WB Election 2021 LIVE Updates: ‘সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না’, সাংবাদিক সম্মেলনে দিলীপ
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ‘পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা বিধিভঙ্গ নয়। পেট্রোল পাম্প সরকারি জায়গা নয়, ব্যক্তিগত এলাকা। সেখানে ছবি থাকলে তা আদর্শ আচরণবিধির মধ্যে পড়ে না’, তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমাদের কাজ দেখে বিরোধীরাও আমাদের দলে আসছেন। সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না। ফিল্মতারকারা আমাদের দলে আগেই এসেছেন। সমস্ত পেশার সফল লোকরা আসুন বিজেপিতে।’
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা বিধিভঙ্গ নয়। পেট্রোল পাম্প সরকারি জায়গা নয়, ব্যক্তিগত এলাকা। সেখানে ছবি থাকলে তা আদর্শ আচরণবিধির মধ্যে পড়ে না।’
আজ রাজ্যে নিতিন গড়কড়ি। পুরুলিয়ার জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর। বোলপুর থানার সিঙ্গি গ্রামে গতকাল ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে।
উত্তর ২৪ পরগনার বারাসাতের ১৪ নম্বর ওয়ার্ডের গেঞ্জিমিল এলাকায় তৃণমূলের দেওয়াল লেখা মুছে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল।
জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। বিজেপির অভিযোগ, তাদের দুই কর্মী জিতেন্দ্রর যোগদানের পর পতাকা টাঙিয়ে উল্লাস প্রকাশ করছিলেন। সে সময় কয়েকজন তৃণমূল কর্মী তাঁদের ওপর হামলা চালায়।
টালিগঞ্জের আর এক অভিনেত্রী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন তৃণমূলে। আজই তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। তৃণমূল ভবনে সায়ন্তিকার সঙ্গে যোগ দিচ্ছেন টালিগঞ্জের আরও এক অভিনেতা।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরও করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল।
বিজেপির বুথ সভাপতির বাড়ি থেকে দলীয় পতাকা খুলে নেওয়ার অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে গতকাল দুপুরে এই ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
বাঁকুড়ার বড়জোড়া থানার তাজপুর গ্রামে দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, গতকাল সন্ধের সময় তাঁদের প্রতীক আঁকা কয়েকটি দেওয়ালে তৃণমূল কর্মীরা জোর করে পোস্টার সেঁটে দেন।
ভোটের মুখে দুর্গাপুরে বক্তা তৈরির প্রশিক্ষণ শিবির তৈরি করল বিজেপি। পথসভায় কীভাবে কথা বলতে হবে তার পাঠ দেওয়া হচ্ছে শিবিরে। এই প্রশিক্ষণে রাঢ়বঙ্গ জোনের দলের ফল আরও ভাল হবে বলে মনে করছে বিজেপি। যদিও এই কর্মসূচি গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল।
অক্সিজেন শেষ। এবার ভোটও শেষ হয়ে যাবে। ২ মে-র পর নিজের জেলা ছেড়ে পালাতে হবে অনুব্রত মণ্ডলকে। রামপুরহাটের রোডশো থেকে বীরভূম জেলার তৃণমূল সভাপতিকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।
প্রেক্ষাপট
মোদী, শাহ, নাড্ডা, তিন স্তম্ভে ভর করে বাংলায় জয়ের প্রাসাদ গড়তে মরিয়া বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকে সামনে রেখেই প্রচারে আরও তীব্রতা বাড়াবে দল। রাজ্য বিজেপির ইচ্ছে, বাংলায় ২৫ থেকে ৩০টি জনসভা করুন মোদী। অমিত শাহ এবং জেপি নাড্ডা ৫০টি করে জনসভা করতে পারেন। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা। তার আগে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখলেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা। গেরুয়া শিবিরের দাবি, মোদীর ব্রিগেডে ১০ লক্ষ মানুষের ঐতিহাসিক সমাবেশ হবে। তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল ও সিপিএম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -