WB Election 2021 LIVE Updates: ‘সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না’, সাংবাদিক সম্মেলনে দিলীপ
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ‘পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা বিধিভঙ্গ নয়। পেট্রোল পাম্প সরকারি জায়গা নয়, ব্যক্তিগত এলাকা। সেখানে ছবি থাকলে তা আদর্শ আচরণবিধির মধ্যে পড়ে না’, তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Mar 2021 06:26 AM
প্রেক্ষাপট
মোদী, শাহ, নাড্ডা, তিন স্তম্ভে ভর করে বাংলায় জয়ের প্রাসাদ গড়তে মরিয়া বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকে সামনে রেখেই প্রচারে আরও তীব্রতা বাড়াবে...More
মোদী, শাহ, নাড্ডা, তিন স্তম্ভে ভর করে বাংলায় জয়ের প্রাসাদ গড়তে মরিয়া বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকে সামনে রেখেই প্রচারে আরও তীব্রতা বাড়াবে দল। রাজ্য বিজেপির ইচ্ছে, বাংলায় ২৫ থেকে ৩০টি জনসভা করুন মোদী। অমিত শাহ এবং জেপি নাড্ডা ৫০টি করে জনসভা করতে পারেন। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা। তার আগে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখলেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা। গেরুয়া শিবিরের দাবি, মোদীর ব্রিগেডে ১০ লক্ষ মানুষের ঐতিহাসিক সমাবেশ হবে। তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল ও সিপিএম।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: ‘সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না’, সাংবাদিক সম্মেলনে দিলীপ
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমাদের কাজ দেখে বিরোধীরাও আমাদের দলে আসছেন। সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না। ফিল্মতারকারা আমাদের দলে আগেই এসেছেন। সমস্ত পেশার সফল লোকরা আসুন বিজেপিতে।’