West Bengal Election 2021 Live Update: কাঁথি থানার আইসিকে আঙুল উঁচিয়ে ধমক তৃণমূল নেতার
West Bengal Assembly Election 2021 LIVE Updates: শুভেন্দু অধিকারীর সভায় থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
তৃণমূলের মিছিল থেকে উঠল ‘গোলি মারো’ স্লোগান। টালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের শান্তি মিছিল। বিজেপির প্ল্যাকার্ড-ফেস্টুন ছেড়ার অভিযোগ। সঙ্গে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের।
আমফানের টাকা চোর, এখন করোনার টিকা চোর।মেজ বোন, বড় বোন, যাই হোক, দু জায়গায় দাঁড়াতে দেব না।
এখন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে লেটারপ্যাড তৈরি রাখুন।
রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিলাম।
না হলে সোমবার তমলুকে বসে থাকব। আনিসুরকে গ্রেফতার করেছে তো তৃণমূল।
শুধু মিথ্যা কথা বলছেন মমতা। তোলাশ্রী পুরষ্কার পাবেন ভাইপো।
মিথ্যাশ্রী পুরষ্কার পাবেন মমতা। আমি আর বাবুল যেখানে পানা পরিষ্কার করব।’
৫ জায়গায় হামলা হয়েছে। মমতার দেহ নন্দীগ্রামে, আত্মা কলকাতায়।
মমতার শুকনো ঘাসফুলকে টাটা বাই বাই করেছেন লকেট।
সিঙ্গুর শুধুই পাঠ্যপুস্তকে।
সিবিআই চার্জশিটে নাম থাকা সত্যজিতের জামিনের ব্যবস্থা করেছেন মমতা।
সত্যজিতকে তৃণমূলে নিয়েছেন।
এক জায়গায় দাঁড়ান, দু জায়গায় দাঁড়ালে চলবে না।
নন্দীগ্রামেই দাঁড়াতে হবে মমতাকে।'
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুকদেবপুর গ্রাম। চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর। সংঘর্ষে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক তৃণমূল নেতারও। একইসঙ্গে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয় সূত্রে খবর, পার্টি অফিসের দখল নিয়ে জেলা সভাপতি গৌতম দাস ও জেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব মিত্রর অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। আজ সকালে বিবাদ চরমে ওঠায় সংঘর্ষ বাধে। এরপর গুলি চলে। মাথায় গুলি লাগে জেলা সভাপতির অনুগামী সঞ্জিত সরকারের। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, সংঘর্ষে অসুস্থ হয়ে পড়েন চেয়ারম্যানের অনুগামী তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ সরকার। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ জানিয়েছে, উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যায় ভুগছিলেন ওই তৃণমূল নেতা। হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
শুভেন্দু অধিকারীর রোড শোয়ে হামলার ঘটনায় টালিগঞ্জ থানায় দায়ের হল অভিযোগ। বিজেপি ও তৃণমূল দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গতকাল টালিগঞ্জ ট্রামডিপো থেকে রাসবিহারী পর্যন্ত রোড শো করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রোড শো চলাকালীন চারু মার্কেট থানা এলাকায় বিজেপির র্যালিতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হামলাকারীদের উপর পাল্টা চড়াও হন বিজেপির কর্মী-সমর্থকরাও। তার প্রেক্ষিতেই টালিগঞ্জ থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল ও বিজেপি।
খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভার আগে দু’জায়গায় বিজেপির ওপর হামলার অভিযোগ। বিজেপির দাবি, তাঁদের নেতা-কর্মী ও সমর্থকরা যখন শুভেন্দুর সভায় যাচ্ছিলেন, সেই সময় খেজুরি ও দক্ষিণ কাঁথির মাজনায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই হামলায় দলের মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। যদিও দুটি ক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Mamata Speaks:
‘যারা যাচ্ছে, বলছি, আপদ বিদায় হয়েছে। দলে থাকলেই এরা জ্বালাত। সিঙ্গুর-নন্দীগ্রামে আমরা কৃষকদের নিয়ে জিতেছিলাম। এখনকার কৃষি আইনে ফসল দখল করা যাবে।’
‘বিজেপির কারাগার ভেঙে করো চুরমার। কেউ কিছু বললেই হুমকি দেয়, গুলি। বিজেপিতে গিয়ে কেউ কেউ মাথা বিক্রি করছে। আমরা বিজেপির কাছে মাথা নত করব না।’
Mamata Speaks:
‘দলিতদের বাড়িতে গিয়ে পাঁচতারা হোটেলের খাবার খাচ্ছে। দলিতদের ঘর ভেঙে সিমেন্ট করে কাঁসার থালায় খাবার। বিজেপি নেতাদের খাওয়াতে অনেকের ধার হয়ে গিয়েছে। এমন পরিবার পেলে তৃণমূলকর্মীদের বলছি, ওদের সাহায্য করুন।’
Mamata Speaks:
‘আরও ২০ লক্ষ সাইকেল কেনা হচ্ছে। সবুজসাথীতে তা দেওয়া হবে। ট্যাবলেটের টাকা দু-একদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে।’
Mamata Speaks:
‘আমার মিটিংয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি। গ্রীষ্মে পুরুলিয়ার জলকষ্ট ঠেকাতে ব্যবস্থা নেব। পুরুলিয়ায় নতুন শিল্প গড়ে উঠবে। প্রচুর কর্মসংস্থান হবে এই সব জায়গায়।’
Mamata Speaks:
‘বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। বিষাক্ত সাপ, এক ছোবলেই শেষ। বীরসা মুণ্ডাকে অপমান করেছে, অন্যের ছবিতে মালা দিয়েছে। একজন সিনেমা করেন, তাকে ধমকাচ্ছে বিজেপি, এত বড় ক্ষমতা! রাজ্যে এমন করলে মুখে প্লাস্টার দিয়ে দেবে রাজ্যবাসী।’
Mamata Speaks:
‘ভোট নিয়ে পালিয়ে গিয়েছে দিল্লি। ভোটের আগে মন্ডা-মিঠাই, ভোটের পর কাঁচকলা।’
Mamata Speaks:
‘পুরুলিয়া প্রথম রাজ্য, যেখানে প্রথম ভাষা আন্দোলন হয়। পুরুলিয়া বহিরাগতদের কাছে মাথা নত করেনি। আদিবাসীদের জন্য কাজ করেছে রাজ্য সরকার।’
গতকালই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই হাজরাকাটা এলাকায় তাঁর নামে শুরু হল দেওয়াল লিখন। কেন্দামারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নামে দেওয়াল লেখা হয়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হতে চাওয়ায় নতুন করে উদ্যম ফিরে পেয়েছেন দলীয় কর্মীরা। বিজেপি ছেড়ে অনেকেই দলে ফিরতে চাইছেন বলে তৃণমূলের দাবি। পাল্টা বিজেপির কটাক্ষ, ভোটের বাজারে নন্দীগ্রাম আবেগকে উসকে দিতেই মুখ্যমন্ত্রীর প্রার্থী হওয়ার ঘোষণা।
ভোটের আগে কোচবিহারে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন দলের শ্রমিক সংগঠনের নেতা। জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন আইএনটিটিইউসি-র জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান। রবিবার মাথাভাঙা ১-এর নতুন ব্লক ও অঞ্চল কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করেন আইএনটিটিইউসি নেতা। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে যারা দলকে পিছন থেকে ছুরি মেরেছে, সেই দুর্নীতগ্রস্ত নেতাদেরই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। দলের শ্রমিক সংগঠনের নেতার ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। বিজেপির কটাক্ষ, দলে সম্মান পাচ্ছেন না তৃণমূলের পুরনো নেতারা। বিজেপিতে এলে তাঁরা স্বাগত জানানো হবে।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। গুলিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল কর্মীর পাল্টা মারধরে মৃত্যু হয় বলে অভিযোগ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে জেলা সভাপতি গৌতম দাস ও জেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব মিত্রর অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়। চলে গুলি। মাথায় গুলি লাগে জেলা সভাপতির অনুগামী সঞ্জিত সরকারের। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, চেয়ারম্যানের অনুগামী কালীপদ সরকারকে মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ জানিয়েছে, উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যায় ভুগছিলেন ওই তৃণমূল কর্মী। হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে, আক্রান্ত তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল নন্দীগ্রামের তেখালিতে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের অভিযোগ, সভা থেকে ফেরার পথে, তাদের কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে বিজেপি কর্মীরা। বেশ কয়েকজন আহত হয়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। পাল্টা রাতেই নন্দীগ্রামের বঙ্কিম মোড় কালীচরণপুর এলাকায় কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলই হামলা চালিয়েছে। হলদিয়ায় বিজেপির এক মণ্ডল সভাপতিকেও মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তিনটি ঘটনাতেই পরস্পরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও বিজেপি।
মুখ্যমন্ত্রীর সভার আগে আরও একবার প্রকাশ্যে এল হুগলিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। গতকাল ছিল তৃণমূলের প্রস্তুতি সভা। সেখানে দলের জেলা সভাপতি ও বিধায়কের উপস্থিতিতে তারকেশ্বর পুরসভার প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রশাসকমণ্ডলীর সদস্য তথা বিদায়ী উপ পুর প্রধান। অভিযোগ করেন, তাঁকে কাজ করতে দেননি বিদায়ী পুরপ্রধান তথা প্রশাসক। না শুনে মন্তব্য নয়, বলে বিতর্ক এড়িয়ে গিয়েছেন প্রশাসক। কেউ কেউ বিজেপিতে আসতে চেয়ে রাস্তা বানাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে কটাক্ষ করেছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলেও তা নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্বও।
মালদার চাঁচলে বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা। এদিন সকালে জানলার কার্নিসে ২টি বোমা দেখতে পান বিজেপি কর্মীর স্ত্রী। পরে চাঁচল থানার পুলিশ এসে বোমা উদ্ধার করে। ভয় দেখাতে তৃণমূলই বোমা রেখে গিয়েছে বলে দাবি করেছেন বিজেপি কর্মী। তৃণমূলের পাল্টা দাবি, নিজেরাই দলীয় কর্মীর বাড়িতে বোমা রেখে ভোটের আগে রাজনীতি করছে বিজেপি।
মালদার গাজোলে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যুব তৃণমূলের ব্লক সভাপতিকে দল থেকে বহিষ্কারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। দল ব্যবস্থা না নিলে পদত্যাগের হুমকি দিয়েছেন তৃণমূল ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সহ তৃণমূলের স্থানীয় নেতারা। গাজোল ব্লকের যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছেন গাজোল ব্লক নেতৃত্বের একাংশ। বিধানসভা ভোটের আগে ফের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। গোটা বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানিয়েছে তারা।
দুপুর ১টা নাগাদ খেজুরির বিদ্যাপীঠে আজ সভা করবেন মদন মিত্র। শুভেন্দু অধিকারীর আগে তিনিই ছিলেন পরিবহণমন্ত্রী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ফের রাজনীতিতে সক্রিয় হয়েছেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মদন মিত্র।
খেজুরির হেঁড়িয়াতে আজ পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ১টা নাগাদ সভা শুরু হওয়ার কথা রয়েছে। শুভেন্দু অধিকারীর সভায় থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
আজ পুরুলিয়ায় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুটমুড়া গ্রামের ফুটবল ময়দানে সভা করবেন তিনি।
প্রেক্ষাপট
পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর: আজ পুরুলিয়ায় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুটমুড়া গ্রামের ফুটবল ময়দানে সভা করবেন তিনি।
খেজুরির হেঁড়িয়াতে আজ পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ১টা নাগাদ সভা শুরু হওয়ার কথা রয়েছে। শুভেন্দু অধিকারীর সভায় থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
গতকাল নন্দীগ্রামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধাননভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। ঘোষণা করেন আজ খেজুরির হেঁড়িয়ার সভায় তিনি এর জবাব দেবেন। শুভেন্দু অধিকারী আজ কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এর পাশাপাশি, প্রায় একই সময়ে দুপুর ১টা নাগাদ খেজুরির বিদ্যাপীঠে আজ সভা করবেন মদন মিত্র। শুভেন্দু অধিকারীর আগে তিনিই ছিলেন পরিবহণমন্ত্রী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ফের রাজনীতিতে সক্রিয় হয়েছেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মদন মিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -