মোহন প্রসাদ, দার্জিলিং: বিজেপি-র সঙ্গ ছেড়ে আগেই ধরেছেন তৃণমূল কংগ্রেসের হাত। এবার সরাসরি দার্জিলিংয়ের মাটিতে লড়াইয়ের মঞ্চে নেমে পড়লেন বিমল গুরুং। বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা বিজেপি-র পরিবর্তন যাত্রার পরই স্থানীয় নেপালি ভাষায় পোস্টার দিলেন। যে পোস্টারে লেখা ‘ভাজপা হটাও’। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


সোমবার কালিম্পংয়ে বিজেপির রথযাত্রা কর্মসূচির পর একটি সভা করা হয়। সেই সভাস্থলের আশপাশ ছেয়ে যায় বিজেপি বিরোধী পোষ্টারে। বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার দাবি, পাহাড়ে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি বিজেপি।


কালিম্পংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার যুব অধ্যক্ষ তোপজেন ভুটিয়া বলেন, ‘‘বিজেপি কোনও কাজ করে না। এরম দল আমরা চাই না, কোনও কিছু করে না।’’


পাল্টা তৃণমূলের সঙ্গে বিমল গুরুংয়ের নতুন বন্ধুত্বকে কটাক্ষ করেছে গুরুংয়ের প্রাক্তন সহযোগী বিজেপি। রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষের দাবি, মমতা সরকার বিমল গুরুংকে মিস ইউজ করেছে ৷


আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করেছেন বিমল গুরুং। আর সূত্রের খবর, তারপরই গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ এবং খুনের মামলাগুলি বাদে অন্যান্য মামলা প্রত্যাহার করতে চলেছে রাজ্য সরকার।


এরই মধ্যে বেশ কিছু মামলা প্রত্যাহারও করা হয়েছে। সমর্থনের বিনিময়ে গুরুংকে তৃণমূল সরকার পুরস্কৃত করল বলেই দাবি করছে বিরোধীরা ৷ আর এই প্রেক্ষাপটে এবার পাহাড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টার দিল বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা।


গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলকে। বিমল গুরুং কি পারবেন বিধানসভা ভোটে তৃণমূলকে উত্তরবঙ্গে সাফল্য এনে দিতে? সেই উত্তর দেবে সময়ই।