WB Election 2021 LIVE Updates: ভোটে রাজ্যে আসবে অন্তত ৬৫০ কোম্পানি বাহিনী, দ্রুত কার্যকর করতে হবে সমস্ত গ্রেফতারি পরোয়ানা, জানাল কমিশন

West Bengal Assembly Election 2021 LIVE Updates: শহিদ মিনার ময়দানে কীর্তন-বাউল গানের আসরে কৈলাস বিজয়বর্গীয়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Mar 2021 06:15 AM
WB Election 2021 LIVE:‘দ্রুত কার্যকর করতে হবে সমস্ত গ্রেফতারি পরোয়ানা'

নির্বাচন কমিশন জানিয়েছে, ‘দ্রুত কার্যকর করতে হবে সমস্ত গ্রেফতারি পরোয়ানা। ভোটে রাজ্যে আসবে অন্তত ৬৫০ কোম্পানি বাহিনী। প্রথম দফার প্রতি কেন্দ্রপিছু এখনই ৩ কোম্পানি বাহিনী। প্রয়োজনে আরও বাড়বে বাহিনী।' কাল কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক কমিশনের।

Jitendra Tiwari Joins BJP LIVE:বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারি

বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার হুগলির বৈদ্যবাটিতে বিজেপির সভায় দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে তুলে নিলেন গেরুয়া পতাকা

Jitendra Tiwari in BJP LIVE:আজই বিজেপিতে তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি?

আজই বিজেপিতে তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি? আজই বিজেপিতে যোগ দিতে পারেন জিতেন্দ্র তিওয়ারি।দিলীপ ঘোষের সভায় থাকবেন জিতেন্দ্র, খবর বিজেপি সূত্রে।পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

WB Election 2021 LIVE: খোল বাজিয়ে কীর্তন গাইলেন কৈলাস বিজয়বর্গীয়

শহিদ মিনার ময়দানে কীর্তন-বাউল গানের আসরে কৈলাস বিজয়বর্গীয়। এদিন সারা ভারত কীর্তন-বাউল-ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কৈলাস বিজয়বর্গীয়। এরপর নিজেও খোল বাজিয়ে কীর্তন গান করেন তিনি। 

WB Election 2021 LIVE: নির্বাচন কমিশনে মুকুল রায়

নির্বাচন কমিশনে মুকুল রায়। এদিন মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। ওই দলে ছিলেন সব্যসাচী দত্ত। 

West Bengal Election 2021 LIVE: ডোমজুড়ে রাজীবের কার্যালয়ে শুদ্ধকরণ অভিযান তৃণমূলের

ডোমজুড়ের পাকুড়িয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক কার্যালয় দখল করে শুদ্ধকরণ অভিযান তৃণমূলের। এদিন হাওড়া জেলা পরিষদের মেন্টর কল্যাণ ঘোষের নেতৃত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক কার্যালয়ে গঙ্গাজল দিয়ে ধুয়ে পুজো করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। 

WB Election 2021 LIVE: বুধবার জোটের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা?

জোটের জট কাটাতে আজ সকাল থেকেই দফায় দফায় বৈঠক। সকালেই কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বাম নেতারা। বৈঠকে থাকবেন বিমান বসু, মহম্মদ সেলিম। এরপর দুপুরে বামফ্রন্টের বৈঠক। বামফ্রন্টের বৈঠকের পর প্রয়োজনে হতে পারে ত্রিপাক্ষিক বৈঠকও। বুধবারের মধ্যে ঘোষণা হতে পারে প্রথম দফার প্রার্থী তালিকা। 

West Bengal Election 2021 LIVE: বঙ্গ সফরের আগে বাংলায় ট্যুইট যোগী আদিত্যনাথের

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করবেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 


তার আগে, এদিন ট্যুইট করেন। লেখেন, ‘নমস্কার বাংলা। সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হবে আমার। বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীর ভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা।’ 

WB Election 2021 LIVE: ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র

ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র, গুলি। আইএসএফ কর্মীর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal Election 2021 LIVE: দুপুর ২টোয় আসছেন যোগী, কড়া নিরাপত্তা, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করবেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দুপুর ২টো নাগাদ এসে পৌঁছনোর কথা যোগীর। পাশাপাশি, গাজোলে আজ উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার সমাপ্তি। মঞ্চে যোগী আদিত্যনাথের সঙ্গে থাকবেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, অর্জুন সিংহ, সায়ন্তন বসু, হিরণ চট্টোপাধ্যায়রা। যোগীর সভামঞ্চের এলাকায় আজ সকালে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। নিরাপত্তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

WB Election 2021 LIVE: দিনহাটায় বিজেপি নেতাকে 'মারধর'

দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

West Bengal Election 2021 LIVE: তালিকা ঘোষণার আগেই বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে তুলে ধরে শুরু দেওয়াল লিখন

প্রার্থী তালিকা ঘোষণার আগেই জেলায় জেলায় তৃণমূল প্রার্থীর নামে শুরু হয়েছে প্রচার। কোথাও দেওয়াল লিখন, কোথাও হোর্ডিং টাঙানো হচ্ছে। এবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে তুলে ধরে শুরু হয়েছে দেওয়াল লিখন, হোর্ডিং-ও টাঙানো হয়েছে।

WB Election 2021 LIVE: আনন্দ শর্মাকে ট্যুইটে পাল্টা আক্রমণ অধীরের

বিজেপির অ্যাজেন্ডাকেই সুবিধা করে দিচ্ছেন। ISF-এর সঙ্গে জোট প্রসঙ্গে কংগ্রেস নেতা আনন্দ শর্মাকে ট্যুইটে পাল্টা আক্রমণ করলেন অধীর চৌধুরী।

West Bengal Election 2021 LIVE: কলকাতা থেকে জেলা, চলছে বাহিনীর রুট মার্চ

ভোটারদের আস্থা অর্জনে কলকাতা থেকে জেলা, চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 

WB Election 2021 LIVE: আজ রাজ্যে যোগী আদিত্যনাথ, মালদায় জনসভা করবেন

আজ রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুপুর দেড়টায় গাজোল কলেজ গ্রাউন্ডে তাঁর জনসভা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সহ-সভাপতি অর্জুন সিংহ। 

West Bengal Election 2021 LIVE: শান্তিনিকেতনে দেদার বিক্রি 'খেলা হবে' টি-শার্ট

ভোটের আগে নতুন চমক। এবার খেলা হবে লেখা টি-শার্ট দেদার বিক্রি হচ্ছে শান্তিনিকেতন সোনাঝুরি হাটে। এদিন ফের অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেল খেলা হবে স্লোগান। উন্নয়নমূলক খেলা হবে, পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির।

WB Election 2021 LIVE:  জেলবন্দি আনিসুর রহমানের মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু রাজ্যের

পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান আলি শাহ খুনের ঘটনায় জেলবন্দি আনিসুর রহমানের মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।তমলুক জেলা আদালতে ইতিমধ্যেই মামলা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশ এসেছে বলে সূত্রের খবর।

প্রেক্ষাপট

ভাঙড়ে তৃণমূলের পতাকা বাঁধতে অস্বীকার করায় এবার আইএসএফ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে আইএসএফ কর্মীরা। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.