WB Election 2021 LIVE Updates: বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত, কাকে কত আসন, পরে ঘোষণা, জানালেন অধীর

West Bengal Assembly Election 2021 LIVE Updates: আইএসএফ সহ একাধিক দল জোটে আস্থা প্রকাশ করছে, জানালেন অধীর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Feb 2021 07:48 AM
দাঁতনে তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূলকর্মীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলা বলে অভিযোগ করেছে বিজেপি।

ইংরেজবাজারে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের বাড়িতে হামলা

ইংরেজবাজারে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের বাড়িতে হামলা। দেদার ইটবৃষ্টি। বাড়ির নিচে পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর। হামলা চালিয়েছে তৃণমূলের লোকেরাই। নেপথ্যে জেলা তৃণমূল চেয়ারম্যান ও জেলার যুব নেতা। বিস্ফোরক অভিযোগ ইংরেজবাজারের বিধায়কের। অভিযোগ অস্বীকার করেছেন দু’জনেই।

মৌলালিতে পুলিশকর্মীকে মারধরের ঘটনায় মামলা

পুলিশের লাঠিচার্জে আহত বামকর্মী মইদুলের মৃত্যুর প্রতিবাদ চলাকালীন মৌলালিতে পুলিশকর্মীকে মারধরের ঘটনায় এবার মামলা রুজু হল। এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ প্রায় ২৫০ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাংলায় দুর্গাপুজো করতে চাইলে হাইকোর্টে যেতে হয়, অভিযোগ শুভেন্দুর

বাংলায় দুর্গাপুজো করতে চাইলে হাইকোর্টে যেতে হয়, অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাস্তায় ভগবানকে নামিয়ে রাজনীতির সঙ্গে মেলাই না, পাল্টা অরূপ বিশ্বাস।

কাকে কত আসন, পরে ঘোষণা, জানালেন অধীর

বাম-কংগ্রেসের সমঝোতা চূড়ান্ত। ভোট হবে ত্রিমুখী। জোটে আব্বাস সিদ্দিকির দলের থাকার ইঙ্গিত। কাকে কত আসন, পরে ঘোষণা, জানালেন অধীর।

আশুতোষ কলেজের সরস্বতী পুজোয় মদন মিত্র

আশুতোষ কলেজের সরস্বতী পুজোয় সামিল হলেন তৃণমূল নেতা মদন মিত্র। কলেজের প্রাক্তনী সেলফি তুললেন বর্তমান পড়ুয়াদের সঙ্গে। দিলেন অঞ্জলি। সরস্বতীর সামনেই উঠল খেলা হবে স্লোগান। অঞ্জলি দেওয়ার ফাঁকে এবিপি আনন্দর ক্যামেরার সামনে গানও ধরলেন মদন মিত্র।

হাওড়া ময়দানে অবরোধ

মালদার চাঁচলে থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। হাওড়া ময়দানে অবরোধ। বীরভূমের মল্লারপুরে থানার সামনে বিক্ষোভ। 

সল্টলেকে বাম-কংগ্রেসের মশাল মিছিল

নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত বাম নেতার মৃত্যু। প্রতিবাদে সল্টলেকে বাম-কংগ্রেসের মশাল মিছিল। পুলিশ কমিশনারের অফিস যাওয়ার পথে আটকাল পুলিশ। বাম কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি।

অনশন প্রত্যাহার পার্শ্বশিক্ষকদের

অবস্থান চললেও, অনশন প্রত্যাহার পার্শ্বশিক্ষকদের। ‘বিজেপি ক্ষমতায় এলে আর বঞ্চনা নয়,’ পার্শ্বশিক্ষকদের অবস্থানে এসে প্রতিশ্রুতি মুকুল রায়ের। কাল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন পার্শ্বশিক্ষকরা। 

বাংলায় ত্রিমুখী লড়াই, দাবি অধীরের

‘কত আসন ছাড়া হবে তা এখনই ঘোষণা নয়। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম পদক্ষেপ সফল। বাংলায় দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই হতে চলেছে। রাজ্যে ক্রমশ বাম-কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে। বাম-কংগ্রেসের উপর আক্রমণ নেমে আসছে। মইদুল ইসলামের মৃত্যু তারই প্রমাণ,’ সাংবাদিক বৈঠকে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত

‘সব অপপ্রচার ব্যর্থ করে বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত। আইএসএফ সহ একাধিক দল জোটে আস্থা প্রকাশ করছে। বাংলায় বাম-কংগ্রেস জোটের বিরোধী সাম্প্রদায়িক শক্তি। ধর্মনিরপেক্ষতায় ছোট দলগুলি ভোটে লড়তে চাইছে। ছোট দলগুলির জন্য কিছুটা জায়গা ছাড়তে চাইছি,’ সাংবাদিক বৈঠকে বিমান বসু ও অধীর রঞ্জন চৌধুরী। 

WB Election 2021 LIVE: গুরুচাঁদ ঠাকুরের মূর্তি স্থাপন নিয়ে রাজনৈতিক তরজা

ভোটের মুখে এবার বাগদার হেলেঞ্চায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি স্থাপন নিয়ে রাজনৈতিক তরজা। এর আগে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের তরফে মতুয়াদের দেওয়া হচ্ছে বাদ্যযন্ত্র। গতকাল বাগদার হেলেঞ্চায় মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের সন্তান গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মূর্তি স্থাপন আসলে নির্বাচনী চমক, কটাক্ষ বিজেপির। মতুয়ারা বরাবর আমাদের সঙ্গে রয়েছে, পাল্টা দাবি তৃণমূলের। 

WB Election 2021 LIVE: মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত

মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন মোহন ভাগবত। মিঠুন চক্রবর্তীর মালাডের বাংলোতে প্রায় একঘণ্টা বৈঠক হয়। বাংলায় বিধানসভা ভোটের আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাত্কার নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের মধ্যে আধ্যাত্মিক আলোচনা হয়েছে। 

WB Election 2021 LIVE: আদি গঙ্গায় নেমে অভিনব প্রতিবাদ

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদি গঙ্গায় নেমে অভিনব প্রতিবাদে সামিল হলেন অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষামিত্ররা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার অভিযোগে প্রতিবাদে সামিল হন অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষামিত্ররা। কয়েকজনকে আটক করেছে পুলিশ। 

WB Election 2021 LIVE: গুরুচাঁদ ঠাকুরের মূর্তি স্থাপন নিয়ে রাজনৈতিক তরজা

ভোটের মুখে এবার বাগদার হেলেঞ্চায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি স্থাপন নিয়ে রাজনৈতিক তরজা। এর আগে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের তরফে মতুয়াদের দেওয়া হচ্ছে বাদ্যযন্ত্র। গতকাল বাগদার হেলেঞ্চায় মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের সন্তান গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মূর্তি স্থাপন আসলে নির্বাচনী চমক, কটাক্ষ বিজেপির। মতুয়ারা বরাবর আমাদের সঙ্গে রয়েছে, পাল্টা দাবি তৃণমূলের। 

WB Election 2021 LIVE: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি কর্মীদের বেধড়ক 'মারধর'

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিজেপির পরিবর্তন যাত্রার রথ পটাশপুরের কনকপুরে পৌঁছয়। সেখানে সভা করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ, নেতা-নেত্রীরা সভাস্থল ছাড়ার পর, বাঁশ-লাঠি নিয়ে সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত জনাদশেক দুষ্কৃতী। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, আদি ও নব্য বিজেপির লড়াইয়ের জেরে এই ঘটনা ঘটেছে। 

WB Election 2021 LIVE: ব্যান্ডেলে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে 'গুলি'

ব্যান্ডেলের নলডাঙায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিজন মল্লিকের দাবি, গতকাল রাতে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। ঘরে বসেছিলেন তাঁর বাবা। সেইসময় বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জানলার কাচ ভেদ করে গুলি ঢুকলেও, কেউ হতাহত হননি। তৃণমূল নেতার দাবি, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই গুলি চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। রাতেই ঘটনাস্থলে যায় চুঁচুড়া থানার পুলিশ। বিজেপির দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূল সদস্যের বাড়িতে হামলা হয়েছে।

