WB Election 2021 LIVE Updates: কালই সম্ভবত বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী তালিকা ঘোষণা
West Bengal Assembly Election 2021 LIVE Updates: অন্যদিকে তৃণমূল ভবনে চলছে শাসক দলের কলকাতা কেন্দ্রিক বৈঠক
কালই সম্ভবত জোটের প্রার্থী তালিকা ঘোষণা।প্রথম দু’দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ। প্রথম দু’দফায় ৬০টি আসনে ভোটগ্রহণ।একসঙ্গে মিলে প্রার্থী তালিকা প্রকাশের উদ্যোগ।বাম-কংগ্রেস-আইএসএফ একসঙ্গে তালিকা প্রকাশের উদ্যোগ।‘একসঙ্গেই তালিকা প্রকাশ, কোনও সমস্যা নেই’,জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে চান শুভেন্দু অধিকারী। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল, দাবি রাজীবের।
৭ মার্চ পদযাত্রা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গে মহিলাদের নিয়ে পদযাত্রা, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য।
৮ দফায় ভোটের প্রতিবাদ করেছিলেন মমতা। বাংলার মানুষকে কষ্ট দিতেই ৮ দফায় ভোট। বিশেষ রাজনৈতিক দলের প্রভাবেই সিদ্ধান্ত। ক্ষোভপ্রকাশ করে বলেছিলেন মমতা, বললেন সৌগত রায়।
আমি অদিতিকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিককালে তৃণমূলে অন্যতম বড় যোগদান: সৌগত রায়
তৃণমূলে আরও তারকা-যোগ। তৃণমূলে যোগ দিলেন সুভদ্রা মুখোপাধ্যায়।বিজেপি থেকে তৃণমূলে যোগ সুভদ্রা মুখোপাধ্যায়ের। তৃণমূলে যোগ দিলেন পরিচালক ধীরজ পণ্ডিত। মুম্বই থেকে কলকাতায় এসে তৃণমূলে যোগ ধীরজের। তৃণমূলে সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিও।
মালদার কালিয়াচক থেকে উদ্ধার হল বল বোমা। ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ভোটের মুখে বোমা উদ্ধার ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় তৃণমূল-বিজেপি দু’ পক্ষই ভোটের সময় সন্ত্রাসের পরিবেশ তৈরির জন্য একে অপরের বিরুদ্ধে বোমা মজুত করার অভিযোগ তুলেছে।
সিপিএম সমর্থকদের মারধর করলে পাল্টা আক্রমণের হুমকি সিপিএম নেতা সুশান্ত ঘোষের। মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকির দেওয়ার পাশাপাশি, সিপিএম নেতা জানান, পরে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্সাও করাবেন তিনি।
তৃণমূল ভবনে কলকাতা কেন্দ্রিক বৈঠক। উপস্থিত আছেন কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলররা। বৈঠকে যোগ দিয়েছেন কলকাতার সাংসদ, বিধায়করা। বৈঠকে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি। বৈঠকে আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর।
বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ দিল্লিতে জে পি নাড্ডার বাসভবনে বৈঠক বসেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, প্রথম দু’দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এই বৈঠক। এর আগে শিবপ্রকাশের বাড়িতে বৈঠকে বসেন কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারীরা। নাড্ডার বাড়িতে যান অমিত শাহ।
জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়াকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। লাউদোহা এলাকায় বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখলেন বিজেপি কর্মীদের একাংশ। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলে থাকাকালীন বিরোধীদের উপর অত্যাচার করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। ঘটনার সত্যতা স্বীকার করে দলীয় কর্মীদের রাজ্য নেতৃত্বের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। বিক্ষুদ্ধদের তাদের দলে আসার জন্য স্বাগত জানিয়েছে তৃণমূল।
লাভপুরে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে আগুনে পুড়ে যায় লাভপুর ২ নম্বর ব্লকের মানপুর গ্রামে বিজেপির অস্থায়ী পার্টি অফিস। অগ্নিকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি পদ্ম শিবিরের। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। প্রসঙ্গত, ২ দিন আগেই জেলায় ফিরেছেন লাভপুরের বিধায়ক, বিজেপি নেতা মনিরুল ইসলাম।
যৌন হেনস্থার অভিযোগে সিকিম থেকে গ্রেফতার হলেন বিমল গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা। ধৃত লোপসাং লামা একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপ্যাল। একইসঙ্গে বিমলপন্থী ওই নেতা গোর্খা জনমুক্তি মোর্চার কার্যকরী সভাপতি। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে কালিম্পং আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন গুরুং-ঘনিষ্ঠ ওই মোর্চা নেতা।
বনগাঁয় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বনগাঁ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল রাতে দলীয় সভা সেরে ফেরার পথে, কমলাপুর এলাকায় বিজেপি যুব মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি গোবিন্দ বিশ্বাসকে রড দিয়ে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোট নিরাপত্তায় ২৫ মার্চের মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। তার মধ্যে ৮ মার্চের মধ্যেই রাজ্যে চলে আসবে ১৭০ কোম্পানি বাহিনী।
বিধানসভা নির্বাচনের জন্য চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন চারজন বিশেষ পর্যবেক্ষক। এর মধ্যে দু’জন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও মৃণালকান্তি দাস। বাকি দু’জন হলেন, বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক এবং বিশেষ আয় ব্যয় পর্যবেক্ষক বি মুরলীকুমার।
প্রেক্ষাপট
আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিশেষ পর্যবেক্ষকদের বৈঠক। চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন ৪ বিশেষ পর্যবেক্ষক। এবার প্রত্যেক জেলায় থাকবেন তিনজন করে পুলিশ পর্যবেক্ষক।
তার আগে বুধবার কেন্দ্রীয় পর্যেবক্ষকদের সঙ্গে সাধারণ পর্যবেক্ষকদের ভার্চুয়াল বৈঠক হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর সেই বৈঠকে, ভোট প্রক্রিয়া ছাড়া অন্য কোনও কাজে যাতে তাঁরা যুক্ত না হন, সে বিষয়ে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যাতে পক্ষপাতদূষ্ট না হন, তা নিয়েও সতর্ক করে দিয়েছে কমিশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -