West Bengal Election 2021 Live Updates: ‘ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান’, আক্রমণ রাজীবের

WB Election 2021 Live: 'বাজেটের আকারে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাঁর আত্মসম্মান বোধ আছে তৃণমূলে তাঁদের দমবন্ধ হবেই...', তোপ বিজেপি নেতার

ABP Ananda web desk Last Updated: 13 Feb 2021 09:14 AM

প্রেক্ষাপট

কলকাতা: এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট সংক্রান্ত সবথেকে বড় খবর কী কী - ১ ) রাজ্যসভার অধিবেশনে সাংসদ দীনেশ ত্রিবেদীর বেনজির ইস্তফা। ২) নাম না করে পিকের বিরুদ্ধেও সরব দীনেশ ত্রিবেদি।৩)  সাংসদ পদ...More

WB Election 2021 LIVE: ‘ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান’, আক্রমণ রাজীবের

সল্টলেকে পার্শ্বশিক্ষকদের সভা থেকে শাসক দলকে আক্রমণ করেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান। পায়ের তলায় মাটি নেই, বুঝতে পেরে গেছেন। বাজেটের আকারে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যাঁর আত্মসম্মান বোধ আছে তৃণমূলে তাঁদের দমবন্ধ হবেই। যে ধরণের ভাষা ব্যবহার করা হচ্ছে সেটা কি বাংলার সংস্কৃতি। জোড়াবাগানের ঘটনার পর বলা যায় যে মেয়েরা সুরক্ষিত? কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও রাজ্য উন্নয়ন করতে পারে না। মানুষের উন্নয়নের স্বার্থে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। কৃষাণ সম্মান নিধি না দেওয়ায় বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন।’