= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: ‘ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান’, আক্রমণ রাজীবের সল্টলেকে পার্শ্বশিক্ষকদের সভা থেকে শাসক দলকে আক্রমণ করেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান। পায়ের তলায় মাটি নেই, বুঝতে পেরে গেছেন। বাজেটের আকারে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যাঁর আত্মসম্মান বোধ আছে তৃণমূলে তাঁদের দমবন্ধ হবেই। যে ধরণের ভাষা ব্যবহার করা হচ্ছে সেটা কি বাংলার সংস্কৃতি। জোড়াবাগানের ঘটনার পর বলা যায় যে মেয়েরা সুরক্ষিত? কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও রাজ্য উন্নয়ন করতে পারে না। মানুষের উন্নয়নের স্বার্থে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। কৃষাণ সম্মান নিধি না দেওয়ায় বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন।’
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: এবার কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের গলায় 'খেলা হবে' স্লোগান অনুব্রত মণ্ডলের দেখানো পথেই হাঁটতে চলেছে কোচবিহারের তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের গলায় খেলা হবে স্লোগান। গতকাল দিনহাটার নাজিরহাটে কর্মিসভায় তৃণমূলের জেলা সভাপতি বলেন, বদলা নয়, বদল চাই, এই রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি গাওয়ার দিন শেষ। এবার সাউন্ড বক্স বাজিয়ে খেলা হবে স্লোগান দেওয়া হবে। বিজেপির কটাক্ষ, ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য করে উত্তেজনা ছড়াচ্ছে শাসকদল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: মেদিনীপুর শহরে পরিবর্তন যাত্রার সূচনা দিলীপ ঘোষের মেদিনীপুর শহরে পরিবর্তন যাত্রার সূচনা করলেন দিলীপ ঘোষ। কেরানিচটি, ভাদুতলা, শালবনি, চন্দ্রকোণা রোড, গড়বেতা, রাসকুণ্ডু হয়ে বিজেপির রথ পৌঁছবে চন্দ্রকোণা শহরে। মাঝেমধ্যে রথ থামিয়ে পথসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: সিপিএম নেতা জাকির বল্লুক যোগ দেবেন বিজেপিতে, দাবি অর্জুনের ‘সিপিএম নেতা জাকির বল্লুক যোগ দেবেন বিজেপিতে। উত্তর ২৪ পরগনার আমডাঙার সিপিএম নেতা জাকির বল্লুক। দাবি বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। মুখ খুলতে নারাজ জাকির বল্লুক নিজে। বিষয়টি মানতে নারাজ বিজেপি জেলা নেতৃত্বও।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বীরভূমের ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।আহত উভয়পক্ষের ৪ জন। বিজেপির অভিযোগ, গতকাল ইলামবাজারে পরিবর্তন যাত্রা থেকে ফেরার পর, তাদের কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জেরে গন্ডগোল বাধে। তার জেরে তৃণমূল কর্মীরাই আক্রান্ত হয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, পুরনো বিবাদকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে গন্ডগোল বাধে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: রাজপুর-সোনারপুর পুর-এলাকায় দেওয়াল লিখন শুরু বিজেপির রাজপুর-সোনারপুর পুর-এলাকায় দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। গত কয়েকদিন ধরেই চলছে দেওয়াল লেখার কাজ। তৃণমূলকে কটাক্ষ কোথাও কোথাও লেখা হয়েছে ছড়া। বিজেপির দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু হয়েছে। তৃণমূলের কটাক্ষ, কাজ নেই বলে আগেভাগে দেওয়াল লিখন, তবে মানুষের মনে দাগ কাটবে না আগাম প্রচার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: রামপুরহাটে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে 'বোমাবাজি' বীরভূমের রামপুরহাটে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। গতকাল রাতে রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের চামড়া গুদামপাড়ায় বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, আইএনটিটিইউসি নেতা আঙুর শেখের বাড়ি লক্ষ্য করে পরপর ৪টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। কে বা কারা বোমা ছুড়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
তৃণমূলে যোগ দিলেন দুই বিরোধীদলের ২৫০ কর্মী ভোটের মুখে নদিয়ায় রানাঘাটে বিজেপি ও সিপিএমে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন দুই বিরোধীদলের আড়াইশো জন কর্মী। দলত্যাগীদের মধ্যে রয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্যাও। গতকাল রানাঘাটের মাঝেরগ্রামে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন বিজেপির দেড়শো ও সিপিএমের ১০০ জন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান, দাবি দলত্যাগীদের। দলত্যাগীদের সঙ্গে আগেই সম্পর্ক ছেদ হয়েছিল, একই দাবি বিজেপি ও সিপিএমের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
তৃণমূল নেতার বাড়িতে হামলা! মধ্যমগ্রামের রোহান্ডায় তৃণমূল নেতার বাড়িতে হামলা ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকির অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে তাদের অঞ্চল সভাপতি আসগর আলির বাড়িতে হামলা চালায় ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের কর্মীরা। এরপর তৃণমূল পার্টি অফিসেও তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। প্রতিক্রিয়া মেলেনি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
মালদায় সরকারি আধিকারিককে 'খুনের চেষ্টা" পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ না করানোয়, মালদায় সরকারি আধিকারিককে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ, বুধবার অফিস থেকে বেরোনোর সময় পঞ্চায়েত সমিতির বাস্তুকারের উপর দলবল নিয়ে হামলা চালান ওই তৃণমূল নেতা। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘটনা প্রকাশ্যে আসতেই সংস্কৃতি নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূলের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
আজ জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ ২৪ পরগনায় আজ জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে কুলপির ঢোলায় জনসভা করবেন তৃণমূল সাংসদ। দুপুর দেড়টা নাগাদ সভা শুরু হওয়ার কথা। এর পাশাপাশি, আজ দুপুরে কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।