দক্ষিণ ২৪ পরগনা: 'তীর্থক্ষেত্রের অবস্থা দেখে খারাপ লাগছে।' গঙ্গাসাগরে পৌঁছে এমনটাই জানালেন অমিত শাহ। 


এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বঙ্গ সফরে অমিত শাহ। এদিন সকালে কলকাতার আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  দুপুর একটা নাগাদ সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেন তিনি। 


এরপর সাংবাদিকদের সামনে ক্ষণিক আসেন অমিত। বলেন, সৌভাগ্যর দিন আজ আমার, কপিলমুনির মন্দিরের ঐতিহ্য অনেক দিনের, তাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।


তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সংস্কার হবে। বলেন, মোদির নেতৃত্বে ক্ষমতায় এলে গঙ্গার শুদ্ধকরণের কাজ হবে। 


একইসঙ্গে গঙ্গাসাগর ও কপিলমুনি আশ্রমের অবস্থা নিয়ে দুঃখপ্রকাশ করেন। বলেন, তীর্থক্ষেত্রের অবস্থা দেখে খারাপ লাগছে, ক্ষমতায় এলে সব পর্যটন প্রকল্প নেওয়া হবে। 


এর আগে, এদিন সকালে দিনের শুরুতে  নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। 


এরপর যান বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে। সেখানে আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ নাগাদ বালিগঞ্জে ভারত সেবাশ্রমের সদর দফতরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


এরপরই মন্দিরে ঢুকে সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের প্রতিকৃতিতে আরতি করলেন অমিত শাহ।


ভারত সেবাশ্রমে এসে স্মৃতিমেদুর হয়ে পড়েন শাহ। বললেন, আজ নয়, অনেকদিন থেকেই তাঁর সঙ্গে সঙ্ঘের সম্পর্ক বহুদিনের। মোদির আত্মনির্ভর স্লোগান ভারত সেবাশ্রমেরই পদাঙ্ক অনুসরণ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।



Amit Shah, Amit Shah Gangasagar visit, Amit Shah in Gangasagar, Gangasagar visit of Amit Shah, West Bengal Assembly Election 2021, WB election 2021 news, West Bengal Assembly Election, WB election 2021,