WB Election 2021 LIVE Updates: মৌসুমী কয়ালকে বারাসাতে প্রার্থী করতে পারে বিজেপি

West Bengal Assembly Election 2021 LIVE Updates: বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর সঙ্গে দলের তরফে যোগাযোগ করা হয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Mar 2021 06:30 AM
West Bengal Election 2021 LIVE: বালুরঘাট পুরসভাকে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে নোটিস কমিশনের

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষকে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। বিজেপির টাউন সভাপতি সুমন বর্মণের লিখিত অভিযোগ পাওয়ার পর এই নোটিস পাঠানো হয়েছে। 

WB Election 2021 LIVE:  মৌসুমী কয়ালকে বারাসাতে প্রার্থী করতে পারে বিজেপি

এবারের বিধানসভা নির্বাচনে কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকে প্রার্থী করতে চলেছে বিজেপি।  বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর সঙ্গে দলের তরফে যোগাযোগ করা হয়েছে। বিজেপি সূত্রে খবর, বরাসাত কেন্দ্রে প্রার্থী করা হতে পারে মৌসুমীকে। 

West Bengal Election 2021 LIVE: জলপাইগুড়িতে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ

জলপাইগুড়ির ময়নাগুড়ি ১ নম্বর ব্লকে পেটকাটি উপর কলোনি এলাকায় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।  গতকাল গভীর রাতে ওই ঘটনা ঘটে।  ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। ময়নাগুড়ি থানায় তৃণমূলের তরফে দায়ের করা হয়েছে অভিযোগ।  তবে বিজেপি অভিযোগ অস্বীকার করে বলেছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।  

WB Election 2021 LIVE:  অরূপ রায়ের সভায় আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ বিজেপির

হাওড়ার তৃণমূল নেতা ও সমবায়মন্ত্রী অরূপ রায়ের সভায় আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ তুললে বিজেপি।  গতকাল শিবপুরে কাজিপাড়ায় অরূপ রায়ের সভায় সরকারি প্রকল্পের লোগো, ব্যানার ব্যবহার করে প্রচারের অভিযোগ উঠল। 

West Bengal Election 2021 LIVE: প্রার্থী না হলেও তিনি দলের হয়ে প্রচার করবেন, সোশাল মিডিয়ায় সমীর 

সমীর সোশাল মিডিয়ায় জানিয়েছেন, প্রার্থী না হলেও তিনি দলের হয়ে নির্বাচনে প্রচার করবেন।  ২০১৯-এর লোকসভা নির্বাচনে তালড্যাংরা কেন্দ্রে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস ১৭ হাজার ২৬৮ ভোটে পিছিয়ে ছিল।  ওই কেন্দ্র থেকে ২০১৬-তেই প্রথম নির্বাচিত হন সমীর।  

West Bengal Election 2021 LIVE: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী

এবারের বিধানসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বাঁকুড়ার তালড্যাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী।  তাঁর এই অভিমত জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সমীর।  সেখানে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর মনোভাবের কথা ইতিমধ্যেই জানিয়েছেন তিনি।  

WB Election 2021 LIVE:  উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণের দাবি তৃণমূলের

ভোটের মুখে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণের দাবি জানাল তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠিতে সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করা হয়েছে। যা নিয়ে বিজেপির কটাক্ষ, কমিশনের উপর চাপ বাড়ানোর চেষ্টা হলেও লাভ হবে না।

West Bengal Election 2021 LIVE: মোদির ব্রিগেডের দিনই উত্তরবঙ্গে মিছিল মমতার

নরেন্দ্র মোদির ব্রিগেডের দিনই উত্তরবঙ্গে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবারে সোমবার কলকাতায় তৃণমূলনেত্রীর পদযাত্রা। তৃণমূলের মোদির সফরের আগে কলকাতায় মুড়ে দেওয়া হবে তৃণমূলের পোস্টার, ব্যানারে। প্রধানমন্ত্রীর সফরের পাল্টা কর্মসূচি গুরুত্ব দিচ্ছে না বিজেপি।

WB Election 2021 LIVE:  অনুব্রতর বিরুদ্ধে কমিশনে ভোটকর্মী ঐক্যমঞ্চ

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের ভোটকর্মী ঐক্যমঞ্চের। কমিশন সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দিল্লির নির্বাচন কমিশনে রিপোর্ট দেওয়া হয়েছে। কোনও ভুল কথা বলেননি বলে পাল্টা দাবি করেছেন অনুব্রত মণ্ডল।

West Bengal Election 2021 LIVE: তৃণমূলে তারকা-যোগ অব্যাহত

তারকাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার ধারা অব্যাহত। তৃণমূলে যোগ দিলেন গায়িকা অদিতি মুন্সি, অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়, অভিনেতা ধীরাজ পণ্ডিত। বিজেপি ছেড়ে রাজ্যের শাসক দলের পতাকা হাতে নিলেন গাড়ুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন ঊষা চৌধুরীও।

WB Election 2021 LIVE:  নন্দীগ্রামে তৃণমূলের ফল ভালো হবে না, দাবি শিশিরের

নন্দীগ্রামে তৃণমূলের ফল ভালো হবে না। নন্দীগ্রামে দাঁড়াবে শুভেন্দুই। দাবি তৃণমূল সাংসদ শিশির অধিকারীর।

প্রেক্ষাপট

আজ তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ। ভবানীপুর নয়, শুধু নন্দীগ্রাম আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা। তৃণমূল সূত্রে খবর। নন্দীগ্রামে মমতার বিপরীতে প্রার্থী হতে পারেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর।


প্রথম দু’দফার জন্য আজ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। তালিকা চূড়ান্তে দিল্লিতে শিবপ্রকাশের পর নাড্ডার বাড়িতে অমিত শাহর নেতৃত্বে বাংলার নেতাদের নিয়ে বৈঠক। 


আজই সম্ভবত জোটের প্রার্থী তালিকা ঘোষণা। প্রথম দু’দফায় ৬০ আসনের প্রার্থী চূড়ান্ত। বাম-কংগ্রেস-আইএসএফ একসঙ্গে প্রার্থী ঘোষণার উদ্যোগ।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.