অলোক সাঁতরা, শালবনি: কোবরা ক্যাম্পে গুলি! মৃত ২ কোবরা জওয়ান। ক্যাম্পের ভেতরে গুলির আঘাতে মৃত ১ পুরুষ ও ১ মহিলা জওয়ান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।


জানা গিয়েছে, সোমবার ভোরে শালবনি থানার ২৩২ নম্বর কোবরা ব্যাটেলিয়নে কর্মরত রাজীব কুমার ও রাবড়ি সাজেল নামে দুই জওয়ানের দেহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয়। দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। গুলির কারণ নিয়ে ধন্দে পুলিশ। মুখে কুলুপ সিআরপিএফ আধিকারিকদের।


আগামী ২৭ মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ভোট ৷ প্রথম দফার ভোটের ১৯ দিন আগে শালবনির কোবরা বাহিনীর ক্যাম্পে চলার ঘটনা ঘটল।


সোমবার ভোরে ক্যাম্পের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান রাজীব কুমার ও রাবড়ি সেজালবান কাঞ্জিভাইয়ের মৃতদেহ ৷ সূত্রের দাবি, শালবনি টাঁকশাল লাগোয়া এই কোবরা বাহিনীর ক্যাম্পে কাছাকাছি থাকতেন উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার ও গুজরাতের রাবড়ি সাজেল। সূত্রের দাবি, গভীর রাতে দু’জনের মধ্যে মধ্যে বচসা বাধে বচসা চলাকালীন দুই জওয়ান একে অপরের দিকে গুলি ছোড়েন ৷


মেদিনীপুর জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আনা হয়। কী কারণে ক্যাম্পে গুলি চলল তা নিয়ে সিআরপিএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


জঙ্গলে অপারেশনের জন্য ২০০৯ সালে গঠন করা হয় Commando Battalion for Resolute Action বা কোবরা বাহিনী ৷ এবার সেই বাহিনীতে নিজেদের মধ্যেই চলল গুলি।