WB Election 2021 LIVE: মানিকতলায় বিজেপি সমর্থকদের উপর 'হামলা'

মানিকতলায় বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগে নাম জড়াল তৃণমূলের। বিজেপির অভিযোগ, গতকাল রাতে কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের নতুন পল্লি এলাকায় হামলা চালায় জনা পঞ্চাশেক তৃণমূল কর্মী। বাঁশ-লাঠি দিয়ে বিজেপি সমর্থকদের মারধর করা হয়। তাদের মহিলা সমর্থকরাও আক্রান্ত হন বলে বিজেপির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকতলা থানার পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB Election 2021 LIVE: দাঁতনে তৃণমূল কর্মীকে 'মারধর', অভিযুক্ত বিজেপি

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটে মধু বৈঞ্চা গ্রামে। তৃণমূলের দাবি, দাঁতনের বিধায়কের নেতৃত্বে কর্মিসভা ছিল। অভিযোগ, সভা থেকে ফেরার পথে, আক্রান্ত হন ওই তৃণমূল কর্মী। বিজেপি কর্মীরা লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি ওই তৃণমূল কর্মী। দাঁতন থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে, গেরুয়া শিবিরের দাবি, এর সঙ্গে রাজনীতির যোগ নেই, ভোটের কথা মাথায় রেখে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। 

WB Election 2021 LIVE: ব্যারাকপুরে 'বোমাবাজি'

ব্যারাকপুরের আর্দালি বাজারে তৃণমূল সমর্থকদের ক্লাব লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে ওই ক্লাব লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়া হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই বোমা ছুড়েছে বলে শাসক শিবিরের দাবি। হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি। 

WB Election 2021 LIVE: ইংরেজবাজারের তৃণমূল বিধায়কের বাড়িতে 'হামলা', প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব

মালদার ইংরেজবাজারের তৃণমূল বিধায়কের বাড়িতে হামলার ঘটনায় ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল রাতে তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাড়িতে হামলা হয়। বাড়ির একতলায় তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি, মোটরবাইকও ভাঙচুর করা হয়। তৃণমূল বিধায়কের অভিযোগ, যুব তৃণমূলের সভাপতি ও জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নেতৃত্বেই হামলার ঘটনা ঘটে। তাঁকে ক্ষমতা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দলেরই একাংশ বলে দাবি তৃণমূল বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসকের। যদিও যুব তৃণমূল নেতার দাবি, ঘটনার নেপথ্যে দুই পাড়ার বিবাদ, এতে রাজনীতি নেই। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB Election 2021 LIVE: কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি নেতাকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে মহিষকুচি এলাকায় বিজেপির বুথ সভাপতি বাদল সাহার উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির দাবি, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। ওইদিন জে পি নাড্ডার ছবি ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে। এনিয়ে গতকাল নতুন করে উত্তেজনা ছড়ায়। সেইসময় বিজেপির বুথ সভাপতি আক্রান্ত হন বলে অভিযোগ। গুরুতর আহত ওই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

প্রেক্ষাপট

কলকাতা: আজ সরস্বতী পুজো। আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷ কচি-কাঁচা থেকে শুরু করে তরুণ-তরুণীরা আজ পুজোর আনন্দে মেতে উঠবেন।


মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই হবে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্‍সবের আমেজ৷


পিছিয়ে নেই রাজ্যের নেতা-মন্ত্রীরাও। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সরস্বতী পুজোকে হাতিয়ার করে জনসংযোগ বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ-ই।


বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ একাধিক সরস্বতী পুজোয় অংশ নেবেন বলে জানা গিয়েছে। একইভাবে শাসক-বিরোধীর একাধিক নেতাই এদিন বাগদেবীর বন্দনা করবেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.