Mamata Dunlop Meeting LIVE:‘আপনি ঘরে ঢুকে গিয়ে বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছেন?',মোদিকে নিশানা মমতার

Mamata Banerjee Political meeting at Dunlop Live Updates: সোমবার এখানে সভা করেন প্রধানমন্ত্রী, আজ তারই পাল্টা সভা মুখ্যমন্ত্রীর...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Feb 2021 12:44 PM
Mamata Dunlop Meeting LIVE:'ট্রাম্পের থেকেও খারাপ হাল হবে মোদির'

‘বাংলায় বিজেপিকে হারান। ট্রাম্পের থেকেও খারাপ হাল হবে মোদির।তৃণমূল তোলাবাজ হলে আপনারা দাঙ্গাবাজ’।

Mamata Dunlop Meeting LIVE:মোদি-শাহকে আক্রমণ মমতার

‘একটা হোঁদল কুতকুত, অন্য কিম্ভুত কিমাকার’। নাম না করে মোদি-শাহকে আক্রমণ মমতার

Mamata Dunlop Meeting LIVE: 'জুন মাস থেকে বিধবাদের ভাতা'

 ‘জুন মাস থেকে বিধবাদের ১ হাজার টাকা করে ভাতা দেব’

Mamata Dunlop Meeting LIVE: 'বিজেপিতে মহিলারা সুরক্ষিত নন'

‘আপনি ঘরে ঢুকে গিয়ে বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছেন?আপনার গায়েই কালি লেগে আছে। সেল, রেল সব বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও।


আমাদের ডানলপ অধিগ্রহণ করতে দেওয়া হয়নি।নিজেও কিছু করেননি, আমাদেরও করতে দেননি।আর ডানলপে এসে বড়বড় কথা বলে যাচ্ছেন?‘ডানলপের মালিকের বাড়িতে বিজেপি নেতারা থাকেন।আপনারা তো ধান্দাবাজ, নেংটি ইদুরের দল সব।মেয়েদের সম্মান দিতে জানে না বিজেপি।বিজেপিতে মহিলারা সুরক্ষিত নন, ওই দলে মেয়েদের পাঠাবেন না।তৃণমূল মা-বোনেদের সম্মান দিতে জানে।মোদি বাবু কী দিয়েছেন? রোজ ডুগডুগি বাজাচ্ছেন।বিজেপি ফেক ভিডিও-সিনেমা তৈরি করে মিথ্যে প্রচার করছে’

Mamata Dunlop Meeting LIVE:‘হিংসা করতে করতে কুৎসা বিজেপির’

তিনি বলেছেন,‘হিংসা করতে করতে কুৎসা করছে বিজেপি।’


তৃণমূল নেত্রী বলেছেন, ‘আমি রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো করেছি। বহু রেল প্রকল্প আমি করেছি, তুমি ফিতে কেটেছ শুধু। প্রধানমন্ত্রী হয়ে মিথ্যে কথা বলছেন? উনি আজ আছেন, কাল থাকবেন না।’

Mamata Dunlop Meeting LIVE: 'বিজেপির দলের মেয়েরা সুরক্ষিত তো?'

মমতার প্রশ্ন, বিজেপির দলের মেয়েরা সুরক্ষিত তো? ‘উত্তরপ্রদেশ, রাজস্থানে মহিলারা সুরক্ষিত তো?’


 

Mamata Dunlop Meeting LIVE: 'একুশের নির্বাচনে একটাই খেলা হবে'

তৃণমূল নেত্রীর মুখেও খেলা হবে স্লোগান।  তিনি বলেছেন,‘বাংলার টানে, খাবার টানে, মাটির টানে সবাই এসেছেন।
আমি নিজে ছাত্র রাজনীতি করে এসেছি। মা-বোনেরা এবার খেলা হবে কি? একুশের নির্বাচনে একটাই খেলা হবে।
একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে, অন্যদিকে বাকিরা।আমি থাকব গোলরক্ষক, দেখি কে কটা গোল করে?‘সব বল যাবে বারের ওপর দিয়ে।’

Mamata Dunlop Meeting LIVE: সায়নী ঘোষও যোগ দিলেন তৃণমূলে

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সায়নী ঘোষও।

Mamata Dunlop Meeting LIVE: তৃণমূলে যোগ দিলেন মনোজ তিওয়ারি ও রাজ চক্রবর্তী

হুগলির ডানলপ ময়দানে আজ জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। যোগ দিলেন রাজ চক্রবর্তী। দুজনের হাতেই মমতা বন্দ্যোপাধ্যায় দলে পতাকা তুলে দিলেন।

প্রেক্ষাপট

হুগলির ডানলপ ময়দানে আজ জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার এখানে সভা করেন প্রধানমন্ত্রী। তারই পাল্টা সভা মুখ্যমন্ত্রীর। বেলা সাড়ে ১২টা নাগাদ সভা শুরু হওয়ার কথা। আজকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দেবেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.