Abhishek Banerjee LIVE Rally: ‘এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব’, সোনারপুরের সভায় অভিষেক

TMC Abhishek Banerjee LIVE Rally Updates: ‘পদ্মফুল রেখে দিলে শুকিয়ে যায়, ঘাসফুল যত কাটবে তত বাড়বে.. ’, বলেছেন তৃণমূল সাংসদ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Feb 2021 02:31 PM

প্রেক্ষাপট

দক্ষিণ ২৪ পরগনায় আজ জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে কুলপির ঢোলায় জনসভা করবেন তৃণমূল সাংসদ। দুপুর দেড়টা নাগাদ সভা শুরু হওয়ার কথা। কুলপি বিধানসভা আসন তৃণমূলের দখলে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের...More

Abhishek Banerjee LIVE Rally: ‘এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব’, সোনারপুরের সভায় অভিষেক

রোড-শোয়ের পর সোনারপুরের জনসভায় বক্তর্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আজ থেকে দিদির দূত কর্মসূচি শুরু হল। এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথানত করবেন না।’