমিত শাহ।


কোচবিহারের বিজেপির প্রাক্তন সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “দিদি লোকসভা নির্বাচনের আগে আমাদের শূন্য দিচ্ছিলেন, এখন নিজেই নিজের জন্য আসন খুঁজে বেড়াচ্ছেন। এখানে লড়বেন না ওখানে লড়বেন, নাকি দুটি আসনে লড়বেন। বুঝে উঠতে পারছেন না।”


পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, এগুলি অমিত শাহর দিবাস্বপ্ন। এর কোনও গুরুত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো দুই জায়গা থেকেই দাঁড়াবেন বলে দিয়েছেন। দুটি আসনেই তিনি বিপুল ভোটে জিতবেন।


নন্দীগ্রামের সদ্য প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে নন্দীগ্রাম থেকেই ভোটে লড়ার ঘোষণা করে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ভবানীপুরের বিধায়ক।যদিও, তৃণমূল নেত্রী শুধুই নন্দীগ্রাম থেকে না কি, নন্দীগ্রাম ও ভবানীপুর দু’জায়গা থেকেই দাঁড়াবেন তা এখনও স্পষ্ট নয়।


এরইমধ্যে বৃহস্পতিবার কোচবিহারে রথযাত্রার উদ্বোধন করে গোটা বিষয়টিকে নিজের মতো করে ব্যাখ্যা করলেন অমিত শাহ। ছুঁড়ে দিলেন কটাক্ষ।


 লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম রাজ্যে আমরা কুড়িটির বেশি আসন জিতব। দিদি আমাদের বলেছিলেন আমরা নাকি শূন্য পাব। আজ উত্তরবঙ্গ থেকে রাজু সিং বিস্তা, নিশীথ প্রামাণিকরা সাংসদ হয়ে গিয়েছেন। আর আপনি নিজের জন্য আসন খুঁজে বেড়াচ্ছেন। এখানে দাঁড়াবেন না ওখানে দাঁড়াবেন, এক জায়গায় লড়বেন না দুই জায়গায় লড়বেন, বুঝতেই পারছেন না।


মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরই, তাঁকে হারানোর ঘোষণা করেছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। পাল্টা কাঁথিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, শুভেন্দুকে তাঁরা হারাবেনই।


এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন,শুভেন্দু অধিকারী কি শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে ভোটে লড়বেন?মমতা বন্দ্যোপাধ্যায় কি দু’টি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করবেন?


অতীতে একাধিক বড় নেতা দু’টি কেন্দ্র থেকে ভোটে লড়েছেন।২০১৪ সালে বারাণসী ও ভদোদরা, দু’টি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদি।