WB Election 2021 LIVE Updates: টিকিট না পেয়ে বিজেপির সব পদে সৌরভ শিকদারের ইস্তফা

West Bengal Assembly Election 2021 LIVE Updates:  বাড়িতে বাড়িতেই মিলবে রেশন, ইস্তেহারে ঘোষণা মমতার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Mar 2021 06:54 AM
WB Election 2021 LIVE: কোচবিহারে বিজেপি নেতা তৃণমূলে

প্রার্থী নিয়ে ক্ষোভ, কোচবিহারে বিজেপি নেতা তৃণমূলে। সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপক রায়ের বিরুদ্ধে বিক্ষোভ। দীপক রায়কে প্রার্থী করার প্রতিবাদে বিজেপি ত্যাগ।কোচবিহার বিজেপির সহ সভাপতি ভবেশ রায় তৃণমূলে।

WB Election 2021 LIVE: বিজেপির অন্দরে প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ

মালদায় হরিশ্চন্দ্রপুরে মতিউর রহমানকে প্রার্থী করায় পার্টি অফিস ভাঙচুর। জলপাইগুড়ি সদরে সৌজিত সিন্হাকে প্রার্থী করায় পার্টি অফিস ভাঙচুর।


জগদ্দল অরিন্দম ভট্টাচার্যকে প্রার্থী করার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ। দুর্গাপুর পূর্বে দীপ্তাংশু চৌধুরীকে প্রার্থী ঘোষণার পরেই বিজেপি কর্মীদের বিক্ষোভ। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পাণ্ডবেশ্বরে বিক্ষোভ।

West Bengal Election 2021 LIVE: সৌরভ শিকদারের ইস্তফা

প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিজেপির অন্দরে ‘বিদ্রোহ’। টিকিট না পেয়ে বিজেপির সব পদে সৌরভ শিকদারের ইস্তফা।বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে ইস্তফা।আসানসোলের পর্যবেক্ষক পদেও সৌরভ শিকদারের ইস্তফা

WB Election 2021 LIVE: প্রচার শুরু রবীন্দ্রনাথ ভট্টাচার্যর

সিঙ্গুরে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবীন্দ্রনাথ প্রচার শুরু করলেও বিজেপিতে ক্ষোভ অব্যাহত। প্রার্থী বদলের দাবিতে অনড় বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। প্রার্থী বদল না হলে কাল থেকে অনশনের হুঁশিয়ারি।দলে কোনও সমস্যা নেই, দাবি রবীন্দ্রনাথের

WB Election 2021 LIVE: পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিজেপি, বেহালা পূর্বে প্রার্থী হতে পারেন শোভন

শোভনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিজেপি। খবর সূত্রের। বেহালা পূর্বে প্রার্থী হতে পারেন শোভন চট্টোপাধ্যায়। বেহালা পূর্বের বদলে বেহালা পশ্চিমে প্রার্থী হতে পারেন পায়েল সরকার। বালি থেকে প্রার্থী হতে পারেন রথীন চক্রবর্তী। কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী হতে পারেন মুকুল রায়। হাবড়ায় প্রার্থী হতে পারেন রাহুল সিনহা। রাজারহাট-গোপালপুরে প্রার্থী হতে পারে শমীক ভট্টাচার্য। কামারহাটিতে প্রার্থী হতে পারেন রাজু বন্দ্যোপাধ্যায়। নোয়াপাড়ায় প্রার্থী হতে পারেন সুনীল সিংহ। বিধাননগরে প্রার্থী হতে পারেন সব্যসাচী দত্ত

Mamata Midnapore Rally LIVE: পা ভাল হয়ে গেলে ফের আসব, খড়গপুরে বললেন মমতা

পায়ে চোট, উঠে দাঁড়িয়ে কথা বলতে পারছি না। পা ভাল হয়ে গেলে ফের আসব। এই বলে খড়গপুরে বক্তব্য শেষ করলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Midnapore Speech LIVE: মা-বোনেদের খেলাটা এবার বেশি করে খেলতে হবে, বললেন মমতা

একটা নোড়ার ঘায়ে দাঁত থেতলে যায়। মা-বোনেদের খেলাটা এবার বেশি করে খেলতে হবে। বললেন মমতা। 

Mamata Banerjee Midnapore Rally LIVE: সিপিএম, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া, খড়গপুরে মমতা

সিপিএম, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া। সিপিএম-কংগ্রেস-বিজেপি এখন জগাই-মাধাই-গদাই। 

Mamata Midnapore Rally LIVE: শুধু টুকলি করে বিজেপি, স্লোগান ইস্য়ুতে তোপ মমতার

পরিবর্তন স্লোগান তো তৃণমূলের, শুধু টুকলি করে বিজেপি। বাংলা জিতলেই দিল্লি ঝাঁপাবো, দিল্লিছাড়া করব। বিজেপি ভাবছে দেশে বিরোধী শক্তি তৈরি হয়ে যাবে। তাই বাংলা দখলের চেষ্টা। তোপ দাগলেন মমতা। 

Mamata Midnapore Speech LIVE: দু’হাত রক্তে মাখা, দুর্নীতিগ্রস্ত বিজেপি, আক্রমণ মমতার

এক একটা গুণ্ডা আসছে, কপালে তিলক, আর বলছে মেরে দেব। কফি হাউসে গুণ্ডাগিরি করেছে। কফি হাউস দখল করতে গেছে বিজেপি। দু’হাত রক্তে মাখা, দুর্নীতিগ্রস্ত বিজেপি। আক্রমণ মমতার। 

Mamata Banerjee Midnapore Rally LIVE: বিজেপি লুঠের টাকা ছড়ালে মাথা নোয়াবেন না, বললেন মমতা

পুজো কমিটির কাছে অনুরোধ বিজেপি লুঠের টাকা ছড়ালে মাথা নোয়াবেন না। মোদি বলেছিলেন ১৫ লক্ষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে, দিয়েছে ? প্রশ্ন মমতার। 

Mamata Midnapore Rally LIVE: তৃণমূল সরকার দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবে, খড়গপুরে মমতা

তৃণমূল সরকার দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবে। খড়গপুরে মমতা। 

Mamata Midnapore Speech LIVE: ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে, ঘোষণা মমতার

ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। পড়ুয়াদের নামে ক্রেডিট কার্ড, কাউকে গ্যারান্টার হতে হবে না। 

Mamata Banerjee Midnapore Rally LIVE: দুয়ারে সরকার আগামীতে বিনা পয়সায় রেশন দুয়ারে পৌঁছে দেবে, জানালেন মমতা

দুয়ারে সরকার আগামীতে বিনা পয়সায় রেশন দুয়ারে পৌঁছে দেবে। সব পরিবার বছরে ৬০০০ টাকা করে পাবেন। জানালেন মমতা। 

Mamata Midnapore Rally LIVE: ২৫ লক্ষ বাড়ি তৈরি হবে, প্রতিশ্রুতি মমতার

তেজপুরে বন্দর তৈরি হলে অনুসারী শিল্প হবে খড়গপুরে। প্রচুর যুবকের কর্মসংস্থান হবে। ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য, আগামীতে আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি হবে। 

Mamata Midnapore Speech LIVE: তুমি সাধু হলে আজ, আর আমি আজ চোর বটে, তোপ মমতার

ব্যাঙ্কে টাকা রাখে মানুষ, যদি ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় তখন টাকা কীভাবে তুলবেন ? দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচার বিজেপির। তুমি সাধু হলে আজ, আর আমি আজ চোর বটে। খড়গপুরে মমতা। 

Mamata Banerjee Midnapore Rally LIVE: রেলকর্মীদের কাছে আবেদন বিজেপিকে একটা ভোটও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের

রেলকে বিক্রি করে দেওয়ার চেষ্টা কেন্দ্রের। রেলকর্মীদের কাছে আবেদন বিজেপিকে একটা ভোটও নয়। আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Mamata Midnapore Rally LIVE: যতই কষ্ট হোক বিজেপিকে বাংলা দখল করতে দেব না, চ্যালেঞ্জ মমতার

আমি না বেরোলে বাংলা দখল করে নেবে বিজেপি। বহিরাগত গুণ্ডাদের কাছে বাংলা ছেড়ে দেওয়া যাবে না। পায়ে চোট, যতই কষ্ট হোক বিজেপিকে বাংলা দখল করতে দেব না। চ্যালেঞ্জ মমতার। 

Mamata Midnapore Speech LIVE: মাওবাদী বন্ধুদের বলব সিপিএমকে ভোট দেবেন না, আর্জি মমতার

মাওবাদী বন্ধুদের বলব সিপিএমকে ভোট দেবেন না। বললেন মমতা 

Mamata Midnapore Rally LIVE: ভোট কেনা যায় না, এটা মানুষের সম্পদ, কেশিয়াড়িতে মমতা

নির্বাচনের আগে টাকা দেবে বিজেপি, এটা তো আপনার টাকা। টাকা দিয়ে ভোট কিনতে চাইলেও ভোট দেবেন না। ভোট কেনা যায় না, এটা মানুষের সম্পদ। বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

Mamata Midnapore Speech LIVE: পিএম কেয়ার, নোটবন্দির, সংস্থা বিক্রির টাকা কোথায়? প্রশ্ন মমতার

রেল, কোল, বীমা, ব্যাঙ্ক সব বিক্রি করে দিচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করলে পালিয়ে যায়, দেখা যায় না। গরিব লোক ৫ পয়সা চাইলে চোর বলছে। পিএম কেয়ার, নোটবন্দির, সংস্থা বিক্রির টাকা কোথায়, জবাব দাও। কয়লা, পাথর, এয়ার ইন্ডিয়া বিক্রির টাকা কোথায়, জবাব দাও। 

Mamata Banerjee Midnapore Rally LIVE: পায়ের বদলা মা-বোনেদের পায়ে সম্মান জানিয়ে উসুল করব, হুঁশিয়ারি মমতার

আদিবাসীদের জমি দখল করতে গিয়ে ঝাড়খণ্ডে হার বিজেপির। এবার পায়েও আঘাত, পায়ের বদলা মা-বোনেদের পায়ে সম্মান জানিয়ে উসুল করব। হামলার পর এবার কুৎসা করছে। পায়ের বদলা মা-বোনেদের পায়ে সম্মান জানিয়ে উসুল করব। হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Mamata Midnapore Rally LIVE: জগাই-মাধাই-গদাই তিন জনকে দিন বিদায়, কটাক্ষ মমতার

মাওবাদীদের বলব সিপিএমকে ভোট দেবেন না। সিপিএম, কংগ্রেস, বিজেপি হল জগাই-মাধাই-গদাই। কটাক্ষ মমতার। 

Mamata Midnapore Speech LIVE: নির্বাচন এলেই সামনে হরি হরি, পিছনে ডাকাতি বিজেপির, আক্রমণ মমতার

বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি দলিতদের ওপর অত্যাচার। অসম, দিল্লিতে হিংসায় বহু মানুষকে খুন করেছে বিজেপি। নির্বাচন এলেই সামনে হরি হরি, পিছনে ডাকাতি বিজেপির। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Mamata Banerjee Midnapore Rally LIVE: দুর্যোধন, দুঃশাসনের দলকে একটি ভোটও নয়, আক্রমণ মমতার

বিজেপিকে কোনও সার্টিফিকেট দেবেন না। দুর্যোধন, দুঃশাসনের দলকে একটি ভোটও নয়। ২০১১ সালে পরিবর্তন তো তৃণমূলের স্লোগান। শুধুই টুকলি করে বিজেপি, নতুন কিছু ভাবুন। 

Mamata Midnapore Rally LIVE: বাংলায় এনপিআর হবে না, বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়

ভোটের দিন ভোট দিন, নাহলে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে। অসমের মতো বাংলাতেও একই চেষ্টা করবে বিজেপি। বাংলায় এনপিআর হবে না। বিজেপিকে কোনও সার্টিফিকেট দেবেন না। 

Mamata Midnapore Speech LIVE: ৩৫ লক্ষ মানুষের দারিদ্র দূর করা হয়েছে, দাবি মমতার

৩৫ লক্ষ মানুষের দারিদ্র দূর করা হয়েছে। গরিব মানুষদের জন্য ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। তাজপুরে গভীর বন্দর তৈরি হচ্ছে, তখন খড়গপুরে অনেক কারখানা হবে। দাবি মমতার। 

Mamata Banerjee Midnapore Rally LIVE: স্বাস্থ্যসাথী কার্ড ৩ বছর পরপর রিনিউ হবে, জানালেন মমতা

স্বাস্থ্যসাথী কার্ড ৩ বছর পরপর রিনিউ হবে। মে মাস থেকে সব বিধবারা ভাতা পাবেন। দুয়ারে সরকার বছরে ৪ বার হবে। 

Mamata Midnapore Speech LIVE: বিজেপি পার্টি ভন্ডামি, দুর্নীতির ফ্যাক্টরি, কটাক্ষ মমতার

কেশিয়াড়িতে ২০০ কোটি টাকা খরচ করেছে সেতু তৈরি হয়েছে। বিজেপি পার্টি ভন্ডামি, দুর্নীতির ফ্যাক্টরি। 

শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে সোনাচূড়ায় উত্তেজনা

শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে সোনাচূড়ায় উত্তেজনা। এদিন জনসংযোগ কর্মসূচি চলাকালীন বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভের মাঝেই এলাকা ছাড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ২ তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, সংঘর্ষে আহত হন তাদের একাধিক কর্মী। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। রাস্তা অবরোধ করেছে তৃণমূল কর্মী-সমর্থকরা। 

WB Election 2021 LIVE: খেলায় লড়ব, বাঁচব, গড়ব, জিতব, গড়বেতায় বললেন মমতা

বিজেপিকে বাংলা থেকে বিদায় দিতে হবে রাজনৈতিক যুদ্ধের মাধ্যমে। খেলায় লড়ব, বাঁচব, গড়ব, জিতব। বিজেপিকে বোল্ড আউট করে দিন। খেলা হবে, জেতা হবে। 

WB Election 2021 LIVE: ৪০ শতাংশ বেকারি কমিয়েছি, জানালেন মমতা

৪০ শতাংশ বেকারি কমিয়েছি, অর্ধেক বেকারি কমানোর লক্ষ্যমাত্রা। 

WB Election 2021 LIVE: যখন লড়াই করি, বাঘের বাচ্চার মত লড়াই করি, হুঁশিয়ারি মমতার

মাটির সৃষ্টি প্রকল্পে ২৫০০০ একর অনুর্বর জমিকে উর্বর করার লক্ষ্যমাত্রা। আমি আপনাদের পাহারাদার, দুর্ঘটনা হলেও টাকা দিই। 

WB Election 2021 LIVE: সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ, কটাক্ষ মমতার

শুধু টাকা দিয়ে ভোট চায়, লালচক্ষু দেখে ভয় পাবেন না। সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ। 

WB Election 2021 LIVE: কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় কেউ গ্যাস পায় না, অভিযোগ মমতার

কৃষকদের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেরোসিন, গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় কেউ গ্যাস পায় না। 

WB Election 2021 LIVE: ধ্বংসের বদলে ধ্বংস চাই না, বদলার বিরুদ্ধে শান্তি চাই, বললেন মমতা

হাজার হাজার নেতা ঘুরে বেড়াচ্ছেন, ভোট লুঠের চেষ্টা। লুঠেরা এলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন। ধ্বংসের বদলে ধ্বংস চাই না, বদলার বিরুদ্ধে শান্তি চাই। 

WB Election 2021 LIVE: নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের সময় ক্যাশ বেলুন, বিজেপিকে তোপ মমতার

নির্বাচন এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি। নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের সময় ক্যাশ বেলুন। তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB Election 2021 LIVE: ক্ষমতায় এলে সব তফশিলী পরিবারকে ১০০০ টাকা করে দেওয়া হবে, জানালেন মমতা

ক্ষমতায় এলে সব তফশিলী পরিবারকে ১০০০ টাকা করে দেওয়া হবে। দ্বাদশ শ্রেণিতে উঠলেই ১০০০০ টাকা অথবা ট্যাব কিনে দেওয়া হবে। নবম শ্রেণিতে উঠলেও বিনা পয়সায় সাইকেল। জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

WB Election 2021 LIVE: সাপকে ঢুকতে দেওয়া যাবে না, বাঘকে ঢুকতে দেওয়া হবে না, কটাক্ষ মমতার

ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ থাকে। সাপকে ঢুকতে দেওয়া যাবে না, বাঘকে ঢুকতে দেওয়া হবে না। গড়বেতায় বললেন মমতা। 

WB Election 2021 LIVE: আমার মা বোনেদের পা ভরসা জোগাবে, বললেন মমতা

আমার মা বোনেদের পা ভরসা জোগাবে। বললেন মমতা। 

WB Election 2021 LIVE: দিলীপ ঘোষের প্রচারে এবার ঝাঁ চকচকে, হাইটেক, বিলাসবহুল গাড়ি

দিলীপ ঘোষের প্রচারে এবার ঝাঁ চকচকে, হাইটেক, বিলাসবহুল গাড়ি। এই গাড়িতে চড়েই নির্বাচনী প্রচার চালাবেন বিজেপির রাজ্য সভাপতি। গাড়ির গায়ে বাংলার চালচিত্র, মনীষীদের ছবি। বাংলার লোকায়ত সংস্কৃতির ক্যানভাস। বিশেষভাবে তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত এই বিলাসবহুল প্রচার-গাড়িতে থাকছে আরামদায়ক সোফা, ফ্রিজ, টিভি ও টয়লেট। গাড়ির ভিতরে থাকছে এলিভেটেড প্ল্যাটফর্ম। তাতে চড়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে গাড়ির ছাদে। গাড়ি-ছাদে থাকছে মোবাইল ব্যালকনি। সেখানে একাধিক নেতার দাঁড়ানোর ব্যবস্থা। বিলাসবহুল প্রচার-গাড়ির বাইরে রয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, সিসি ক্যামেরা।

Mamata Banerjee Midnapore Rally LIVE: মমতার সভা ঘিরে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের

আজ পশ্চিম মেদিনীপুরে মমতার ৩টি সভা। সভা ঘিরে বেলুন, পোস্টার নিয়ে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের। 

Mamata Midnapore Rally LIVE: পাখির চোখ জঙ্গলমহল, আজ পশ্চিম মেদিনীপুরে মমতার ৩ সভা

একুশের ভোটে তৃণমূলের পাখির চোখ জঙ্গলমহল। গত কয়েকদিন ধরেই জঙ্গলমহলের একের পর এক জেলায় নির্বাচনী প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আজ পশ্চিম মেদিনীপুরে পরপর তিনটি জনসভা করবেন তিনি। প্রথম নির্বাচনী সভা গড়বেতা বিধানসভার গোয়ালতোড়ের আমলাশুলিতে। এরপর কেশিয়াড়ির ঔরঙ্গাবাদ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সভা করবেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় জনসভাটি রয়েছে খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকায় কলাইকুণ্ডায়। কলকাতা থেকে কপ্টারে সরাসরি পশ্চিম মেদিনীপুরে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। সেখানে ন্যূনতম রোজগারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজকের প্রচারে সেই ইস্যু তুলে ধরা ছাড়াও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেও তৃণমূলনেত্রী ফের সরব হতে পারেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। 

WB Election 2021 LIVE: তিন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ এনআইএ-র

বীরভূমের দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় তিন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ এনআইএ-র। অভিযোগ, কাঁকড়তলার ভাদুলিয়া গ্রামে তৃণমূল কর্মী বাবলু মণ্ডলের বাড়িতে বোমা মজুত করা ছিল। সেখানে বিস্ফোরণ হয়। ওই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। সেই মামলায় গত সোমবার খয়রাশোল ব্লকের তিন তৃণমূল নেতা কেদারচন্দ্র ঘোষ. পার্থসারথি গড়াই ও নুরুল আজিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

West Bengal Election 2021: লাভপুরে দফায় দফায় ‘বোমাবাজি’

লাভপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ি লক্ষ্য করে ‘বোমাবাজি’। রাত থেকে দফায় দফায় বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে লাভপুর থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গোষ্ঠীকোন্দল, পাল্টা দাবি বিজেপির। 

WB Election 2021 LIVE: রাজ্যে আসার আগে বাংলায় ট্যুইট প্রধানমন্ত্রীর

আজ পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে আসার আগে রাতে বাংলায় ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটে লেখা, ১৮ মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখব। পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপির সুশাসনের কর্মসূচি জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে।

West Bengal Election 2021: পুলিশ সুপারের পদ থেকে সরানো হল লাভলি মৈত্রর স্বামীকে

ভোটে লড়বেন স্ত্রী। তাই পুলিশ সুপারের পদ থেকে সরানো হল স্বামীকে। সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রের স্বামী, সৌম্য রায়কে সরানো হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের পদ থেকে। ভোট সংক্রান্ত কোনও কাজের সঙ্গেও তিনি যুক্ত থাকতে পারবেন না। 

WB Election 2021 LIVE: পশ্চিম মেদিনীপুরে তিন জনসভা মমতার

আজ পশ্চিম মেদিনীপুরে তিন জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম সভা গড়বেতা। দ্বিতীয় সভা কেশিয়াড়ীতে। তৃতীয় সভা খড়গপুর বিধানসভার অন্তর্গত কলাইকুণ্ডায়।

West Bengal Election 2021: আজ পুরুলিয়ায় জনসভা মোদির

আজ ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ পুরুলিয়ায় জনসভা করবেন মোদি। ভাঙড়া মোড়ে সভা তাঁর। 

প্রেক্ষাপট

আজ ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ পুরুলিয়ায় জনসভা করবেন মোদি। ভাঙড়া মোড়ে সভা তাঁর। 


আজ পশ্চিম মেদিনীপুরে তিন জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম সভা গড়বেতা। দ্বিতীয় সভা কেশিয়াড়ীতে। তৃতীয় সভা খড়গপুর বিধানসভার অন্তর্গত কলাইকুণ্ডায়।


ক্ষমতায় ফিরলে দেড় কোটি পরিবারকে মাসে ৫০০ টাকা করে ভাতা, তফসিলিদের জন্য মাসে হাজার। বছরে ৫ লক্ষ কর্মসংস্থার ইস্তেহারে প্রতিশ্রুতি তৃণমূলের। শুধুই অনুদানের রাজনীতি, কটাক্ষ বিজেপির। 


এবার বাড়িতে বাড়িতেই মিলবে রেশন। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বেড়ে ১০ হাজার পড়ুয়াদের জন্য ১০ লক্ষ ক্রেডিট লিমিট। ইস্তেহারে ঘোষণা মমতার। কেন্দ্রের প্রকল্পকে রাজ্যের বলে চালানোর চেষ্টা, পাল্টা বিজেপি।


জঙ্গলমহলের ভোটেই বিজেপিকে জবাব দেওয়ার হুঙ্কার মমতার।  নন্দীগ্রামকাণ্ড নিয়ে ফের চক্রান্তের অভিযোগ মমতার। 


তৃণমূলের সঙ্গে আরও সংঘাতে শিশির। নাম না করে অভিষেককে আক্রমণ। সব পেয়েও ক্ষোভ, গেলে যাবেন, পাল্টা সৌগত।


হামলা-পাল্টা হামলার অভিযোগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রামে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ। মারিশদায় আক্রান্ত বিজেপি, প্রতিবাদে থানায় শুভেন্দু, দিব্যেন্দু। পাল্টা নন্দীগ্রামে তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ। 


ময়নায় প্রকাশ্যে তৃণমূল নেতার হুমকি। এতদিন যা করেছে, তাই বলছে, কটাক্ষ বিজেপির। 


বিজেপির বিরুদ্ধে ভোট লুঠের চক্রান্তের অভিযোগে ফের সরব মমতা। নজর রাখতে বললেন সীমানাবর্তী স্টেশনে। ঝাড়খণ্ডে তো তৃণমূলের বন্ধু সরকার, তারা কী করছে? অভিযোগ উড়িয়ে পাল্টা শমীক। 


স্ত্রী সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে দিল কমিশন। ভোটের কোনও কাজে ব্যবহারে নিষেধাজ্ঞা।


তৃতীয় দফায় বিজেপির আরও ৪ প্রার্থীর নাম ঘোষণা। দলে যোগ দিয়েই উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী পাপিয়া। ১০টি আসনে প্রার্থী ঘোষণা বামেদের। ফলতা, কালচিনিতে ২ প্রার্থী কংগ্রেসের। 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.