WB Election 2021 LIVE: বিজেপির যোদ্ধা হিসেবে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে, ট্যুইট মুকুলের

West Bengal Election 2021 Live Updates রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা ও অধ্যক্ষ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বিজেপির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 May 2021 04:38 PM
West Bengal Election 2021 LIVE: দলবিরোধী কাজের অভিযোগ বহিষ্কৃত দুই তৃণমূল নেতা

নির্বাচনে দলবিরোধী কাজের অভিযোগ। খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। রণজিৎ মণ্ডলের প্রতিক্রিয়া মেলেনি। দল নোটিস দিলে জবাব দেবেন বলে জানিয়েছেন আনন্দময়। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal Election 2021 LIVE: নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের দল

নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের দল। নন্দীগ্রামের কেন্দামাড়ি, জালপাই-সহ একাধিক জায়গা ঘুরে দেখেন কেন্দ্রের প্রতিনিধিরা। কথা বলেন আক্রান্তদের সঙ্গে। এর আগে বীরভূমের নানুর-সহ একাধিক হিংসা কবলিত এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। 

West Bengal Election 2021 LIVE: দুবরাজপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ এক তৃণমূল কর্মীর মৃত্যু, আহত আরও ৯

দুবরাজপুরে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মুক্তিনগরে সংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আরও ৯ জন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এর পাশাপাশি, আজ সকালে দুবরাজপুরের পাঁচড়া গ্রামে তৃণমূল কার্যালয়ে আগুন, এক তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পাঁচড়া গ্রামে তৃণমূলের খয়রাশোল ব্লকের সভাপতি মাখন মুখোপাধ্যায়-সহ একাধিক শাসক-নেতার বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি, চলে বাইক ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও অস্বীকার করেছে গেরুয়া শিবির।

West Bengal Election 2021 LIVE: বিজেপির যোদ্ধা হিসেবে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে, ট্যুইট মুকুলের

বিজেপির যোদ্ধা হিসেবে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে। আমাকে ঘিরে যাবতীয় জল্পনা বন্ধ হোক। আমি আমার রাজ্যনিতক পথে অনড় আছি, তাঁকে ঘিরে যাবতীয় জল্পনা প্রসঙ্গে ট্যুইট মুকুল রায়ের। প্রসঙ্গত গতকালই শপথের পর, সুব্রত বক্সীর সঙ্গে মুকুলের শুভেচ্ছা বিনিময় নিয়ে গুঞ্জন দেখা দেয় রাজনৈতিক মহলে।

WB Election 2021 LIVE: কেন্দ্রীয় দল না পাঠিয়ে কোভিড টিম পাঠানো উচিত ছিল, কেন্দ্রকে তোপ অধীরের

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় দল না পাঠিয়ে কোভিড টিম পাঠানো উচিত ছিল। কেন্দ্রকে তোপ দেগে বললেন অধীর চৌধুরী।

West Bengal Election 2021 LIVE: নির্বাচনে দলবিরোধী কাজের অভিযোগ, দুই নেতাকে বহিষ্কার তৃণমূলের

নির্বাচনে দলবিরোধী কাজের অভিযোগ। খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। রণজিৎ মণ্ডলের প্রতিক্রিয়া মেলেনি। দল নোটিস দিলে জবাব দেবেন বলে জানিয়েছেন আনন্দময়। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

WB Election 2021 LIVE: প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্যাকসিন বৈঠক কেনএড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী? পাল্টা প্রশ্ন শমীকের

ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন এসব গণতন্ত্রের প্রতীক। ভ্যাকসিন নিয়ে রাজ্যের ভূমিকা কী? কেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্যাকসিন বৈঠক দু’বার এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী? পাল্টা প্রশ্ন শমীক ভট্টচার্যের।

West Bengal Election 2021 LIVE: বীরভূমের হিংসা কবলিত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় দল

বীরভূমের হিংসা কবলিত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় দল।আজ হেলিকপ্টারে বোলপুরে পৌঁছয় দলটি। পারুলডাঙার মাঠের অস্থায়ী হেলিপ্যাড থেকে গাড়িতে করে নানুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন। 

WB Election 2021 LIVE: মুখ্যসচিবকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে তলব রাজ্যপালের

মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে ব্যর্থ অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব। কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি-র ৩ মে জমা দেওয়া রিপোর্টও রাজ্যপাল পাননি। সেই কারণেই আজ সন্ধে ৭টার মধ্যে মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন বলে ট্যুইট করে জানালেন জগদীপ ধনকড়।

West Bengal Election 2021 LIVE: ‘অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত‘, বিধানসভায় মুখ্যমন্ত্রী

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত। আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী।‘

WB Election 2021 LIVE: ‘আমাদের বিরুদ্ধে পাইপ দিয়ে যেন টাকার স্রোত বওয়ানো হয়েছে‘, বিধানসভায় মুখ্যমন্ত্রী

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আমাদের বিরুদ্ধে পাইপ দিয়ে যেন টাকার স্রোত বওয়ানো হয়েছে। এই টাকায় ভারতের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া যেত। মাত্র তিরিশ হাজার কোটি দিলেই সবাইকে নিখরচায় তা দেওয়া যেত। ৫০ হাজার কোটি খরচ করে সংসদ ভবন তৈরি করা হচ্ছে।’

West Bengal Election 2021 LIVE: ‘আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী‘, বিধানসভায় মুখ্যমন্ত্রী

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বাংলা নিয়ে যা ভিডিও পোস্ট হয়েছে, তার ৯৯% ফেক। মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা। নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত। আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী।‘

WB Election 2021 LIVE: ‘৪৬ বছরের ইতিহাসে এই প্রথম কংগ্রেস-বাম নেই‘, বিধানসভায় মুখ্যমন্ত্রী

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিধানসভার ৪৬ বছরের ইতিহাসে এই প্রথম কংগ্রেস-বাম নেই। বহিরাগতরা রাজ্যে এলে করোনা প্রটোকল মেনে পদক্ষেপ। আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী।’

West Bengal Election 2021 LIVE: ‘বিজেপির ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি‘, বিধানসভায় মুখ্যমন্ত্রী

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিজেপির ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি। এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে, নজর রাখুন। কেউ হিংসা করতে চাইলে, এফআইআর করুন।‘

West Bengal Election 2021 LIVE: বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বারের জন্য বিধানসভায় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচিত তিনি। 

WB Election 2021 LIVE: আজ অধ্যক্ষ নির্বাচন, বিধানসভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী

আজ অধ্যক্ষ নির্বাচন বিধানসভায়। পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Election 2021 LIVE: মালদার বামনগোলা পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের

মালদার বামনগোলা পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে মালদার দুটি পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। এর মধ্যে বামনগোলা পঞ্চায়েত সমিতির ১৮টা আসনের মধ্যে বিজেপি ১০টা ও তৃণমূল ৮টা আসন জয়ী হয়। বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই বিজেপির চার সদস্য তৃণমূলে যোগ দেন। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান, দাবি দলত্যাগীদের। দ্রুত ওই পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা হবে বলে জানিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। বিজেপির দাবি, প্রলোভন ও ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে।

WB Election 2021 LIVE: তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আজ, শনিবার সকালে দুবরাজপুরের পাঁচড়া গ্রামে তৃণমূল কার্যালয়ে আগুন,এক তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। বিজেপির অভিযোগ, একের পর এক গ্রামে হামলা চালাচ্ছে তৃণমূল। তার জেরেই এই ঘটনা। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

West Bengal Election 2021 LIVE: দুবরাজপুরের মুক্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মৃত ১, আহত ৯

দুবরাজপুরের মুক্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। এক তৃণমূল কর্মীর মৃত্যু। আরও ৯ জন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে মুক্তিনগর গ্রামে পরিকল্পিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয়। অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন গ্রামে হামলা চালাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। গতকালও একই ঘটনা ঘটে। গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলায় এই ঘটনা। সকালে গ্রামে গিয়ে আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে পুলিশ। গ্রামে পুলিশি টহল চলছে। 


 

WB Election 2021 LIVE: সকাল এগারোটায় রাজভবনে শপথ নেবে মমতা মন্ত্রিসভার সদস্যরা

সোমবার সকাল এগারোটায় রাজভবনে শপথ নেবে মমতা মন্ত্রিসভার সদস্যরা। রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা ও অধ্যক্ষ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বিজেপির। সৌজন্যতার অভাব, কটাক্ষ তৃণমূলের।

প্রেক্ষাপট

কলকাতা:  একমাস ধরে চলা ভোটের পর, ফল ঘোষণা হয়ে গেছে।  তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করে ফেলেছে। 


সাধারণ মানুষ আশা করেছিল, এবার অন্তত রাজনীতি ভুলে করোনা-মোকাবিলায় ঝাঁপাবে সব দল। কিন্তু, একসঙ্গে করোনা মোকাবিলা দূরের কথা, রাজনৈতিক দলগুলি ব্যস্ত অশান্তি নিয়ে তরজায়। 


২ মে ভোটের ফল ঘোষণার পর কয়েকটি জেলা থেকে রাজনৈতিক অশান্তির খবর সামনে এসেছে। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৪ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলায়।


শুক্রবার তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং সাতগাছিয়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন। 


এদিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ প্রতিনিধি যান রাজভবনে। প্রায় দেড়ঘণ্টা তাঁরা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, ভোট পরবর্তী অশান্তি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। 


ইতিমধ্যেই ভোট পরবর্তী অশান্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তারই একটি মামলায় এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৫ সদস্যের বেঞ্চ গড়ে শুনানি করেন। নির্দেশ দেওয়া হয়,  রাজ্যে কোথায় অশান্তির ঘটনা ঘটেছে, কত অভিযোগ দায়ের হয়েছে, তার প্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করেছে - সবকিছু হলফনামা আকারে জানাতে হবে আদালতকে। 


আগামী সোমবারের মধ্যে স্বরাষ্ট্রসচিবকে সেই হলফনামা দাখিল করবেন।  অ্যাকভোকেট জেনারেল জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সংক্রান্ত যে রিপোর্ট চেয়েছিল, তা বৃহস্পতিবারই পাঠানো হয়েছে।  মামলার পরবর্তী শুনানি সোমবার। 


 


 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.