WB Election 2021 LIVE Updates: তৃণমূল ছেড়ে বিজেপিতে মাস্টারমশাই, সোনালি-সহ ৫ বিধায়ক

West Bengal Assembly Election 2021 LIVE Updates:  আইএসএফকে তিনটি আসন ছাড়া নিয়ে জট রয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Mar 2021 06:31 AM
WB Election 2021 LIVE: রাজনীতি থেকে সন্ন্যাস নয়, বিজেপির হয়ে নতুন ইনিংস মাস্টারমশাইয়ের

সোমবার বিজেপিতে যোগ দিলেন সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ। যিনি নির্বাচনে টিকিট না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন। বরাবর মমতার একনিষ্ঠ কর্মী তথা ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সোনালি। যদিও বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল। ক্ষুব্ধ সোনালি বলেছিলেন, দিদি যা ভাল বুঝেছেন করেছেন। তবে তারপরই তিনি নাম লেখালেন গেরুয়া শিবিরে। বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা সিঙ্গুরে জমি আন্দোলনের অন্যতম পুরোধা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যিনি টানা দশ বছর সিঙ্গুরের বিধায়ক ছিলেন। যদিও বারবার তাঁর সঙ্গে বেচারাম মান্নার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। জেলা পরিষদে রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ নেতাকে সরিয়ে বেচারামের আস্থাভাজনকে দায়িত্ব দেওয়ার পর দুই নেতার সম্পর্কের চিড় আরও বাড়ে। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের পরিবর্তে বিধানসভা নির্বাচনের জন্য বেচারামকে সিঙ্গুরে প্রার্থী করেছে তৃণমূল। তারপরই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই। যদিও সেই অবস্থান বদলে সোমবার তিনি নাম লেখালেন মোদি-অমিত শাহর দলে।

WB Election 2021 LIVE: ৫ তৃণমূল বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

মোদির ব্রিগেডের পরেই তৃণমূলে বড় ভাঙন। একসঙ্গে ৫ তৃণমূল বিধায়ক নাম লেখালেন গেরুয়া শিবিরে। একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ায় নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়তে পারে।

WB Election 2021: ব্রিগেডে মোদির সভার পরের দিনই বড় ভাঙন তৃণমূলে

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে। বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ, বিদায়ী বিধায়ক জটু লাহিড়ী, ফুটবলার তথা বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। হেস্টিংসে বিজেপি কার্যালয়ে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিলেন তাঁরা। ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায় ও শুভেন্দু অধিকারী।

WB Election 2021 LIVE: আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু মমতার

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর পৌনে ৩টেয় মিছিল শুরু হয়েছে। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিংপর্যন্ত মিছিলে অংশ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটছেন তারকারাও। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে বার্তা। মিছিল থেকে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ।

West Bengal Election 2021 LIVE: প্রার্থী ঘোষণার পরই পুরুলিয়ার জয়পুরে জোট নিয়ে ক্ষোভ

প্রার্থী ঘোষণার পরই পুরুলিয়ার জয়পুরে জোট নিয়ে ক্ষোভ। ফরওয়ার্ড ব্লককে আসনটি ছাড়া হলেও স্থানীয় কংগ্রেস কর্মীদের দাবি আসনটি তাদেরকেই ছাড়তে হবে। এই দাবিতে কোটশিলায় অবরোধ করলেন কংগ্রেস কর্মীরা। বিচ্ছিন্ন ঘটনা, ঐকব্যবদ্ধভাবে সংযুক্ত মোর্চা লড়বে বলে জানিয়েছে সিপিএম।

West Bengal Election 2021 LIVE: তালড্যাংরাতে বিজেপি অফিসের বাইরে 'বহিরাগত প্রার্থী' পোস্টার

বহিরাগত প্রার্থীকে না মানার দাবিতে এবার বাঁকুড়ায় তালড্যাংরাতে পোস্টার পড়ল বিজেপি অফিসের বাইরেই। বিজেপি প্রার্থী শ্যামল সরকারকে না মানার দাবি। বিজেপির অভিযোগ, পোস্টারের নেপথ্যে থাকতে পারে তৃণমূল। যদিও তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দবের ফল। 

WB Election 2021 LIVE: ব্যান্ডেলে কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু চুঁচুড়ার তৃণমূল প্রার্থীর

ব্যান্ডেলে কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তিনি গত ২ বারের বিধায়ক। এদিন দেওয়াল লেখার পাশাপাশি, খেলা হবে স্লোগান দিয়ে মিছিলও করেন তৃণমূল প্রার্থী। চতুর্থ দফায়  ১০ এপ্রিল চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। বিজেপি অথবা সংযুক্ত মোর্চা এখনও প্রার্থী ঘোষণা করেনি।

West Bengal Election 2021 LIVE: পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজারে  প্রচার শুরু বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির

পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজারের নন্দ মার্কেটে গিয়ে প্রচার করলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই প্রাক্তন যুব তৃণমূল নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দেন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট ও সংযুক্ত মোর্চার তরফে সিপিএমের হয়ে লড়ছেন তাপস সিংহ। দ্বিতীয় দফায় ১ এপ্রিল নারায়ণগড় কেন্দ্রে ভোটগ্রহণ।

WB Election 2021 LIVE: সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে প্রচার শুরু ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থীর

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে সোমবার সকালে প্রচার শুরু করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। এদিন দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে প্রার্থনা করে শুরু করলেন ভোট প্রচার। এই কেন্দ্রে তৃতীয় দফায় ৬ এপ্রিল ভোটগ্রহণ। এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি ও সংযুক্ত মোর্চা।

WB Election 2021 LIVE: মালদায় দলের ভাঙন আটকাতে জরুরি বৈঠক মৌসম বেনজির নুরের

তৃণমূলের মালদা জেলা পরিষদে ভাঙনের সম্ভাবনা। জেলা সভাধিপতি গৌর মণ্ডল-সহ ১৪ জন সদস্য এসেছেন কলকাতায়। আজই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি, রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ২৩ জন তৃণমূল সদস্যও আজ বিজেপিতে যোগ দিচ্ছেন। এক্ষেত্রেও ৩০ আসনের পঞ্চায়েত সমিতি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। দলের ভাঙন আটকাতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর। 

WB Election 2021 LIVE: বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডলকে গলসি কেন্দ্রে প্রার্থী চেয়ে পোস্টার 

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডলকে গলসি কেন্দ্রে প্রার্থী চেয়ে পোস্টার পড়ল বুদবুদ ও পানাগড় বাজারে। এদিন একাধিক জায়গায় এ ধরনের পোস্টার দেখা যায়। 

West Bengal Election 2021 LIVE: কালীমন্দিরে প্রণাম সেরে প্রচার শুরু গোসাবার তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের

বাড়ির কালীমন্দিরে প্রণাম সেরে সোমবার সকালে প্রচার শুরু করলেন গোসাবার তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। এদিন বগুলাখালি থেকে চুনাখালি বাজার পর্যন্ত হেঁটেই প্রচার সারেন এই কেন্দ্রের ২ বারের বিধায়ক। ১ এপ্রিল দ্বিতীয় দফায় গোসাবা কেন্দ্রে ভোটগ্রহণ। এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী চিত্ত প্রামাণিক ও সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী হয়েছেন আরএসপি-র অনিল মণ্ডল।

WB Election 2021 LIVE: বিজেপি কর্মীর ওপর হামলা, গ্রেফতার তৃণমূল নেতা-সহ ২

ব্রিগেড যাওয়ার পথে, শাসনে বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ২। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল ব্রিগেড যাওয়ার আগে স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে তাঁর উপর হামলা হয়। এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ রায় ও স্থানীয় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ।

WB Election 2021 LIVE: নিজের হাতে দেওয়াল লিখে প্রচার শুরু তৃণমূল প্রার্থী শওকত মোল্লার

নিজে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। সোমবার সকালে কর্মী সমর্থকদের নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজার এলাকায় দেওয়াল লিখনের পাশাপাশি এলাকার মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন শওকত মোল্লা। এর পাশাপাশি, তিনি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। ৬ এপ্রিল তৃতীয় দফায় ক্যানিং পূর্ব কেন্দ্রে ভোট। এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি ও সংযুক্ত মোর্চা। 

West Bengal Election 2021 LIVE: গঙ্গার ঘাটে গিয়ে প্রচার শুরু পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের

সকালে গঙ্গার ঘাটে গিয়ে প্রচার শুরু করলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। এদিন মহোত্সবতলা ঘাটে গিয়ে প্রচার করেন এই কেন্দ্রের ২ বারের বিধায়ক। নির্মল ঘোষ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও পানিহাটি পুরসভার প্রশাসক। ১৭ এপ্রিল পঞ্চম দফায় এই কেন্দ্রে ভোটগ্রহণ। এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি ও সংযুক্ত মোর্চা। 

WB Election 2021 LIVE: ফের বিস্ফোরক শম্পা

একদিকে দুর্নীতির অভিযোগ। অন্যদিকে পাল্টা চ্যালেঞ্জ।  বিদায়ী বিধায়ককে প্রার্থী না করায়, ক্রমেই চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল। ফের নিজের দলের বিরুদ্ধে সরব হলেন বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপা। আমি থাকলে লুঠপাট করা যাবে না। তাই আমাকে প্রার্থী করা হয়নি। বিস্ফোরক দাবি বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়কের। 

WB Election 2021 LIVE: ভোটের মুখে উত্তর ২৪ পরগনায় তৃণমূলে ভাঙন

ভোটের মুখে ফের উত্তর ২৪ পরগনায় তৃণমূলে ভাঙন। এবার দল ছাড়তে চলেছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য রঞ্জিত বিশ্বাস। বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে তৃণমূল নেতার দাবি, দলে থেকে তিনি কাজ করতে পারছিলেন না। পাশাপাশি, দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তোলেন বিক্ষুব্ধ নেতা। গেরুয়া শিবিরে তাঁকে স্বাগত জানিয়েছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। ক্ষণিকের আবেগ, এসবে কিছু যায় আসে না, শাসক-নেতার দলত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূলের। 

WB Election 2021 LIVE: আজ বিজেপিতে সোনালি

আজ বিজেপিতে যোগ দিচ্ছেন সোনালি গুহ । আগামিকাল হেসটিংসে বিজেপির কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগ দেবেন সোনালি। তিনি বলেন, মুকুল রায় বিজেপিতে যোগদানের কথা বলেছেন। অভিমান থেকেই বিজেপিতে যাচ্ছি। যে দল করব নিষ্ঠার সঙ্গেই করব। জানিয়েছেন সাতগাছিয়ার বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক। 

WB Election 2021 LIVE: ভাইপো-অস্ত্রে মমতাকে নিশানা মোদির

ব্রিগেডের সভা থেকে ফের ভাইপো-অস্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নরেন্দ্র মোদি। কটাক্ষের সুরে তিনি বলেন, আপনি নিজেকে ভাইপোর পিসি হিসেবে কেন সীমাবদ্ধ করে রাখলেন? এর জবাবে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও।

West Bengal Election 2021 LIVE: ঘোষিতকে বাতিল করে পছন্দের নেতাকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ 

দলের ঘোষিত প্রার্থীকে বাতিল করে তাদের পছন্দের নেতাকে প্রার্থী করতে হবে। এই দাবিতে মালদার বৈষ্ণবনগরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল তৃণমূলের একাংশ। কিন্তু যাঁকে প্রার্থী করার দাবিতে এই বিক্ষোভ, বিক্ষোভ চলাকালীন দল ও সরকারি - সব পদ ছাড়লেন তিনি। ভাঙন ধরল শাসক দলে। সবই পূর্ব পরিকল্পিত ছিল, প্রতিক্রিয়া জেলা নেতৃত্বের।

প্রেক্ষাপট

নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার থেকে তিনি প্রচারে নামতে পারেন। এদিকে, প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুনের বিজেপিতে যোগদান ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজার পারদ।


রবিবারের আলোচনাতেও সংযুক্ত মোর্চার আসন বণ্টন নিয়ে জট কাটল না। এদিন প্রথমে সিপিএমের সঙ্গে বৈঠক করে কংগ্রেস। সূত্রের খবর, অধীর চৌধুরী জানিয়েছেন, আইএসএফকে তিনটি আসন ছাড়া নিয়ে জট রয়েছে।


এরপরই প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটি বৈঠক করে। ঠিক হয়েছে, গতবারের ২৩ জন বিধায়কের মধ্যে ২১ জনই এবারও টিকিট পাচ্ছেন। এদিকে, বৈঠকের পরই যে ৮২টি আসনে কংগ্রেস লড়াই করবে তার নাম ঘোষণা করে কংগ্রেস।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.